ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

বায়েজিদে পাহাড় কর্তনে এখন বেপরোয়া মনির


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩০-৩-২০২২ দুপুর ২:৫

 বন্দর নগরীর যোগাযোগ ব্যবস্থা তরান্বিত করতে সরকার ঘোষিত মাষ্টার প্ল্যান বাস্তবায়নে ইতিমধ্যে বিভিন্ন  উদ্যোগ নেওয়া হয়েছে তারই অংশ হিসেবে বায়েজিদ -ফৌজদারহাট লিংক রোড একটি যুগোপযোগী উন্নয়ন প্রকল্প হিসেবে সার্বিক মহলে প্রসংশা অর্জন করতে সক্ষম হয়েছে। সম্প্রতি এই বায়েজিদ -ফৌজদারহাট লিংক রোডটি যোগাযোগ ব্যবস্থার অগ্রগতির পাশাপাশি কিছুটা বিড়ম্বনার কারণ হয়ে দাড়িয়েছে। এই রোডের ব্যস্ততা যতটা বেড়ে গেছে তার সাথে বেড়েছে চলছে নানান অপকর্মের সাথে পাল্লা দিয়ে ভুমিদস্যু চক্রের অপতৎপরতা। বায়েজিদ -ফৌজদারহাট লিংক রোড সংলগ্ন ছলিমপুর ছিন্নমূল এলাকা নিয়ে গড়ে উঠেছে ছোট বড় কয়েকটি ভুমিদস্যু চক্রের সন্ত্রাসী বাহিনী যাদের অপতৎপরতায় অতিষ্ট হয়ে পরেছে স্থানীয় বাসিন্দারা। ছিন্নমূল এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং ভুমিদস্যু কাজী মশিউর রহমান র‌্যাবের হাতে আটক হওয়ার পরে এই এলাকায় বেড়েছে মনির হোসেনের আধিপত্য। যেন অনেকটা বিপাকে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের  কর্মকর্তারা। এই চক্রটি সরকারি খাস জায়গা দখল করে নিজের অর্থ উপার্জনে রীতিমতো বিলুপ্ত জমিদারি প্রথায় পরিণত করেছে। এরা কয়েক বছরের মধ্যেই বায়েজিদ- ফৌজদারহাট লিংক রোডকেই টাকা বানানোর একমাত্র অবলম্বন হিসেবে নিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, এই মনির হোসেনের জন্ম বরিশালে হলেও ২০০০ সালের শুরুতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুরে ভাংগারি ব্যবসা দিয়ে শুরু হলেও হঠাৎ ফটিকছড়ি এলাকায় জায়গা জমির ফটকাবাজী ব্যবসায় জড়িত হয়ে পরে। ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকায় জায়গা জমি ব্রোকারের  করতে গিয়ে প্রবাসীদের বিশাল অংকের টাকা হাতিয়ে চলে আসেন আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনি এলাকায়। এই আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় মাদকসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যায় অল্পদিনে। মাদকের ব্যবসা ও সেবনে একাধিক মামলায় অভিযুক্ত হয়ে কয়েকবার কারাগারে যায়। কারাগারেই পরিচয় ঘটে সিতাকুন্ড উপজেলার  ছলিমপুর ছিন্নমূল এলাকার প্রতিষ্ঠিত ভুমিদস্যু চক্রের সন্ত্রাসী খুনসহ ২৬টি মামলার আসামি কাজী মশিউর রহমানের সাথে এবং তার ছত্রছায়ায় পাহাড়ের জমি দখল করে নামে বেনামে বিক্রয় করে রাতারাতি বিশাল অংকের টাকার মালিক বনে যায়। দীর্ঘদিন যাবত জায়গা জমির ফটকাবাজ এই মনির হোসেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার নাম ব্যবহার করে অভিনব কৌশল ব্যবহার করে দখলে নিয়েছিল। ভুমিদস্যু মনির খাস জায়গা দখলে প্রশাসনের কর্মকর্তাদের নাম ব্যবহারের এই ব্যাপারটা যেন সাধারণ বিষয় যার ফলে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পরতে হয় প্রশাসনের কর্মকর্তাদের। এছাড়াও খোঁজ নিয়ে জানা যায় মনির হোসেনের বাড়ি গাড়ি ছাড়াও শহরের বায়েজিদ এলাকায় গড়ে তুলেছে আলিসান বহুতল বাড়ি ও লিংক রোডে বিলাসবহুল রেষ্টুরেন্ট। ছিন্নমূল এলাকার ভুমিদস্যু কাজী মশিউর রহমান র‌্যাবের হাতে আটক হওয়ার পরে এই মনির হোসেন অনেকটা বেপরোয়া হয়ে মশিউর রহমানের রাজত্ব নিজের কব্জায় নিতে মরিয়া হয়ে উঠেছে। তিনি ছিন্নমূলের মশিউর রহমানের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অংশীদার এবং তার যাবতীয় অর্থ জোগান দিয়ে মশিউর রহমানের বিশ্বস্ততা অর্জন করে। সম্প্রতি মশিউর রহমান র‌্যাবের হাতে আটক করার পর তার ছেলে শীবলুকে আটকে অভিযান অব্যাহত রেখেছে আর এই সুযোগে মশিউর রহমানের দখলকৃত জমি ও তার আয়ের উৎস নিজের কব্জায় আনতে জোর তৎপরতা শুরু করেছে ইতিমধ্যেই। এরইমধ্যে লিংক রোডের ৬নং ব্রিজ এলাকায় সিসি টিভি ক্যামেরা স্থাপন করে বেপরোয়া ভাবে একটি পাহাড় কাটা চালিয়ে যাচ্ছে এবং নান্দনিক ও সুসজ্জিতভাবে রেষ্টুরেন্ট এর কাজ চালিয়ে যাচ্ছে।
এই বিষয় নিয়ে জানতে চাইলে মনির হোসেন পুলিশের পরামর্শে সিসি ক্যামেরা স্থাপন করেছে বলে জানান এবং পাহাড় কাটার প্রসঙ্গে তিনি পরিবেশ অধিদপ্তরের অনাপত্তিপত্র আছে বলে জানান। উপরোক্ত বিষয় নিয়ে আকবর শাহ থানার ইনচার্জ বলেন পুলিশ কাউকে সিসি ক্যামেরা স্থাপন করে অপকর্ম করার সুযোগ দিবে না কেউ করলে তার জন্য আইন অনুযায়ী ব্যবস্থা করা হবে। 
একই বিষয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ পরিচালক ফেরদৌস আহমেদ বলেন,ইতিপূর্বে এই পাহাড় কাটার অপরাধে জরিমানা করা হয়েছে এবং পাহাড় কাটার ব্যাপারে সতর্ক করা হয়েছে দ্রুতই অভিযান চালিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা

মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম

নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা

শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক

আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ভোটার সচেতনতা বাড়াতে দিনব্যাপী গণপ্রচারনা