কুতুবদিয়ায় তিন ভিক্ষুককে পুনর্বাসন করল সমাজসেবা অফিস
কক্সবাজারের কুতুবদিয়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তিন ভিক্ষুককে ভাসামান দোকান উপহার দিয়ে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়। ভাগ্যবান তিন ভিক্ষুক হলেন- কৈয়ারবিল ইউনিয়নের মলমচর গ্রামের মৃত ছিদ্দিক আহমেদের স্ত্রী নুরুজ জাহান, আলী আকবর ডেইল ইউনিয়নের সাইড়পাড়ার মৃত নুরুল ইসলামের স্ত্রী রাশেদা বেগম ও লেমশীখালী ইউনিয়নের আফাজ উদ্দিন সিকদারপাড়ার মৃত গোলাম আকবরের ছেলে আবু তালেক।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে ২৬ মার্চ জাতীয় দিবস উপলক্ষে উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে তাদের দেয়া হয়েছে দোকানের বিভিন্ন মালামালসহ সুসজ্জিত একটি করে ভ্যানগাড়ি। ২৬ মার্চ শনিবার দুপুরে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে এই তিন ভিক্ষুককে আনুষ্ঠানিকভাবে মালামালসহ ভ্যানগাড়ি বিতরণ করেন ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরের জামান চৌধুরী।
সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন জানান, কুতুবদিয়া উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য প্রথম পর্যায়ে এক লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সেই অর্থ দিয়ে তিনজন প্রকৃত ভিক্ষুক বাছাই করে সমহারে ব্যবসার উপকরণ কিনে দেয়া হয়েছে। নির্দেশনানুযায়ী পর্যায়ক্রমে তালিকাভুক্ত সকল ভিক্ষুককে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নেয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরের জামান চৌধুরী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় মহান স্বাধীনতার ৫০ বছরপূর্তি ও মুজিববর্ষ উপলক্ষে তিনজন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। ধারাবাহিকভাবে তালিকাভুক্ত সব ভিক্ষুককে পুনর্বাসন করা হবে।
ভ্যান গাড়িসহ ভাসমান দোকান উপহার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভিক্ষুকত্রয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহামুদুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ওমর হায়দার, উপজেলা আ'লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, প্যানেল চেয়ারম্যান শফিউল আলম কুতুবী, ইউপি সদস্য শামশুল আলম, ইউনিয়ন সমাজকর্মী হাসান মুরাদ, মো. সাহেদ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে মইনুল বাকরের মতবিনিময়
তানোরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
বিজয়ের চেতনায় মুখর বাঘা: তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন
তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী এবং কর্মশালা
মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী
সিংগাইরে শহীদ আনিস রমিজ ও শরীফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ : শ্রদ্ধাভরে স্মরণ ও আলোচনা সভা
ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন
মহান স্বাধীনতা যুদ্ধ থেকে সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়-ড.সরওয়ার সিদ্দিকী
শ্রীমঙ্গলে এবার হচ্ছে না হারমোনি ফেস্টিভ্যাল
অষ্টগ্রামের কাস্তুলে ইউপি সদস্য জামাল ভূইয়ার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে উত্তাল অষ্টগ্রাম
কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভেড়ামারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কেয়ারটেকার ৪৮ মাসেও বেতন পাননি
ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারে দাবি ব্যবসায়ীদের
Link Copied