ঢাকা শনিবার, ১৫ মার্চ, ২০২৫

বোয়ালমারীতে সৎভাইয়ের নিষ্ঠুরতা

লোহার রড দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো বোনের হাতের কব্জি


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ২৮-৪-২০২২ দুপুর ১১:৫৮
ফরিদপুরের বোয়ালমারীতে সৎভাইয়ের নির্মম-নিষ্ঠুরতার শিকার হয়েছেন এক বোন। লোহার রড দিয়ে পিটিয়ে বোন লিজা আক্তারের হাতের কব্জি গুঁড়িয়ে দিয়েছে পাষণ্ড সৎভাই শাহরিয়ার সিদ্দিকী রিপন। জমিজমা ও আর্থিক লেনদেন নিয়ে পারিবারিক  বিরোধের জেরে গত ২১ এপ্রিল বৃহস্পতিবার নির্দয় ঘটনাটি ঘটেছে বোয়ালমারী পৌর সদরের শিবপুর এলাকায়। এ ব্যাপারে আদালতের দারস্থ হয়েছেন ওই অসহায় বোন লিজা আক্তার।
 
মামলার এজাহার ও সরেজমিন তথ্যানুসন্ধানে জানা যায়, শিবপুর গ্রাম নিবাসী মৃত আমজাদ হোসেন দুটি বিবাহ করেন। তিনি মারা যাওয়ার সময় প্রথম স্ত্রীর একমাত্র সন্তান শাহরিয়ার সিদ্দিকী রিপন, দ্বিতীয় স্ত্রী শাহিদা বেগম ও তার তিন কন্যা সন্তান মনিরা খাতুন,লিজা আক্তার ও নাসরিন সুলতানাকে রেখে যান। পিতার মৃত্যুর পর বেশ কিছু দিন সব ভাই-বোন, মা এক সঙ্গে মিলেমিশে  বসবাস করেন। এ সময় কৌশলী রিপন ব্যবসা-বাণিজ্য করার কথা বলে ধার হিসাবে সৎ মা শাহিদা বেগমের কাছ থেকে চার লক্ষ টাকা হাতিয়ে নেন। স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতে থাকেন সৎ মায়ের নিজস্ব বাড়িতে। কিন্তু পরবর্তীতে উক্ত টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করলে শুরু হয় তিক্ততা।
 
রিপন এবার টাকা আত্মসাৎ সহ সৎ মায়ের বাড়ি দখলের ফন্দি আটেন। স্বামী-স্ত্রী মিলে জুলুম-নির্যাতন চালাতে আরম্ব করেন মায়ের উপর। এক পর্যায়ে মারধর করে সৎ মাকে তার বাড়ি থেকে বের করে দেয় তারা। মা শাহিদা বেগম আশ্রয় নেন তার মেজো মেয়ে একই গ্রাম নিবাসী লিজা আক্তারের বাড়িতে এবং নিজের ঘরবাড়ি ছেড়ে সেখানেই জীবন কাটাচ্ছেন দীর্ঘদিন ধরে বৃদ্ধা শাহিদা বেগম। 
 
এ প্রেক্ষিতে মেয়ে লিজা আক্তার ঘটনার দিন মায়ের বাড়িতে যান গাছ থেকে কিছু ডাব-নারকেল আনার জন্য। লিজাকে দেখেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন রিপন ও তার স্ত্রী মুসলিমা আক্তার। লিজা নারকেল পারতে চাইলে তারা বাধা দেন। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে রিপন ও তার স্ত্রী মুসলিমা লিজা আক্তারের চুলের মুঠি ধরে, টেনে-হিঁচড়ে  তাকে মাটিতে ফেলে দিয়ে মারধর শুরু করেন। রিপন লোহার রড দিয়ে পিটিয়ে স্ত্রী মুসলিমা পাথর দিয়ে আঘাত করে লিজাকে মারাত্মক আহত করেন। পিটিয়ে বোন লিজার বাম হাতের কব্জি পিষে ফেলেন নিষ্ঠুর ভাই-ভাবি। 
 
গুরুতর আহত অবস্থায় লিজা আক্তারকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল  কলেজ হাসপাতালে  স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ এপ্রিল লিজা আক্তার ভাই শাহরিয়ার সিদ্দিকী রিপন ও ভাবী মুসলিমার বিরুদ্ধে আদালতে মামলা করেন।
 
সাংবাদিকদের লিজা বলেন, মায়ের সরলতার সুযোগ নিয়ে তাকে পথে বসিয়ে দিয়েছে রিপন। ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। মায়ের ক্রয়কৃত ১০ শতক জমিসহ টিনশেড সেমি-পাকা ঘর-বাড়ি দখল করে নিয়েছে। মাকে মেরেছে।আমাকে মেরে জখম করেছে। মায়ের নিজস্ব সম্পত্তি অথচ আমরা সেখানে যেতে পারব না, এই অন্যায় মেনে নেয়া যায়? এই জবরদখলসহ রিপনের সব অপকর্মের ন্যায়বিচার দাবি করেন লিজা আক্তার।
 
লিজার মা শাহিদা বেগম বলেন, রিপনকে আমার আপন সন্তানের মতোই জানতাম। কিন্তু ওর ভেতরের গলদ বুঝতে পারিনি। আমার বাড়ি, টাকা-পয়সা সব নিয়ে গেছে। গায়ে হাত তুলেছে। আমি এখন মেয়েদের দরজায়-দরজায় ঘুরে বেড়াচ্ছি। আপনাদের বিবেক যা সায় দেয় তাই করুন।
 
জানতে চাইলে শাহরিয়ার সিদ্দিকী রিপন সব অস্বীকার করে বলেন, আমি কাউকে মারিনি। তারা ভাবি-ননদে ঝগড়াঝাটি করতে গিয়ে হয়তো কেউ চোট পেয়ে থাকতে পারে। কারো টাকা-বাড়ি আমি নেইনি। বাপ-দাদার ভিটায় ছিলাম, এখনো আছি।

এমএসএম / জামান

বড়লেখায় ধর্ষণের অভিযোগে যুবক রাজেন রায় গ্রেফতার

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে জাতিসংঘ মহাসচিব

সিদ্ধিরগঞ্জে সাংবাদিকতার আড়ালে দেহব্যবসা ব্ল্যাকমেইলিং কথিত ৩ সাংবাদিককে গণপিটুনী

ধামইরহাটে বিএনপির ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

ফেসবুকে পোষ্ট দিয়ে সাতকানিয়ার তরুণের ট্রেনে ঝাপ দিয়ে মৃত্যু

কোনাবাড়ীতে মহানবীকে নিয়ে কটুক্তি,যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

তামাক ক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ

শেখ হাসিনা সেনানিবাসের নাম 'পটুয়াখালী সেনানিবাস‘ করার দাবীতে মানববন্ধন

ভাটা মালিকরা সরকারী কাজে ইট বিক্রি করবেন না

কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

হরিপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ৭ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ

টিসিবি পন্য পরিমাপে ডিলারের চুরি