কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পেশাদার সংবাদকর্মীদের সংগঠন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের ২০২২-২৩ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ২৫ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটিতে স.ম ইকবাল বাহার চৌধুরী সভাপতি, ইমাম খাইর কার্যকরী সভাপতি এবং এ.এম হোবাইব সজীবকে সাধারণ সম্পাদক করা হয়েছে। উপদেষ্টামণ্ডলী ও সিনিয়র সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে ৩০ মার্চ (বুধবার) দুপুরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে গত গত ৯ মার্চ প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে উপকূলীয় সাংবাদিক ফোরামের বার্ষিক সাধারণ সভায় গোপন ব্যালটে ভোটগ্রহণ হয়। এতে স.ম ইকবাল বাহার চৌধুরী পুনরায় সভাপতি এবং এ.এম হোবাইব সজীব সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নবগঠিত কার্যকরী কমিটির কর্মকর্তারা হলেন- দৈনিক মেহেদীর ভারপ্রাপ্ত সম্পাদক ও চ্যানেল এস কক্সবাজার প্রতিনিধি স.ম ইকবাল বাহার চৌধুরী সভাপতি, দৈনিক সাঙ্গু ও দৈনিক আমার বার্তার কক্সবাজার ব্যুরোপ্রধান ইমাম খাইর কার্যকরী সভাপতি। সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন দৈনিক মানবজমিনের উখিয়া প্রতিনিধি ও উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন। সহ-সভাপতি হিসেবে আছেন উখিয়া নিউজ ডটকম সম্পাদক ওবাইদুল হক চৌধুরী, দৈনিক গণসংযোগ রামু প্রতিনিধি আব্দুল মালেক সিকদার, দৈনিক আজকের কক্সবাজার ও দৈনিক সকালের সময় কুতুবদিয়া প্রতিনিধি মো. নজরুল ইসলাম।
সাধারণ সম্পাদক হলেন দৈনিক সংবাদ সারাবেলার কক্সবাজার প্রতিনিধি এবং পূর্বকোণ প্রতিনিধি এ.এম হোবাইব সজীব। যুগ্ম-সম্পাদকবৃন্দ হলেন- আলোকিত সময় ও পরিকল্পিত বার্তার আব্দুল আলীম নোবেল, দৈনিক মানব জমিনের টেকনাফ প্রতিনিধি আমান উল্লাহ কবির, দৈনিক লাখো কণ্ঠের চকরিয়া প্রতিনিধি আব্দু ছালাম কাকলি, দৈনিক প্রতিদিনের সংবাদের পেকুয়া প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক দেশ বিদেশের মহেশখালী প্রতিনিধি আবু বক্কর ছিদ্দিক, দৈনিক ইনানীর চকরিয়া প্রতিনিধি মো. নিজাম উদ্দীন, দৈনিক সংবাদ সারাবেলা ও দৈনিক ইনানীর কুতুবদিয়া প্রতিনিধি ইফতেখার শাহাজীদ রোকন।
দৈনিক কক্সবাজার একাত্তারের মহেশখালী প্রতিনিধি রমজান আলী সহ-সম্পাদক, দৈনিক পূর্বদেশের পেকুয়া প্রতিনিধি এম দিদারুল করিম সাংগঠনিক সম্পাদক, আজকের পত্রিকার কুতুবদিয়া প্রতিনিধি আবুল কাশেম সহ-সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকের কক্সবাজারের মহেশখালী প্রতিনিধি সরওয়ার কামাল সহ-সাংগঠনিক সম্পাদক, দৈনিক দেশ রূপান্তরের মহেশখালী প্রতিনিধি রকিয়ত উল্লাহ দপ্তর সম্পাদক, দৈনিক কক্সবাজারের উপকূলীয় প্রতিনিধি আল জাবের প্রচার সম্পাদক, দৈনিক মেহেদীর উপকূলীয় প্রতিনিধি আলা উদ্দিন আলো অর্থ ও সহ-প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্যরা হলেন- দৈনিক আমাদের সময়ের চকরিয়া প্রতিনিধি মুকুল কান্তি দাশ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের চকরিয়া প্রতিনিধি জিয়া উদ্দীন ফারুক, দৈনিক সমকালের মহেশখালী প্রতিনিধি সাহাব উদ্দীন, দৈনিক দেশ বিদেশ ও সিপ্লাস টিভির পেকুয়া প্রতিনিধি এফএম সুমন। এছাড়া ২০২২-২৩ সালের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটিতে কার্যনির্বাহী কমিটি, সম্মানিত সদস্য, সাধারণ সদস্য ও পর্যবেক্ষণ সদস্যসহ ৪০ জন সদস্য রয়েছেন।
উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী অসুস্থ। তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন ফোরামের সদস্যরা।
এমএসএম / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা
