ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

রাজধানীতে র‍্যাবের জালে প্রতারক চক্রের ৫ সদস্য


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২০-৪-২০২২ বিকাল ৬:৭

রাজধানীর শেরেবাংলানগর এলাকা থেকে সচিব পরিচয়ে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূল হোতাসহ জনকে গ্রেফতার করেছে ্যাব।

র‌্যাব সূত্রে জানা গেছে, ইদানীং সংঘবদ্ধ কয়েকটি প্রতারক চক্র সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অভিনব কৌশলে নিয়োগের বিভিন্ন প্রক্রিয়া যেমন- সাক্ষাৎকার, স্বাস্থ্য পরীক্ষা, নিয়োগপত্র, প্রশিক্ষণ প্রদান ইত্যাদি সম্পন্ন করে গ্রামের সহজ-সরল চাকরিপ্রত্যাশী যুবক-যুবতীদের কাছ থেকে প্রতারণাপূর্বক লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে বেশ কয়েকজন ভুক্তভোগী তথ্য-প্রমাণসহ র‌্যাব-২-এ অভিযোগ করেন। বর্ণিত ঘটনাসমূহের গুরুত্ব বিবেচনা করে র‌্যাব-২-এর একটি দল গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

রাজধানীর শেরেবাংলানগর ও এর আশপাশের এলাকায় কতিপয় প্রতারক চক্র বাংলাদেশের বিভিন্ন জেলা হতে গ্রামের নিরীহ লোকদের টাকার বিনিময়ে সরকারি এবং বেসরকারি অফিসে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২-এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর শেরেবাংলানগর থানার খামারবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে চাকরি দেয়ার কথা বলে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করার অপরাধে প্রতারক চক্রের মূল হোতা মো. শিবলু নোমান চৌধুরী (৩৯), পিতা-মো. দলিলুর রহমান, নোয়াখালীসহ মো. আমীর হোসেন, (৩৪) পিতা- মৃত তৈয়ব আলী মোল্লা, ঝালকাঠি, মো. রফিকুল ইসলাম (৫৪), পিতা- মৃত সাদেক আলী, বগুড়া, মো. জিল্লুর রহমান (৫৫), পিতা- মো. হাবিবুর রহমান, নওগাঁ, মো. মনির হোসেন (২৪), পিতা- মো. আব্দুল গফুর সরদার, গাইবান্ধাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের তল্লাশি করে ভুয়া যোগদান সংক্রান্ত অফিস আদেশ ১টি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প লেখা খাম ১টি, সেনাবাহিনী (জাল) লেখা আইডি কার্ড ২টি এবং প্রতরণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা উক্ত প্রতারণার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ একটি সংঘবদ্ধ প্রতারক চক্র তৈরি করে ভুয়া নিয়োগ বাণিজ্যের অফিস খুলে বিজ্ঞাপন দিয়ে গ্রামের স্বল্পশিক্ষিত ও বেকার যুবক-যুবতীদের উচ্চ বেতনে চাকরি প্রদানের বিষয়ে আকৃষ্ট করে। গ্রেফতারকৃত মো. শিবলু নোমান চৌধুরী উক্ত ভুঁইফোড় প্রতিষ্ঠানের এমডি/সচিব সেজে নিরীহ চাকরিপ্রত্যাশীদের কাছ হতে মোটা অংকের টাকা নিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করত। তারা প্রত্যেক চাকরিপ্রত্যাশীর কাছে ভুয়া নিয়োগপত্র প্রদান করে ৪ থেকে ৫ লাখ টাকা নিয়ে প্রতারণার মাধ্যমে তা আত্মসাৎ করে। এভাবে আটককৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ প্রতারণার উদ্দেশ্যে উক্ত অফিস খুলে সেখানে বিভিন্ন পদে নিয়োগের কথা বলে অসংখ্য লোকের কাছ তেকে নগদ অর্থ হাতিয়ে নিয়ে তা আত্মসাৎ করেছে বলে স্বীকারোক্তি প্রদান করে। উক্ত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। 

 

এমএসএম / জামান

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা