ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

সোনারগাঁওয়ে খাল দখলমুক্ত করতে ইউএনওর কাছে লিখিত অভিযোগ


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ১৩-৩-২০২২ বিকাল ৬:২০

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গত বৃহস্পতিবার সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলাকাবাসী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, সোনারগাঁও পৌর এলাকার খালগুলো দখল হয়ে যাওয়ায় গত কয়েক বছরের মধ্যে ওই এলাকার বেশ কয়েকটি গ্রামে চরম জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে সোনারগাঁওবাসী চরম জনদুর্ভোগে পড়েছে। জরুরিভিত্তিতে দখলকৃত খালগুলো পুনরুদ্ধার করে খননের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। এছাড়া অবৈধভাবে খাল দখলদারদের বিষয়ে কোনো ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসী স্থানীয় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।

সোনারগাঁওয়ে খাল দখলে মহোৎসব চললেও প্রশাসনের নীবর ভূমিকা স্থানীয়দের কাছে প্রশ্নবিদ্ধ করছে। বিভিন্ন স্থানে যেসব খাল রয়েছে এর বেশিরভাগ খাল স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দখল করে নিয়েছেন। অবৈধভাবে দখলে নিয়ে বালু ভরাট করে গড়ে তুলছেন বাড়ি বা বাড়িতে যাতায়াতের জন্য রাস্তা ও দোকানপাট। ফলে ওই এলাকায় পানি নিষ্কাশন বন্ধ রয়েছে বহু বছর ধরে। অনেক স্থানে বছরের বেশিরভাগ সময়ই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন আবাদি জমি ও ফল-ফলাদি গাছপালা জোয়ার-ভাটার পানি না আসায় বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আবাদি জমি ও ফল-ফলাদি গাছের ও জনদুর্ভোগসহ খালের পানি বিনষ্ট এবং এডিস মশার লার্ভা জন্ম নিচ্ছে। ফলে এ পানি ব্যবহার অনুপুযোগী হয়ে পড়েছে। এ পানি গাবাদিপশু গোসল করানোসহ কৃষিজমিতেও ব্যবহার করা যাচ্ছে না।

সোনারগাঁও পৌরসভার ভট্টপুর গ্রাম হয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁন্দের কিত্তী গ্রাম হয়ে বয়ে যাওয়া খালটি একমাত্র ভরসা। অভিযোগ রয়েছে, স্থানীয় ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জমান মধুর নেতৃত্বে তার ভাতিজা মাসুম বিল্লাহ মালেক একটি সিন্ডিকেট করে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।

অভিযোগ উঠেছে, স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের কিছু অসৎ কর্মকর্তা ও কর্মচারীর সাথে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু রাজনৈতিক ব্যক্তি ও দালালরা আঁতাত করে প্রথমে খালের তীরবর্তী স্থানগুলো দখল করে নিচ্ছে। পরে বালু ভরাট করে পুরো খালই দখলে নিয়ে নিচ্ছে।

সরেজমিন দেখা গেছে, সোনারগাঁও পৌরসভা ঐতিহাসিক পঙ্খিরাজ খাল উদ্ধবগঞ্জ হতে ভট্টপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওযা খালটি দুপাশে অবৈধ স্থাপনা নির্মাষ করে। ঐতিহাসিক পঙ্খিরাজ খাল দখল করে ভট্টপুর গ্রামের আনিছুল হক খান মাটি ভরাট করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে জলাবদ্ধতা সৃষ্টি করে। ফলে পানি নিষ্কাশনের বাধা সৃষ্টি হয়েছে।

সোনারগাঁও পৌর এলাকার ব্যবসায়ী আব্দুর রহিম খান জানান, প্রতিটি বাড়িতে নৌকায় যাওয়ার জন্য খাল ব্যবহার করা যেত। বর্তমানে সবগুলো খালই প্রভাবশালীরা দখল করে নিয়েছে। এ খালগুলোর আর চিহ্ন পর্যন্ত রাখেনি প্রভাবশালীরা। খালগুলো উদ্ধার করার জন্য প্রশাসনের কাছে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।

অভিযুক্ত খাল দখলকারী আবদুল মালেক জানান, খালের জমি ছেড়ে আমি আমার বাড়ি নির্মাণ করছি।

বৈদ্যেরবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রামবাসী চেয়ারম্যান আলআমিন সরকারের সাথে তারা দখলকৃত খালগুলো পুনরুদ্ধার করে খননের ব্যবস্থা করার জোর দাবি জানান, পরে তিনি এলাকাবাসীকে খালগুলো পুনরুদ্ধারের আশ্বাস দেন।

এলাকাবাসী পঙ্খিরাজ খাল দখলমুক্ত করে ভট্টপুর গ্রামের আনিছুল হক খান মাটি ভরাট করে দোকান ভেঙে কালভার্ট করার দাবি জানান।

আনিছুল হকের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সরকারি খাল অনেকে দখল করে রেখেছে। আমিও একটু দখল করেছি। প্রসাশন বললে আমি দোকান সরিয়ে দেব।

সোনারগাঁও পৌরসভার সচিব সামসুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে প্রকৌশলী তানভীরের সাথে যোগাযোগ করতে হবে।  

সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর মনিরুজ্জমান মধু বলেন, সিডিউলে যা কাজ আছে তাই হবে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী জানান, দখলকৃত খালগুলো ম্যাপ দেখে অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে উচ্ছেদ করা হবে।

এমএসএম / জামান

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়