কুতুবদিয়ায় মহান স্বাধীনতা দিবসে প্রদর্শিত হলো দেশের সর্ববৃহৎ মানব পতাকা

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশের সর্ব বৃহৎ মানব পতাকা প্রদর্শন করে রেকর্ড গড়েছে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। বিদ্যালয় মাঠে প্রদর্শিত এই মানব পতাকার দৈর্ঘ ছিল ১৫০ ফুট এবং প্রস্থ ৯০ ফুট। এটি তৈরি করতে অংশ নিয়েছে ১৮শ ২০ জন শিক্ষার্থী (স্ট্যান্ড সহ)। এটির স্থায়িত্ব ছিল দীর্ঘ এক ঘন্টারও বেশি।
বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেন এটি দেশের সর্ববৃহৎ মানব পতাকা। এর আগে ২০২১ সালের বিজয় দিবসে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সাবেরুন্নছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪শত ১৬ জন শিক্ষার্থী নিয়ে তৈরি করা হয়েছিল দেশের সর্ব বৃহৎ মানব পতাকা।
এছাড়া ২০১৩ সালের ১৬ ডিসেম্বর বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি রবি'র স্পনসরে ১৭ হাজার ১ শত ১৭ জনের অংশ গ্রহণে তৈরি করেছিল বিশ্বের সর্ববৃহৎ মানব পতাকা। যার স্থায়িত্ব ছিল ৬ মিনিট ১৭ সেকেন্ড। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ রেকর্ড গড়েছিল বাংলাদেশ। এটির মাধ্যমে বাংলাদেশ ভেঙে দিয়েছিল একাত্তরের চিরশত্রু পাকিস্তানের গড়া বিশ্বের সর্ববৃহৎ মানব পতাকা তৈরির গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড।
এদিকে একক প্রতিষ্ঠান হিসেবে ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ১৮শ ২০ জন শিক্ষার্থী নিয়ে তৈরি করা এই মানব পতাকা দেশের সর্ববৃহৎ বলে দাবি করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোর্শেদুল আলম জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনকে বিশেষভাব স্মরণীয় করে রাখতে ব্যাতিক্রমী এই উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এই মানব পতাকা তৈরি করতে কঠোর পরিশ্রম করতে হয়েছে শিক্ষক,শিক্ষার্থী ও কলাকুশলীদের। তিনি জানান, মূল মানব পতাকা তৈরিতে ১৭শ শিক্ষার্থী এবং পতাকার স্ট্যান্ড তৈরিতে ছিল ১শত ২০ জন শিক্ষার্থী।
২৬ মার্চ (শনিবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সকাল ১১টার দিকে ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের মাঠে এই মানব পতাকা প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী।
এ সময় বক্তব্য রাখেন ম্যানিজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম সিকদার, দক্ষিণ ধুরুং ইউপি'র চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ, আওয়ামী লীগ নেতা আজম সিকদার, রেজাউল করিম, সাইফুল আলম সিকদার প্রমুখ। এদিন ডিসপ্লে দেখতে মাঠে ভিড় জমিয়েছিল হাজারো জনতা।
এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাপ্পীর কানাডা ও আমেরিকার ভিসা বাতিলের আবেদন

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
Link Copied