ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

খুলনার ডুমুরিয়ায় সাবেক স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড


খুলনা ব্যুরো photo খুলনা ব্যুরো
প্রকাশিত: ১৫-৩-২০২২ দুপুর ১:৫৮

খুলনার ডুমু‌রিয়ায় সাবেক স্ত্রীকে হত্যার দায়ে লিটন মোল্লা নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দি‌য়ে‌ছে আদালত। মঙ্গলবার (১৫ মার্চ) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ম‌শিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা ক‌রেন। রায় ঘোষণার সময় আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন। রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদাল‌তের এ‌পি‌পি এম ই‌লিয়াস খান ও শা‌ম্মি আক্তার।

আদাল‌তের সূত্র জানায়, নিহত পারভীন বেগম লিটন মোল্লার দ্বিতীয় স্ত্রী। হত‌্যাকা‌ণ্ডের পাঁচ বছর পূ‌র্বে তা‌দের বি‌য়ে হয়। বিয়ের সময় পারভীন আগের ঘ‌রে ৮ বছরের এক‌টি কন‌্যাসন্তান নি‌য়ে ওই ঘরে ও‌ঠে। বিয়ের পর কিছু‌দিন ভালোভাবে চললেও পরে তা‌দের ম‌ধ্যে মত‌বিরোধ দেখা দেয়। এ নিয়ে প্রায়ই উভয়ের মধ্যে হাতাহা‌তির ঘটনা ঘটত। স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করে ব‌্যর্থ হয় লিটন মোল্লা।

হত‌্যাকণ্ডের এক সপ্তাহ আ‌গে পারভীন স্বামীকে তালাক দেয়। এ নি‌য়ে ক্ষুব্ধ হয় লিটন। হত‌্যার প‌রিকল্পনা করতে থাকে সে। ২০২১ সা‌লের ১৫ জুন রাতে পারভীনকে হত‌্যার জন‌্য বা‌ড়ি থে‌কে শাবল ও ধারালো ছু‌রি নেয় লিটন। রাত ১টার দিকে ডুমু‌রিয়া ম‌হিলা কলে‌জের পাশ জনৈক শামসুর রহমানের ভাড়া বা‌ড়িতে এসে পারভীনকে ডাকতে থা‌কে। সাড়া দি‌য়ে সে আবার ঘু‌মিয়ে থাকে। একপর্যায়ে শাবল দিয়ে ঘরের দরজা ভে‌ঙে ফেলে লিটন। তাকে অস্বাভা‌বিক দেখতে পেয়ে পলানোর চেষ্টা ক‌রে ব‌্যর্থ হয় পারভীন। হাতের নাগালে পেয়ে ধারালো ছু‌রি দি‌য়ে শরী‌রের বি‌ভিন্ন স্থানে কোপাতে থাকে সে। এরপর মৃত‌্যু নি‌শ্চিত করার জন‌্য পাশের রান্নাঘর থে‌কে কাঠ এনে মাথায় আঘাত করেতে থা‌কে।

বাইরে চিৎকার শুনে নিহ‌তের ৮ বছর বয়সী মেয়ের ঘুম ভেঙে যায়। তার চিৎকার শু‌নে অন‌্যরা এ‌গিয়ে এসে পারভীনকে জখম অবস্থায় উদ্ধার করে চি‌কিৎসার জন‌্য হাসপাতালে প্রেরণ করলে সেখানকার কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত ব‌লে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় মেয়ে লিটনকে আসা‌মি করে হত্যা মামলা দায়ের ক‌রে। একই বছরের ৩০ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা লিটন‌কে অ‌ভিযুক্ত ক‌রে আদাল‌তে অ‌ভিযোগপত্র দা‌খিল ক‌রেন। ১৮ জন আদালতে সাক্ষ‌্য দিয়ে‌ছেন। সাত কার্যদিবসে মামলা‌টির বিচার কর্যক্রম শেষ হ‌য়েছে বলে আদালতের ওই সূত্র জানায়।

জামান / জামান

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজনীতি