সাতক্ষীরায় সক্রিয় হচ্ছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা

সরকার কর্তৃক মদের লাইসেন্স প্রদান ঘোষণার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়েত ইসলামী বাংলাদেশ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা শহরের তালতলা-মিলবাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন- সাতক্ষীরা শহর জামায়াতের আমির ওমর ফারুক। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেন। প্রধানমন্ত্রী দাবি করেন, তিনি তাহাজ্জুতের নামাজ পড়েন। ঘুম থেকে উঠে কোরআন পড়েন। আবার মদের লাইসেন্স দিয়ে সরকার গোটা জাতিকে বেসামাল করতে চায়। বাংলাদেশ জামায়েত ইসলামী এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াত নেতা জাহিদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ-মিছিল সমাবেশের বিষয়ে জামায়াত নেতা জাহিদুর রহমান বলেন, পরবর্তীতে বড় ধরনের প্রতিবাদ সমাবেশ করা হবে। আমরা এখনই বিষয়টি নিয়ে বিস্তারিত মিডিয়ায় জানাতে চাই না।
এদিকে জেলার বিভিন্ন বিভিন্ন স্থানে জামায়াত-শিবির নেতাকর্মীরা সক্রিয় হয়েছে। বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের নাম করে সংগঠনটির নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করছে। অপরদিকে জানা গেছে, আগামী ৪ মার্চ তালা ফুটবল মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। তালা আদর্শ যুব সংঘ নামে একটি সংগঠন জামায়াত-শিবির নেতাসহ এলাকার কিছু তরুণকে একত্রিত করে আয়োজন করছে ওয়াজ মাহফিলটি। সেখানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় দুই নেতা। এছাড়া ওয়াজ মাহফিলের নামে উত্তোলনকৃত টাকার একটি বড় অংশ দিচ্ছেন এক শিবির নেতা।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু হামেদ বলেন, নিষিদ্ধ দল জামায়াত সাতক্ষীরায় সক্রিয় অবস্থানে রয়েছে। তারা ঘাপটি মেয়ে থাকে। বর্তমানে তারা ওয়াজ মাহফিলের আয়োজনের নাম করে কর্মীদের সক্রিয় করছে।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, জামায়াত-বিএনপি ক্ষমতায় থাকাকালীন মদের দাম কমিয়ে জায়নামাজের দাম বাড়ায়। তারা নিজেদের সক্রিয় প্রমাণ করতে এ ধরনের কাজ করছে।
সাতক্ষীরার পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন মিছিলের বিষয়ে আমি অবগত নই। তবে দেশবিরোধী এসব কর্মকাণ্ডের বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এসব বিষয়ে আমরা খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।
এমএসএম / এমএসএম

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও
Link Copied