ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে : সিলেট জেলা প্রশাসক


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ২১-৪-২০২২ বিকাল ৬:২২
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, জৈন্তাপুর উপজেলায় শিক্ষার মান বৃদ্ধি ও সামাজিক উন্নয়নে সকলের এগিয়ে আসা প্রয়োজন।  সরকারের উন্নয়নকাজ বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করেত হবে। এই দেশ আমাদের সবার, সরকারি বিভিন্ন দপ্তরে দর্শনার্থীর মাঝে সঠিকভাবে সেবা পৌঁছে দিতে সকল কর্মকর্তাকে আন্তরিকভাবে কাজ করতে হবে। জনগণের ট্যাক্সের টাকায় সরকারি কর্মকর্তাদের বেতন দেয়া হয়। আমাদের এই বিষয়টির ওপর নজর রাখা প্রয়োজন। জনগণ যাতে সেবা গ্রহণ করতে এসে হয়রাণির শিকার না হন, আপনারা সে দিকে নজর রাখবেন।
 
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর ১টায়  জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিগণের সাথে আয়োজিত মতবিনিময় সভা এবং বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণির) পরিবারের শতবাগ পুনর্বাসন যাচাইকরণ ও উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা সংক্রান্ত যৌথসভা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বিভিন্ন উন্নয়ন মুলক কাজের পরিদর্শন করেন। তিনি পরিদর্শনের শুরুতেই জৈন্তাপুর মডেল থানায় মহিলা পুলিশ সদস্যদের জন্য নির্মিত ব্যারাক, ডিবির হাওর লাল শাপলা বিলের বাঁধ,  লক্ষীপুর রাস্তার উন্নয়ন কাজ এবং গুয়াবাড়ি আশ্রয়ন প্রকল্পের ঘর  পরিদর্শন করেন ৷ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আল বশিরুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন  জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী। 
 
সভায় স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। বক্তব্য রাখেন- উপজেলা নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইন্তাজ আলী,জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সুলতান করিম,দরবস্ত  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসাইন, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, যুব উন্নয়ন কমর্কতা মো: মামুনুর রশিদ, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরী কলেজের অধ্যক্ষ রুহিনী রঞ্জন দাস,মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, মানবাধিকার কর্মী ফনি ভুষণ দে। মতবিনিময় সভায় আর উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাহ উদ্দিন,  বাউরভাগ  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, উপজেলা আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসনাত, সাইট্রাস গবেষণা সেন্টারের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার,  উপজেলা একাডেমিক সুপার ভাইজার  (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, তথ্য কর্মকর্তা  তাসলিমা ফেরদৌসী মনি , উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ময়নুল মুরছালিন রুহেল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, বৃহত্তর জৈন্তা ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক সালমান শাহ, সদস্য মো: ইউসুফুর রহমান প্রমুখ।
 
মতবিনিময় সভায় বক্তারা  সীমান্ত চোরাচালান, সারী নদীর লালাখাল অংশের মামলা প্রত্যাহার, বিজিবি কর্তৃক নিরীহ মানুষদের উপর হয়রানী বন্ধ করা, বন্যা দূর্গতদের সহায়তা,বেড়ি বাঁধ নির্মাণ, কৃষি কাজ বৃদ্ধি করা,  বিশুদ্ধ পানি ও জল সংকট, চারিকাটায় গ্রামীণ রাস্তাঘাটের  উন্নয়ন বিষয়ে জেলা প্রশাসনের দৃষ্টি  আকর্ষণ করা হয়েছে। 

এমএসএম / জামান

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

দোহার-নবাবগঞ্জে পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত