ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

কালীগঞ্জের দলিল লেখক খান ইকবালের সীমাহীন দুর্নীতি


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২০-৩-২০২২ দুপুর ৪:৫৫

সাতক্ষীরার কালীগঞ্জ ভূমি অফিসে সরকার নির্ধারিত নিয়মনীতি বাদ দিয়ে অবৈধভাবে গড়ে ওঠা দলিল লেখক সমিতির অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও বেপারোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, কালীগঞ্জে দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মৃত খায়রুল বাসারের ছেলে খান ইকবাল হোসেন প্রথম লাইসেন্স নং-৩/৫ করে। আবারো একই নামে দ্বিতীয়বার লাইসেন্স নং-১৯/১০ করে। একই ব্যক্তি কিভাবে একই নামে দুটি লাইসেন্স করে?

জানা যায়, খান ইকবাল হোসেনের বাবা সাধারণ জীবনযাপন করতেন। তার খুব বেশি সম্পত্তি ছিল না এবং কোনো ব্যবসাও ছিল না। তার মৃত্যুর পর বাবার পৈত্রিক সূত্রে ০.০৬ শতক জমি পান। ওই জমিতে গড়ে তুলেছেন কোটি টাকা ব্যয়ে আলিশান বাড়ি।

নাম প্রকাশ না করার শর্তে তারই প্রতিবেশি জানান, খান ইকবাল দলিল লেখকের বাইরে তার কোন ব্যবসা বানিজ্য নেই। নেই তার মৎস ঘের বা বিলান জমি। তিনি কি ভাবে ওই আলিশান বাড়ি করলেন? বিষয়টি গভীর ভাবে অনুসন্ধান করলে বেরিয়ে আসবে তার দূর্নীতি ও অনিয়ম সরকারি রাজস্ব ফাকি দিয়ে দলিল রেজিস্ট্রী করা এবং ক্রেতা ও বিক্রিতাদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করা। 

এ বিষয়ে কালীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি রামচন্দ্র চক্রবর্তী কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদক কে বলেন, আনুমানিক ২০০৭ অথবা ২০০৮ সালে দিকে খান ইকবাল হোসেন বাবা খায়রুল বাসার সমিতির সভাপতি থাকাকালীন সময়ে খান ইকবাল দলিল লেখকের লাইসেন্স করে। তিনি বলেন, তার লাইসেন্স নম্বরটি আমার মনে নেই। 

তিনি আরো বলেন, নতুন করে আবার দলিল লেখকের লাইসেন্স করেছে যার নম্বর ১৯/১০। প্রতিবেদকের প্রশ্নের জবাবে তিনি বলেন একই ব্যক্তির নামে দুইটি লাইসেন্স কিভাবে হয় আমার জানা নায়। এটা আদৌও আইনে পারমিট করে কি না বা তার কোন বৈধতা আছে কি না আমার জানা নেই। এবিষয়ে জেলা রেজিস্ট্রার (ডিআর) বলতে পারবেন। 

এ বিষয়ে কালীগঞ্জ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নূর আব্দুল এর কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, খান ইকবাল হোসেনের বাবা একজন দলিল লেখক ছিলেন। আমার জানামতে তাদের বিশেষ কোনো সম্পত্তি ছিল না। খান ইকবাল এই আলিশান বাড়ি বা এত সম্পাদের মালিক কিভাবে হলেন তা আমার জানা নেই। তিনি দুর্নীতি বা অনিয়ম করলে তার দায়ভার তাকে নিতে হবে। সমিতি কোনো দায়ভার নেবে না। 

দুর্নীতি ও অনিয়মের বিষয়ে খান ইকবাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে উল্টো বলেন, কে ভাই আপনি? আপনার বাড়ি কোথায় ও আপনার পরিচয় কী? আমি ফোনে আপনার কোনো প্রশ্নের উত্তর দেব না। যা বলার আপনি আমার সামনে এসে বলেন। আমার নামে কোনো উল্টোপাল্টা রিপোর্ট হলে আমি আপনাকে দেখে নেব বলে হুমকি দিয়ে ফোনটি কেটে দেন।

এমএসএম / জামান

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও