বোয়ালমারীতে গভীর রাতে খড়ের গাদায় আগুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদী গ্রামের প্রহলাদ বিশ্বাসের পরিবারে ফের নাশকতামূলক হামলা হয়েছে। এবার তার খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। শনিবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে এ হিংসাত্মক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ঘটনার দিনও নিজের ঘরে ঘুমিয়েছিলেন প্রহলাদ। রাত আনুমানিক দেড়টার দিকে তার আচমকা ঘুম ভেঙে গেলে বাইরে প্রচণ্ড আলো অনুভব করেন। তৎক্ষণাৎ তিনি ঘর থেকে বেরিয়ে দেখেন তার খড়ের গাদা জ্বলছে। এ সময় প্রহলাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
প্রহলাদ বিশ্বাস বলেন, আমার শোয়ার ঘরের অদূরেই খড়ের গাদা ছিল। আরেকটু দেরিতে ঘুম ভাঙলে সব শেষ হয়ে যেত। কয়েক দিন আগে কে বা কারা তার কৃষিজমি থেকে বিপুল পরিমাণ পেঁয়াজের চারাগাছ তুলে ফেলে। এবার খড়ের গাদায় আগুন। এরপর ভাগ্যে কী আছে বলতে পারব না। শত্রুও চিনতে পারছি না যে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিজেকে শুধরে নেব অথবা শক্তভাবে আইনের আশ্রয় গ্রহণ করব। স্ত্রী-সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান প্রহলাদ।
ইউপি সদস্য আবুল হাসান মোল্যা বলেন, কিছুদিন আগে বেড়াদী বাজারে এক দোকানে রাতের আঁধারে অগ্নিসংযোগ করা হয়। একই রাতে প্রহলাদের পেঁয়াজের ক্ষেত নষ্ট করা হয়। এবার আবার প্রহলাদ বিশ্বাসের খড়ের গাদায় আগুন দেয়া হলো। বুঝতে পারছি না কোন অসাধু চক্র গ্রামে এমন ধ্বংসাত্মক তৎপরতায় লিপ্ত হয়েছে। আগের দুটি ঘটনার পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এবার খড়ের গাদা পোড়ানোর খবর পেয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান আবুল হাসান।
এমএসএম / জামান

ডোমারে ওসির অপসারণ দাবীতে ঝাড়ু মিছিল

সিংড়ায় যৌতুকের জন্য গৃহবধূকে মারপিট, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত মহল্লা গড়তে মানববন্ধন অনুষ্ঠিত

আদমদীঘিতে শারর্দীয় দুর্গাপুজা শান্তিপুন ভাবে উদযাপনের লক্ষে প্রস্ততিমুলক সভা

রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার

মির্জাগঞ্জে নয় মাসের নাতি কে নিয়ে বিপাকে বৃদ্ধা ভানু বেগম

শালিখায় গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন

কুতুবদিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বোয়ালমারীতে প্রধান শিক্ষকদের যাতায়াত ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

নাঙ্গলকোটে শারদীয় দুর্গাপূজার প্রস্ততি সভা অনুষ্ঠিত

নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি
