কালীগঞ্জের দলিল লেখক খান ইকবালের সীমাহীন দুর্নীতি
                                    সাতক্ষীরার কালীগঞ্জ ভূমি অফিসে সরকার নির্ধারিত নিয়মনীতি বাদ দিয়ে অবৈধভাবে গড়ে ওঠা দলিল লেখক সমিতির অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও বেপারোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, কালীগঞ্জে দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মৃত খায়রুল বাসারের ছেলে খান ইকবাল হোসেন প্রথম লাইসেন্স নং-৩/৫ করে। আবারো একই নামে দ্বিতীয়বার লাইসেন্স নং-১৯/১০ করে। একই ব্যক্তি কিভাবে একই নামে দুটি লাইসেন্স করে?
জানা যায়, খান ইকবাল হোসেনের বাবা সাধারণ জীবনযাপন করতেন। তার খুব বেশি সম্পত্তি ছিল না এবং কোনো ব্যবসাও ছিল না। তার মৃত্যুর পর বাবার পৈত্রিক সূত্রে ০.০৬ শতক জমি পান। ওই জমিতে গড়ে তুলেছেন কোটি টাকা ব্যয়ে আলিশান বাড়ি।
নাম প্রকাশ না করার শর্তে তারই প্রতিবেশি জানান, খান ইকবাল দলিল লেখকের বাইরে তার কোন ব্যবসা বানিজ্য নেই। নেই তার মৎস ঘের বা বিলান জমি। তিনি কি ভাবে ওই আলিশান বাড়ি করলেন? বিষয়টি গভীর ভাবে অনুসন্ধান করলে বেরিয়ে আসবে তার দূর্নীতি ও অনিয়ম সরকারি রাজস্ব ফাকি দিয়ে দলিল রেজিস্ট্রী করা এবং ক্রেতা ও বিক্রিতাদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করা।
এ বিষয়ে কালীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি রামচন্দ্র চক্রবর্তী কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদক কে বলেন, আনুমানিক ২০০৭ অথবা ২০০৮ সালে দিকে খান ইকবাল হোসেন বাবা খায়রুল বাসার সমিতির সভাপতি থাকাকালীন সময়ে খান ইকবাল দলিল লেখকের লাইসেন্স করে। তিনি বলেন, তার লাইসেন্স নম্বরটি আমার মনে নেই।
তিনি আরো বলেন, নতুন করে আবার দলিল লেখকের লাইসেন্স করেছে যার নম্বর ১৯/১০। প্রতিবেদকের প্রশ্নের জবাবে তিনি বলেন একই ব্যক্তির নামে দুইটি লাইসেন্স কিভাবে হয় আমার জানা নায়। এটা আদৌও আইনে পারমিট করে কি না বা তার কোন বৈধতা আছে কি না আমার জানা নেই। এবিষয়ে জেলা রেজিস্ট্রার (ডিআর) বলতে পারবেন।
এ বিষয়ে কালীগঞ্জ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নূর আব্দুল এর কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, খান ইকবাল হোসেনের বাবা একজন দলিল লেখক ছিলেন। আমার জানামতে তাদের বিশেষ কোনো সম্পত্তি ছিল না। খান ইকবাল এই আলিশান বাড়ি বা এত সম্পাদের মালিক কিভাবে হলেন তা আমার জানা নেই। তিনি দুর্নীতি বা অনিয়ম করলে তার দায়ভার তাকে নিতে হবে। সমিতি কোনো দায়ভার নেবে না।
দুর্নীতি ও অনিয়মের বিষয়ে খান ইকবাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে উল্টো বলেন, কে ভাই আপনি? আপনার বাড়ি কোথায় ও আপনার পরিচয় কী? আমি ফোনে আপনার কোনো প্রশ্নের উত্তর দেব না। যা বলার আপনি আমার সামনে এসে বলেন। আমার নামে কোনো উল্টোপাল্টা রিপোর্ট হলে আমি আপনাকে দেখে নেব বলে হুমকি দিয়ে ফোনটি কেটে দেন।
এমএসএম / জামান
                মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর সমর্থকদের মহাসড়ক-রেল অবরোধ
                নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু
                শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি
                মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব
                বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা
                গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত
                কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা
                চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী
                শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম
                প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন
                মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন
                মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু