মুন্সীগঞ্জে ১২০ টাকায় কনস্টেবল পদে ৪০ জনের চাকরি

কেউ দিনমজুরের ছেলে, কেউবা কৃষকের, কেউ আবার নিম্নবিত্ত ঘরের সন্তান। কিন্তু তাতে কী? গন্তব্যে পৌঁছাতে কোনোকিছুই বাধা হয়ে দাঁড়ায়নি তাদের সামনে। মাত্র ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৪০ জন।
গতকাল বুধবার (২০ এপ্রিল) বিকেল ৫টার দিকে জেলা পুলিশ লাইনসের ড্রিল শেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনায় নির্বাচিত অনেকেই কোনো প্রকার দালালি বা সুপারিশ ছাড়া নির্বাচিত হতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন । এরমধ্যে নারী ৬ জন, পুলিশের সন্তান ৩ জন, সাধারণ কোটায় ৩০ জন এবং মুক্তিযোদ্ধা কোটায় ১ জনসহ মোট ৪০ জন রয়েছেন ।
স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে প্রায় ৭০০ আবেদনকারীর মধ্য থেকে ৪০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করে জেলা পুলিশ। কোনো প্রকার দালালি বা আর্থিক লেনদেন ছাড়াই চাকরি পেয়ে আবেগতাড়িত নির্বাচিত সদস্যরা। যাদের কাছে চাকরিটি ছিল সোনার হরিণ। নির্বাচিত হতে পেরে অশ্রুসিক্ত নয়নে পুলিশ সুপার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অনেকেই।
নির্বাচিত আব্দুল আল সাইদ বলেন, ছোটবেলা থেকে পুলিশ হওয়ার ইচ্ছা মনে ছিল আমার । তার জন্য নিজেকে প্রস্তুত করেছিলাম। আমি কখনো স্বপ্নেও ভাবিনি ১২০ টাকার বিনিময় মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল পদের এই চাকরিটা পাব।
আব্দুল আল মাসুদ আরো বলেন, আজকাল টাকা ছাড়া পুলিশে কোনো চাকরি হয় না। এ কথাটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে দিল। মানুষ বলত পুলিশে চাকরি হতে গেলে মামা, কাকা থাকতে হয় । কিন্তু আমার কোনোটিই ছিল না। নিজের সাহস আর মনোবল দৃঢ় ছিল। আমার কোনো তদবির লাগেনি।
আরো এবকজন বলেন, গত বছরও চেষ্টা করেছিলাম কিন্তু তখন মৌখিক পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারিনি। কিন্তু আশা ছড়িনি। যখন আবেদন করেছিলাম তখন অনেকের কাছে অনেক কথাই শুনেছি। টাকা লাগবে। আমার বাবা একজন দিনমজুর। টাকা দেব কোথা থেকে? কিন্তু মনের জোরে এবং মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম স্যারের আন্তরিকতায় মাত্র ১২০ টাকায় আমি নির্বাচিত হয়েছি। এজন্য আমি পুলিশ সুপার স্যার ও পুলিশের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
এদিকে পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম বার জানান, কনস্টেবল নিয়োগে পুলিশের আইজি বেনজীর আহমেদ স্যার আমাদের যে সিস্টেম চালু করে দিয়েছেন তা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যথেষ্ট। আমাদের কাছে তদবির বলেন আর টাকা-পয়সা দেয়ার বিষয়ে বলেন, এই সিস্টেমটি এসব প্রটেক্ট করতে সক্ষম। তবে আমরা কোনো প্রকার তদবির তোয়াক্কা না করে যেসব প্রার্থী শারীরিকভাবে যোগ্য ও মেধাসম্পন্ন, যারা সকল পরীক্ষায় ভালোভাবেই উত্তীর্ণ হয়েছেন শুধু তাদেরই নির্বাচিত করেছি।
এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নরসিন্দি, জায়েদ শাহরিয়ারসহ জেলা পুলিশের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।
এমএসএম / জামান

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন
