ঢাকা মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা দুটি বালু মহাল সাড়ে ৩১ কোটি টাকায় ইজারা প্রদান ও সীমানা নির্ধারণ


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৪-২০২২ দুপুর ৪:৫৩

সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীটি সরকার কর্তৃক এক বছরের জন্য সাড়ে ৩১ কোটি টাকায় সর্ববৃহত্তর বালু মহাল দুটির সীমানা নির্ধারন করে ইজাদারকে দখল সমজিয়ে দিয়েছেন জেলা ও উপজেলা প্রশাসন। 
বৃহস্পতিবার দুপুরে পহেলা বৈশাখে তাহিরপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার(ভূমি) মো. আলা উদ্দিন,২৮ বর্ডারগার্ড বিজিবি’র লাউড়েরগড় অঞ্চলের নায়েব সুবেদার মো. মোতালেব মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা মিলে দুটি বালু মহালের সিমানা নির্ধারন করে আজাদ এন্টাই প্রাইজ  ও নীলম ট্রেডিং এই দুটি টিকাদারী  প্রতিষ্ঠানের পক্ষে বিশিষ্ঠ ব্যবসায়ী মো. জিয়াউল হক এবং ইজারাদার জেলা শ্রমিকলীগের সভাপতি মো. সেলিম আহমদের উপস্থিতিতে তাদের নিকট সীমানা নির্ধারণ করে নিশান লাগিয়ে সিমানা নির্ধারন করে দেয়া হয়। এই বালু মহাল ইজারার ফলে সরকার যেমন কোটি কোটি রাজস্ব পাবে তেমনি এই অঞ্চলের প্রায় লাখো শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইজারাদারগনসহ প্রশাসনের কর্মকর্তারা।
তাহিরপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার(ভূমি) মো. আলা উদ্দিন বলেছেন এই যাদুকাটা ১ নং বালুমহাল এবং যাদুকাটা ২নং  বালু মহালটি নদীর বারিকের টিলার পরে ১২০৩ নং পিলারে উজারাদারের কোন শ্রমিক প্রবেশ করতে পারবে না। কেননা এই পিলারের পরে নদীর বাকি অংশটুকু সরাসরি ভারতের ল্যান্ড মধ্যে পড়ে। তাই ইজারাদারগনদের বাংলাদেশের সিমানার প্রায় ৫শত ফুট দুরে সিমানা নিধারন করে দেন যাথে ভুল করে ও যদি কোন শ্রমিক সিমানা পার হয়ে গেলেও যেন বাংলাদেশের সিমানার ভিতরে থাকে ।  তিনি বলেন এই মূহুূর্তে যেখানে দাড়িয়ে আছেন এর ডনাদিকে ৫শত ফিট পরেই ভারতের নোমেন্স ল্যান্ড,আর বামদিকে হলো বাংলদেশের এই সীমান্তবর্তী যাদুকাটা ১ বালু মহালটি। 
এ বসময়  বালুমহালটির ইজারাদার মো. সেলিম আহমদ বলেন,প্রতিপক্ষের কারণে এই বালুমহাল দুটি গেলবছর সরকারের কোষাগার রাজস্বখাতে  ১০ কোটি টাকার উপরে দিয়ে এই মহালটি একবছরের জন্য ইজারা আনা হয়েছিল। কিন্তু এবার(আজ) সাড়ে ৩১ কোটি টাাক দিয়ে আরো একবছরের জন্য এই মহালটি ইজারা আনা হয়েছে। তবে নির্ধারিত সীমানা অতিক্রম করে কোন শ্রমিক ভারতের সীমানায় যাতে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে আমরা ইজারাদারগণ এখানকার প্রতিটি জায়গাতে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করব। তিনি আরো বলেন এই বালু মহালটি ইজারা নেওয়ার ফলে এই জেলায় সম্প্রতি যে ফসলহানির ঘটনা ঘটেছে তাতে এই মহালে ক্ষতি পুষিয়ে আনতে এখানে প্রায় লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে  । 
এব্যাপারে বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক মো: জিয়াউল হক বলেন আমরা সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে বালু মহাল এনেছি শুধু এ এলাকার লাখো শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে, এবছর বাধঁ ভেঙ্গে পানিতে ফসল হানির খবর পেয়ে আমরা ইজারাদারগন আমাদের কোটি কোটি টাকা লোকসান হবে জেনেও ফসল রক্ষার জন্য বালু উত্তোলণ বন্ধ রেখে সকল শ্রমিকদের ফসল রক্ষার আহ্বান জানিয়েছি । আমরা টাকার ইনকামের জন্য বালু মহাল ইজারা নেইনি নিয়েছি শ্রমিকদের কর্মসংস্থা সুষ্টি করার জন্য যাতে  ঐ এলাকার লাখো শ্রমিক তাদের পরিবার ও বা”ঁচা কাচ্চাঁদের নিয়ে বেকার না থেকে কর্মের মাধ্যমে শন্তিতে থাকতে পারে।

এমএসএম / এমএসএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চন্দনাইশে বিএনপির শীত বস্ত্র বিতরন

পার্বত্য সমতল আমরা সবাই বাংলাদেশি: দুদু

নানা আয়োজনে বারহাট্টায় সরস্বতী পূজা উদযাপন

মধুপুরে জমি বিক্রির পর ফের দখলের চেষ্টা, দোকানপাট ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রূপগঞ্জে অসহায় লোকদের ২০ লাখ টাকা নিয়ে উধাও

জমি বিরোধের উসিলায় লুটপাটের অভিযোগ ওঠেছে সাতকানিয়া সদরে

খাগড়াছড়িতে উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে সরস্বতী পূজা

গজারিয়ায় মাদক সহ আটক ২জন

কাশিমপুরে ভুয়া ঋণের ফাঁদ: কোটি টাকা আত্মসাৎ, ভুক্তভোগীদের মানববন্ধন।

নেত্রকোনায় বিশ্ব জলাভূমি উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে উদযাপন

মানিকগঞ্জে অ‌বৈধ দুই ইট ভাটায় অ‌ভিযান

৮ বছরেও বিচারকার্য শুরু না হওয়ায় মনে আর প্রবোধ দিতে পারছি নাঃ শিমুলের স্ত্রী