ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়?


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৭-৪-২০২২ দুপুর ১২:১১
ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন। এমনকি সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করা অডিও ক্লিপটিতেও তার কণ্ঠ নয় বলে দাবি করেছেন তিনি। 
 
তিনি জানান, জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি চক্র নিজেদের স্বার্থ হাসিলে ভুল তথ্য পরিবেশন করে অপপ্রচার চালাচ্ছে। 
 
অডিও ক্লিপটি প্রসঙ্গে তিনি দাবি করেন, এমন কথা তিনি কখনো বলেননি। ডিজিটাল সিস্টেমে ক্লোনিং করে তার ভয়েসের অনুরূপ ভয়েস তৈরি করে ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি চক্র এটি করেছে।
 
এটিকে তিনি সুপার এডিট দাবি করে বলেন, এই বক্তব্য আমার নয়। জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ায় একটি চক্র পরিকল্পিতভাবে এসব করছে। 
 
এদিকে এর আগে একটি পত্রিকায় মেয়রের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগও সঠিক তথ্যনির্ভর নয় বলে দাবি করেন তিনি। চার কোটি টাকা ব্যয়ে বাড়ি নির্মাণের অভিযোগ সঠিক নয় দাবি করে তিনি জানান, আড়াই শতাংশ জমিতে ভবন নির্মাণে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা ব্যয় হয়েছে। পৈত্রিক সম্পত্তি বিক্রি করে বাড়িটি নির্মাণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাড়ি নির্মাণ ব্যয়ের তথ্যপ্রমাণ আমার কাছে রয়েছে।
 
মুজিববর্ষ উপলক্ষে সড়কের শ্রীবৃদ্ধি ও বনায়নে মন্ত্রণালয়ের দেয়া ২৫ লাখ টাকা ব্যয় দেখিয়ে ২২ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে যে অভিযোগ তোলা হয়েছে সেটিও সঠিক নয় দাবি করে তিনি জানান, পৌরসভার উন্নয়ন তহবিল থেকে বনায়ন কর্মসূচির এই কাজ সম্পন্ন করা হয়েছে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, কেউ যদি প্রমাণ করতে পারে মন্ত্রণালয়ের দেয়া টাকায় এই কাজ করা হয়েছে, তবে মেয়র পদ থেকে নিজেই অব্যহতি নেব এবং যে শাস্তি হয় আমি মাথা পেতে নেব। 
 
পৌরসভার গোরুর হাটের দরপত্র আহ্বানে অনিয়মের অভিযোগ সঠিক নয় দাবি করে মেয়র বলেন, এই হাটের সরকারি রেট ছিল ৪ কোটি ৯৩ লাখ টাকা। সর্বোচ্চ দরদাতাকে ৪ কোটি ৯৮ লাখ টাকায় ইজারা দেয়া হয়েছে নিয়মতান্ত্রিকভাবেই। এক্ষেত্রে একবিন্দুও আইনের ব্যত্যয় ঘটানো হয়নি।
 
পৌরসভার কর্মচারী বদলি প্রসঙ্গে তিনি বলেন, আলাল নামে যে ব্যক্তির কথা বলা হয়েছে, ওই ব্যক্তির পদমর্যাদা হিসাব সহকারী। পূর্বের মেয়র হিসাবরক্ষণ কর্মকর্তাকে অন্যায়ভাবে দায়িত্ব না দিয়ে হিসাব সহকারীকে অনিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব দিয়ে রেখেছিলেন। তার কাছে চেকও রাখতেন, যা নিয়মের মধ্যেই পড়ে না। আমি হিসাবরক্ষণ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। আর বদলির বিষয়টি মন্ত্রণালয়ের ব্যাপার। আমি কাউকে বদলি করিনি। তবে কয়েকজন অনিয়মিত বা দৈনন্দিন হাজিরাভিত্তিক কর্মচারীকে বরখাস্ত করেছি। কারণ, তারা জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক অনিয়ম করে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছে, যা তদন্ত কমিটির কাছে প্রমাণিতও হয়েছে। এরই মধ্যে আড়াই লাখ টাকা ফেরতও দিয়েছে। বাকি সাড়ে চার লাখ টাকা পরিশোধে চিঠিও দেয়া হয়েছে তাদের। যথাসময়ে টাকা পরিশোধ না করা হলে অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়