সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা দুটি বালু মহাল সাড়ে ৩১ কোটি টাকায় ইজারা প্রদান ও সীমানা নির্ধারণ
সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীটি সরকার কর্তৃক এক বছরের জন্য সাড়ে ৩১ কোটি টাকায় সর্ববৃহত্তর বালু মহাল দুটির সীমানা নির্ধারন করে ইজাদারকে দখল সমজিয়ে দিয়েছেন জেলা ও উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে পহেলা বৈশাখে তাহিরপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার(ভূমি) মো. আলা উদ্দিন,২৮ বর্ডারগার্ড বিজিবি’র লাউড়েরগড় অঞ্চলের নায়েব সুবেদার মো. মোতালেব মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা মিলে দুটি বালু মহালের সিমানা নির্ধারন করে আজাদ এন্টাই প্রাইজ ও নীলম ট্রেডিং এই দুটি টিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে বিশিষ্ঠ ব্যবসায়ী মো. জিয়াউল হক এবং ইজারাদার জেলা শ্রমিকলীগের সভাপতি মো. সেলিম আহমদের উপস্থিতিতে তাদের নিকট সীমানা নির্ধারণ করে নিশান লাগিয়ে সিমানা নির্ধারন করে দেয়া হয়। এই বালু মহাল ইজারার ফলে সরকার যেমন কোটি কোটি রাজস্ব পাবে তেমনি এই অঞ্চলের প্রায় লাখো শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইজারাদারগনসহ প্রশাসনের কর্মকর্তারা।
তাহিরপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার(ভূমি) মো. আলা উদ্দিন বলেছেন এই যাদুকাটা ১ নং বালুমহাল এবং যাদুকাটা ২নং বালু মহালটি নদীর বারিকের টিলার পরে ১২০৩ নং পিলারে উজারাদারের কোন শ্রমিক প্রবেশ করতে পারবে না। কেননা এই পিলারের পরে নদীর বাকি অংশটুকু সরাসরি ভারতের ল্যান্ড মধ্যে পড়ে। তাই ইজারাদারগনদের বাংলাদেশের সিমানার প্রায় ৫শত ফুট দুরে সিমানা নিধারন করে দেন যাথে ভুল করে ও যদি কোন শ্রমিক সিমানা পার হয়ে গেলেও যেন বাংলাদেশের সিমানার ভিতরে থাকে । তিনি বলেন এই মূহুূর্তে যেখানে দাড়িয়ে আছেন এর ডনাদিকে ৫শত ফিট পরেই ভারতের নোমেন্স ল্যান্ড,আর বামদিকে হলো বাংলদেশের এই সীমান্তবর্তী যাদুকাটা ১ বালু মহালটি।
এ বসময় বালুমহালটির ইজারাদার মো. সেলিম আহমদ বলেন,প্রতিপক্ষের কারণে এই বালুমহাল দুটি গেলবছর সরকারের কোষাগার রাজস্বখাতে ১০ কোটি টাকার উপরে দিয়ে এই মহালটি একবছরের জন্য ইজারা আনা হয়েছিল। কিন্তু এবার(আজ) সাড়ে ৩১ কোটি টাাক দিয়ে আরো একবছরের জন্য এই মহালটি ইজারা আনা হয়েছে। তবে নির্ধারিত সীমানা অতিক্রম করে কোন শ্রমিক ভারতের সীমানায় যাতে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে আমরা ইজারাদারগণ এখানকার প্রতিটি জায়গাতে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করব। তিনি আরো বলেন এই বালু মহালটি ইজারা নেওয়ার ফলে এই জেলায় সম্প্রতি যে ফসলহানির ঘটনা ঘটেছে তাতে এই মহালে ক্ষতি পুষিয়ে আনতে এখানে প্রায় লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে ।
এব্যাপারে বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক মো: জিয়াউল হক বলেন আমরা সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে বালু মহাল এনেছি শুধু এ এলাকার লাখো শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে, এবছর বাধঁ ভেঙ্গে পানিতে ফসল হানির খবর পেয়ে আমরা ইজারাদারগন আমাদের কোটি কোটি টাকা লোকসান হবে জেনেও ফসল রক্ষার জন্য বালু উত্তোলণ বন্ধ রেখে সকল শ্রমিকদের ফসল রক্ষার আহ্বান জানিয়েছি । আমরা টাকার ইনকামের জন্য বালু মহাল ইজারা নেইনি নিয়েছি শ্রমিকদের কর্মসংস্থা সুষ্টি করার জন্য যাতে ঐ এলাকার লাখো শ্রমিক তাদের পরিবার ও বা”ঁচা কাচ্চাঁদের নিয়ে বেকার না থেকে কর্মের মাধ্যমে শন্তিতে থাকতে পারে।
এমএসএম / এমএসএম
যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন
পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা
যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন
আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত
বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম
শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত
নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
চাঁদপুরে শহিদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন