২৬ এপ্রিল প্রধানমন্ত্রীর উপহারের ঘর উদ্বোধন
আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীনদের উপহারস্বরূপ মুজিববর্ষের ঘর প্রদান করবেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে উক্ত কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিকানাবীহিন ও ভূমিহীন মুন্সীগঞ্জ জেলার মোট ৫৪টি পরিবার ঈদুল ফিতর উপলক্ষে উপহারস্বরূপ প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন।
সারাবিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। কালানুক্রমে আমাদের প্রিয় এ মাতৃভূমি ব্যাপক অর্থনৈতিক সক্ষমতা অর্জন করেছে, যার প্রমাণ হিসেবে ঈদুল ফিতর উপলক্ষে জেলার তথা পুরো দেশের অসহায়, নিরন্ন মানুষকে উপহার হিসেবে ২ শতাংশ জমি এবং ১টি দ্বিকক্ষবিশিষ্ট ঘর প্রদান করা হবে।
ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য দেশের ভূমিহীনদের পুনর্বাসনের লক্ষ্যে ৩য় পর্যায়ে মুন্সীগঞ্জ জেলার মোট ৫৪টি পরিবারকে গৃহ প্রদান করা হবে, যার প্রতিটি ঘরের কাজ শেষে দিকে। এরমধ্যে সদরে ১০টি, গজারিয়ায় ৭টি, টঙ্গিবাড়িতে ৭টি, শ্রীনগরে ৭টি, লৌহজংয়ে ১০টি এবং সিরাজদিখানে ১৩টি ঘর রয়েছে।
দেশবাসী যখন পবিত্র রমযান শেষে ইদের আনন্দ উপভোগ করবে , ঠিক তেমনি জেলার ভূমিহীন ও গৃহহীনদের আনন্দ কে বাড়িয়ে তুলতে এবং তাদের মুখে হাসি ফুটাতেই আগামি ২৬ এপ্রিল অর্থ্যাৎ ইদের আগেই তাদের গৃহ হস্তান্তর করা হবে । প্রতিটি জেলার ন্যায় মুন্সীগঞ্জে মোট ৫৪ টি পরিবারের মাঝে ঘরের চাবি , দলিলপত্রাদি হস্তান্তর করা হবে।
এদিকে ঘরের যাবতীয় বিষয়াদি ও খুটিনাটি বিষয় তুলে ধরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে প্রেস বিজ্ঞতির আয়োজন করা হয়। এ সময় প্রেস বিজ্ঞতি উপস্থাপন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক এনামূল আহসান । এরই ধারাবাহিকতায় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. আব্দুল কাদির মিয়া , অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) স্নেহাশিষ দাস।
প্রেস বিজ্ঞতিতে প্রধানমন্ত্রীর ইদ উপহার হিসেবে মুজিববর্ষের ঘরের সুযোগ সুবিধা , নির্মান ব্যয় , অবকাঠামো , জমির পরিমাপ , কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে , সহ অন্যান্য বিষয় তুলে ধরে আলোচনা করা হয়।
জেলা প্রশাসন সুত্রে জানা য়ায় , এবারের ঘর গুলো অবকাঠামোগত দিক থেকে অনেক পোক্ট করে তৈরি করা হয়েছে। বিশুদ্ধ পানি , বিদ্যুৎ সংযোগ , রয়েছে রাস্তার সুবিধা । প্রতিটি ঘরে পাশেই তৈরি হাস মুরগি পালন করা যাবে। প্রতিটি পরিবার যেন স্থায়ী ভাবে বসবাস করতে পারে সে ব্যবস্থাই গ্রহন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে জেলার সংবাদকর্মীগণ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন