দাগনভূঞায় সিরাজ উদ্দিন দুলাল কর্তৃক প্রতারিত ব্যক্তিদের সংবাদ সম্মেলন
ফেনীর দাগনভূঞায় সিরাজ উদ্দিন দুলালের প্রতারণার শিকার ভুক্তভোগীরা গত বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে দাগনভূঞা বাজারের বাংলা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের সভাপতি ও দাগনভুইয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েস রিপন, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শরীয়ত উল্যাহ ভূঁইয়া ও আমান উল্যাহপুর গ্রামের দরিদ্র বাসিন্দা আনোয়ারা বেগম উপস্থিত ছিলেন।
এছাড়াও ভুক্তভোগী দাগনভূঞা বাজারের সাবেক ব্যবসায়ী মরহুম ইয়াসিন সওদাগরের মেঝ ছেলে বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম ও ব্যবসায়ী শাহাজাহান শারুর প্রতিনিধিরা উউপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ও ব্যাক্তিগন দুলালের প্রতারণার নানা দিক তুলে ধরেন। প্রথমেই মামলাবাজ সিরাজ উদ্দিন দুলাল সম্পর্কে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী সভাপতি আবুল কায়েস রিপন।
তিনি সাংবাদিকদের জানান, ২০১৭ সালে একটি কলেজ করবে বলে দাগনভূঞার কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনা করলে তখন ছলনা করে কোনো না কোনোভাবে আমাকে বুঝিয়ে বিনা টাকায় ওয়ার্কিং পার্টনার হিসেবে যোগ দেয় দুলাল এবং আমাকে বোঝাতে সক্ষম হয় যে, কুমিল্লা বোর্ডে দুলাল গং-এর জানাশোনা আছে। সে কলেজের সব ধরনের অনুমোদন এনে দিতে পারবে। এ কথা বলে আমার কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে। আমাকে ভবিষ্যতে ব্ল্যাকমেইলিং করার জন্য আমার অগোচরে একটি ভুয়া দলিল তৈরি করে, যাতে আমার কোনো স্বাক্ষর নেই। অল্প শিক্ষিত দুলাল জাল দলিল তৈরি করতে গিয়ে জমি দানের সাল উল্লেখ করেছে ২০১২ সাল। অথচ তখন কলেজ করার কথা কেউ চিন্তাও করেনি।
উল্লেখ, ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজটি কুমিল্লা বোর্ড ভাড়াটিয়া ঘরে সাময়িক পাঠদানের অনুমোদন দিয়েছে। বোর্ড কলেজটি সাময়িক পাঠদানের অনুমোদনের মাধ্যমে পরিচালনার জন্য রিপনকে সভাপতি করে ৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি করে দিয়েছে, যেখানে দুলাল গংদের নাম নেই।
কলেজের প্রথম বছরেই ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে শতভাগ পাস করায় কলেজটি সর্বমহলে প্রসংশিত হয়েছে। এতে প্রতারক ও মামলাবাজ দুলাল গং কলেজ বন্ধ ও প্রতিষ্ঠাতা সভাপতিকে সরিয়ে কলেজ দখলের যে স্বপ্ন দেখেছিল, তা সফল না হওয়ায় কলেজ সভাপতির বিরুদ্ধে গত ১৩/৩/২০২২ ইং তারিখে কোর্টে ভুয়া এবং মিথ্যা মামলা দায়ের করে।
ইতিপূর্বে কলেজের সভাপতি আবুল কায়েস রিপন যখন জানতে পারেন দুলাল কলেজের নামে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে এবং কলেজের পরিচালক শরিয়ত উল্যাহ ও আবুল কালাম সাহেবসহ অনেকের সাথে প্রতারণা ও হয়রানিমূলক মামলা করছে, তখন কলেজের সুনাম রক্ষার্থে অধিকাংশ পরিচালকের সম্মতিতে রেজুলেশনের মাধ্যমে দুলালকে বহিষ্কার করা হয়।
গত ১৫/১২/২০২১ ইং তারিখে দুলাল গং সাপ্তাহিক বৈকালীতে সম্পাদকের অজান্তে একটি ভিত্তিহীন ফরমায়েশি রিপোর্ট করায়। পরবর্তীতে ওই পত্রিকার পরবর্তী সংখ্যায় প্রতিবাদ ছাপায়। দুলাল গং মনে করেছিল ভর্তির আগে এ সকল চক্রান্ত করলে কলেজ বন্ধ হয়ে যাবে।
এছাড়া সরকারি জায়গা দুলালের নিজের বলে দাগনভূঞা বাজারের ব্যবসায়ী মো. শাহজাহান শারুর কাছ থেকে দুই লাখ টাকা অগ্রিম নিয়েছে। কিন্তু এখনো তাকে টাকা ফেরত দিচ্ছে না।
আবুল কালাম ও শরীয়ত উল্যাহ ভূঁইয়া দাগনভূঞা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। ছলচাতুরি করে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা ধার নিয়ে এখন আর দিচ্ছে না। উল্টো তাদের নামে ভুয়া মামলা করে, যে মামলাগুলো আদালতে ভুয়া প্রমাণিত হয়েছে। টাকা উদ্ধারের জন্য ভুক্তভোগী শরিয়ত উল্ল্যাহ ফেনীর আমলী আদালতে সিরাজ উদ্দিন দুলালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, যার নম্বর ৬৭/২০২১, যা ইতোমধ্যে স্থানীয় গোয়েন্দা প্রতিবেদনে প্রমাণিত হয়েছে। গোয়েন্দা প্রতিবেদন সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়।
আনোয়ারা বেগম নামে আমান উল্যাপুরের বাসিন্দা, যার আম্মা জৈতুনের নেসা মেয়েকে ২.৫০ শতক জায়গা দান করেছেন কিন্তু দুলাল সে জমি জাল দলিল করে দখল করে ভোগ করছে। সে ভুয়া দলিলটি আদালতে জাল বলে প্রমানিত হওয়ার পরও দরিদ্র আনোয়ারা বেগম দুলালের হুমকির কারনে দখলে যেতে পারছেনা। উল্লেখ যে আনোয়ারা বেগমের মাতা জৈতুনের নেসা মারা যান ১/১২/ ১৯৯২ সালে কিন্তু দুলাল ভুয়া দলিল তৈরী করতে গিয়ে বিক্রেতার স্বাক্ষরে তারিখ উল্লেখ করে ৩০/০১/১৯৯৪ সাল। যা আদালতে ভুয়া প্রমানিত হয়। সাংবাদিকের কাছে সিরাজ উদ্দিন দুলালের প্রতারণার ভিবিন্ন ডকুমেন্ট ভুক্তভোগীরা উপস্থাপন করেন। ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের সভাপতি আবুল কায়েস রিপন সাংবাদিক সম্মলনে বলেন,দুলাল কলেজ নিয়ে যে প্রতারনা করেছে তা নিয়ে শিঘ্রই ফেনীর আমলী আদালতে মামলা দায়ের করবেন।
উক্ত সাংবাদিক সম্মেলনে, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে সংবাদ সম্মেলনটি পরবর্তীতে ভুক্তভোগীদের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে প্রতিবাদ সভায় রূপ নেয়।
এমএসএম / জামান
ধামরাইয়ে রাধা গোবিন্দ মন্দিরের রাস্তায় বাঁশের বেড়া, চলাচলে বিঘ্ন
শিবালয় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার
মাদারীপুরে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানির অভিযোগ
৫০ ব্যাটালিয়ন বিজিবি'র বছরব্যাপী তৎপরতা: আটক ৬৭ কোটি টাকার চোরাচালান, আসামি ৫৫৬ জন
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক: আমাদের সচেতনতাই পারে রোধ করতে বাল্যবিবাহ
পটুয়াখালীর ৭০'-এর ভয়াল ঘূর্ণিঝড়ের ৫৫ বছর আজ, উপকূলের মানুষ আজও বয়ে বেড়াচ্ছে সেই দুঃসহ স্মৃতি
কুড়িগ্রাম ৩ আসনে বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলামের প্রচারণা
পি আর বাস্তবায়ন না হলে জনগনের অধিকার ফিরে আসবে না মহম্মদপুরের জনসভায় এম বি বাকের।
মাধবপুরে রাতভর অবৈধ বালু পাচারবিরোধী অভিযান
ধামইরহাটে শিক্ষার্থীদের নিয়ে পানি ও বর্জ্য ব্যস্থাপনা বিষয়ে সচেতনতামুলক স্কুল ক্যাম্পেইন
বিএনপির নেতা ফরহাদ আর নেই
কুড়িগ্রাম -১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী মাহফুজুল ইসলাম কিরণ