ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জে ৫৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঈদ করবে নিজ ঘরে


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৬-৪-২০২২ দুপুর ৩:৫৩

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’- মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে গণভবন থেকে উক্ত কাযক্রমের উদ্বোধন করেন। এ কার্যক্রমের আওতায় দেশব্যাপী ৩২ হাজার ৯০৪টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।

মুন্সীগঞ্জ জেলায় মোট ৫৪ টি পরিবার কে গৃহ হস্তান্তর করা হয়। এর মধ্যে গজারিয়ায় ৭ টি , টঙ্গিবাড়িতে ৭ টি , শ্রীনগরে ৭ টি , লৌহজংয়ে ১০ টি , সিরাজদিখানে ১৩টি । এরই ধারাবাহিকতায় সদর  উপজেলায় তৃতীয় পর্যায়ে নির্মিতব্য ১০ টি গৃহ উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়েছে । গতকাল মঙ্গলবার  বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিসউজ্জামানের সভাপতিত্বে সহকারি কমিশনার ভূমি ( সদর) কামরুল হাসান মারুফের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া-মুন্সিগঞ্জ ৩ আসনের সাংসদ এবং আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক   এড. মৃণাল কান্তি দাস। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল,, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ এনামুল আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায় , 

পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম বার, সিভিল সার্জন ডাঃ মো. মঞ্জুরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আব্দুল কাদির মিয়া,  শিক্ষা ও আইসিটি স্নেহাশিষ দাস, , 

রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি ) মো. এরশাদ মিয়া ,  নিবাহী প্রকৌশলী মোনায়েম সরকার ,দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এড সোহানা তাহমিনা , প্রেসক্লাব সভাপতি শহিদ –ই হাসান তুহিন ,এড. গোলাম মাওলা তপন ।

এ সময় ইদের আগে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর উপহার পেয়ে আনন্দে দিশেহারা হয়ে পড়েন উপকার ভোগিরা । উপকার ভোগি সাহিদা আক্তার বলেন , আমি স্বপ্নেও ভাবি নাই ইদের আগে ঘর পামু , ছেলেমেয়ে নিয়ে অনেক কষ্টে ভাড়া বাসায় থাকি । বাড়ি ভাড়া দিতে আমার অনেক কষ্ট হইতো। প্রধানমন্ত্রী কে আমি ধণ্যবাদ জানাই ।

কবির মিয়া বলেন , নিজের এক টুকরো জমি ছিল না । আমার বাবারও ছিল না । সীমাহিীন দুভোগে দিন কাটাইতাম। অনেক কস্ট করেছি। এখন প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে আশার আলো দেখা যাচ্ছে। আমরা কৃতঞ্গ প্রধানমন্ত্রীর কাছে।

এ দিকে একই দিনে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ টি পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর সহ নতুন ঘরে প্রাক্কালে ১৬ কেজি শুকনা খাবার প্রদান করা হয়।এ যেন আলাদিনের সেই চেরাগের মতো। প্রতিটি পরিবারকে  চাল , তেল , চিনি , লবন , নুডডুলস , চিড়া প্রদান করা হয়। তাছাড়া প্রতিটি ঘরে ২ টি কক্ষ , ১ টি রান্না্ঘর , ১ টি ওয়াশরুম , বিদ্যুতের ব্যবস্থা , বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। স্থায়ীভাবে বসবাস করার জন্যই জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  সঠিক তদারকি ও  প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া  হয়েছে।   

এ সময় আরো উপস্থিত ছিলেন  বীর মুক্তিযোদ্ধা মো. শহিদ , বীর মুক্তিযোদ্ধা এ টি এম দেলোয়ার হোসেন , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল , মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা গাজি , উপজেলা প্রকৌশলী মো. শফিকুল আহসান , উপজেলা নিবাচন অফিসার মুহা. বদর উদ দোজা ভুইয়া , প্রকল্প বাস্তবায়ন অফিসার আহম্মেদ রেজা আল মামুন , মিরকাদিম পৌর মেয়র হাজি আব্দুস সালাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

এমএসএম / জামান

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়