রাজধানীতে র্যাবের জালে প্রতারক চক্রের ৫ সদস্য

রাজধানীর শেরেবাংলানগর এলাকা থেকে সচিব পরিচয়ে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূল হোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, ইদানীং সংঘবদ্ধ কয়েকটি প্রতারক চক্র সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অভিনব কৌশলে নিয়োগের বিভিন্ন প্রক্রিয়া যেমন- সাক্ষাৎকার, স্বাস্থ্য পরীক্ষা, নিয়োগপত্র, প্রশিক্ষণ প্রদান ইত্যাদি সম্পন্ন করে গ্রামের সহজ-সরল চাকরিপ্রত্যাশী যুবক-যুবতীদের কাছ থেকে প্রতারণাপূর্বক লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে বেশ কয়েকজন ভুক্তভোগী তথ্য-প্রমাণসহ র্যাব-২-এ অভিযোগ করেন। বর্ণিত ঘটনাসমূহের গুরুত্ব বিবেচনা করে র্যাব-২-এর একটি দল গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
রাজধানীর শেরেবাংলানগর ও এর আশপাশের এলাকায় কতিপয় প্রতারক চক্র বাংলাদেশের বিভিন্ন জেলা হতে গ্রামের নিরীহ লোকদের টাকার বিনিময়ে সরকারি এবং বেসরকারি অফিসে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২-এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর শেরেবাংলানগর থানার খামারবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে চাকরি দেয়ার কথা বলে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করার অপরাধে প্রতারক চক্রের মূল হোতা মো. শিবলু নোমান চৌধুরী (৩৯), পিতা-মো. দলিলুর রহমান, নোয়াখালীসহ মো. আমীর হোসেন, (৩৪) পিতা- মৃত তৈয়ব আলী মোল্লা, ঝালকাঠি, মো. রফিকুল ইসলাম (৫৪), পিতা- মৃত সাদেক আলী, বগুড়া, মো. জিল্লুর রহমান (৫৫), পিতা- মো. হাবিবুর রহমান, নওগাঁ, মো. মনির হোসেন (২৪), পিতা- মো. আব্দুল গফুর সরদার, গাইবান্ধাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের তল্লাশি করে ভুয়া যোগদান সংক্রান্ত অফিস আদেশ ১টি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প লেখা খাম ১টি, সেনাবাহিনী (জাল) লেখা আইডি কার্ড ২টি এবং প্রতরণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা উক্ত প্রতারণার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ একটি সংঘবদ্ধ প্রতারক চক্র তৈরি করে ভুয়া নিয়োগ বাণিজ্যের অফিস খুলে বিজ্ঞাপন দিয়ে গ্রামের স্বল্পশিক্ষিত ও বেকার যুবক-যুবতীদের উচ্চ বেতনে চাকরি প্রদানের বিষয়ে আকৃষ্ট করে। গ্রেফতারকৃত মো. শিবলু নোমান চৌধুরী উক্ত ভুঁইফোড় প্রতিষ্ঠানের এমডি/সচিব সেজে নিরীহ চাকরিপ্রত্যাশীদের কাছ হতে মোটা অংকের টাকা নিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করত। তারা প্রত্যেক চাকরিপ্রত্যাশীর কাছে ভুয়া নিয়োগপত্র প্রদান করে ৪ থেকে ৫ লাখ টাকা নিয়ে প্রতারণার মাধ্যমে তা আত্মসাৎ করে। এভাবে আটককৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ প্রতারণার উদ্দেশ্যে উক্ত অফিস খুলে সেখানে বিভিন্ন পদে নিয়োগের কথা বলে অসংখ্য লোকের কাছ তেকে নগদ অর্থ হাতিয়ে নিয়ে তা আত্মসাৎ করেছে বলে স্বীকারোক্তি প্রদান করে। উক্ত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মন্দির পরিদর্শনে ঢাকা গেন্ডারিয়া থানার ওসি, পূজাকে ঘিরে কড়া নিরাপত্তার আশ্বাস
