ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

কুতুবদিয়ায় মহান স্বাধীনতা দিবসে প্রদর্শিত হলো দেশের সর্ববৃহৎ মানব পতাকা


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৭-৩-২০২২ দুপুর ১:৪৭
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশের সর্ব বৃহৎ মানব পতাকা প্রদর্শন করে রেকর্ড গড়েছে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। বিদ্যালয় মাঠে প্রদর্শিত এই মানব পতাকার দৈর্ঘ ছিল ১৫০ ফুট এবং প্রস্থ ৯০ ফুট। এটি তৈরি করতে অংশ নিয়েছে ১৮শ ২০ জন শিক্ষার্থী (স্ট্যান্ড সহ)।  এটির স্থায়িত্ব ছিল দীর্ঘ এক ঘন্টারও বেশি। 
 
বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেন এটি দেশের সর্ববৃহৎ মানব পতাকা। এর আগে ২০২১ সালের বিজয় দিবসে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সাবেরুন্নছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪শত ১৬ জন শিক্ষার্থী নিয়ে তৈরি করা হয়েছিল দেশের সর্ব বৃহৎ মানব পতাকা। 
 
এছাড়া ২০১৩ সালের ১৬ ডিসেম্বর বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি রবি'র স্পনসরে ১৭ হাজার ১ শত ১৭ জনের অংশ গ্রহণে তৈরি করেছিল বিশ্বের সর্ববৃহৎ মানব পতাকা। যার স্থায়িত্ব ছিল ৬ মিনিট ১৭ সেকেন্ড।  সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ রেকর্ড গড়েছিল বাংলাদেশ। এটির মাধ্যমে বাংলাদেশ ভেঙে দিয়েছিল একাত্তরের চিরশত্রু পাকিস্তানের গড়া বিশ্বের সর্ববৃহৎ মানব পতাকা তৈরির গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড। 
 
এদিকে একক প্রতিষ্ঠান হিসেবে ধুরুং আদর্শ  উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ১৮শ ২০ জন শিক্ষার্থী নিয়ে তৈরি করা এই মানব পতাকা দেশের সর্ববৃহৎ বলে দাবি করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোর্শেদুল আলম জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনকে বিশেষভাব স্মরণীয় করে রাখতে ব্যাতিক্রমী এই উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এই মানব পতাকা তৈরি করতে কঠোর পরিশ্রম করতে হয়েছে শিক্ষক,শিক্ষার্থী ও কলাকুশলীদের। তিনি জানান, মূল মানব পতাকা তৈরিতে ১৭শ শিক্ষার্থী এবং পতাকার স্ট্যান্ড তৈরিতে ছিল ১শত ২০ জন শিক্ষার্থী। 
 
২৬ মার্চ (শনিবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সকাল ১১টার দিকে ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের মাঠে এই মানব পতাকা প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী। 
 
এ সময় বক্তব্য রাখেন ম্যানিজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম সিকদার, দক্ষিণ  ধুরুং ইউপি'র চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ, আওয়ামী লীগ নেতা আজম সিকদার, রেজাউল করিম, সাইফুল আলম সিকদার প্রমুখ। এদিন ডিসপ্লে দেখতে মাঠে ভিড় জমিয়েছিল হাজারো জনতা। 

এমএসএম / এমএসএম

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে মইনুল বাকরের মতবিনিময়

তানোরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বিজয়ের চেতনায় মুখর বাঘা: তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন

তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী এবং কর্মশালা

মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

সিংগাইরে শহীদ আনিস রমিজ ও শরীফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ : শ্রদ্ধাভরে স্মরণ ও আলোচনা সভা

ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন

মহান স্বাধীনতা যুদ্ধ থেকে সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়-ড.সরওয়ার সিদ্দিকী

শ্রীমঙ্গলে এবার হচ্ছে না হারমোনি ফেস্টিভ্যাল

অষ্টগ্রামের কাস্তুলে ইউপি সদস্য জামাল ভূইয়ার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে উত্তাল অষ্টগ্রাম

কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভেড়ামারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কেয়ারটেকার ৪৮ মাসেও বেতন পাননি

ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারে দাবি ব্যবসায়ীদের