ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ভুক্তভোগী ২ নারীর সংবাদ সম্মেলন

ফরিদপুরে ৯৯৯-এ ফোনের পর যা হলো দুই রোজাদার নারীর সাথে


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৮-৪-২০২২ দুপুর ৪:১১
হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ নিয়ে বিবদমান জমিতে ইমারত নির্মাণের প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হয়রানির শিকার হয়েছেন দুই নারী। তীব্র গরমে রোজাদার দুই নারীকে পুলিশের গাড়িতে আড়াই ঘণ্টা বসিয়ে এরপর থানায় সুন্দর আপ্যায়নের কথা বলে আটকে রাখা হয় আরো আড়াই ঘণ্টা। এরপর আর কোনোদিন প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা যাবে না শর্তে সাদা কাগজে স্বাক্ষর রেখে তাদের ইফতারের পূর্ব মুহূর্তে ছেড়ে দেয়া হয়।
 
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চাঁদপুর গ্রামের সেকেন মোল্যার মেয়ে সাজেদা আক্তার মিনু (৪০) ও তার চাচি বৈশাখী বেগম (৩২)। তবে পুলিশ বলছে, তারা ৯৯৯-এ ফোন পেয়ে আইনশৃঙ্খলার স্বার্থেই তাদের থানায় নিয়ে আসেন।
 
বৈশাখী বেগমের স্বামী ফজলু মোল্যা লিখিত বক্তব্যে জানান, চাঁদপুর মৌজার একখণ্ড জমি নিয়ে তার সাথে বিরোধ রয়েছে একই গ্রামের সুনীল কুমার সাহা ও তার শরিকদের। ফরিদপুরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে অবজারভেশন অনুযায়ী মুন্সেফ আদালতে একটি মামলা করেন। এরপর যাতে ওই জমি বিবাদীরা জোর করে দখলে নিতে না পারে সেজন্য কোর্টে আবেদন করেন। এরপর হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিলের প্রেক্ষিতে নালিশী জমিতে স্থিতাবস্থা রাখার আদেশ দেয় উচ্চ আদালত।
 
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ২৪ এপ্রিল প্রতিপক্ষ সুনীল কুমার সাহার হয়ে কোতোয়ালি থানার এসআই শংকর ও দুজন সাদা পোশাকের পুলিশের উপস্থিতিতে নালিশী জমিতে ইমারত নির্মাণের চেষ্টা শুরু হয়। এ সময় বাড়িতে পুরুষদের অনুপস্থিতিতে মিনু বেগম ও বৈশাখী এসে প্রতিবাদ করলে তাদের প্রখর গরমে পাশের একটি গাছতলায় প্রথমে আধাঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়। এরপর ওসি সাহেব ডেকেছেন জানিয়ে তাদের পুলিশের গাড়িতে উঠিয়ে গোয়ালচামটে ওয়াপদা অফিসের সামনে এনে আধাঘণ্টা সেখানে অবস্থানের পর গাড়ি নিয়ে শহরের পূর্ব খাবাসপুর জোড়া ব্রিজের এক পাশে এসে আরো আধাঘন্টা রেখে তারপর দুপুর আড়াইটার দিকে তাদের থানায় নিয়ে যায়। আমাদের মনে এভাবে একটা ভয় ধরিয়ে দেয়া হয়।
 
পরে ‘আপনাদের সুন্দর আপ্যায়নের ব্যবস্থা আছে’ এ কথা বলে তাদের দুজনকে থানায় একটি কক্ষে নিয়ে যাওয়ার পর সেখানে আটকে রাখা হয়।
 
মিনু বেগম বলেন, তীব্র গরমে ওই ঘরের ফ্যানটি বন্ধ ছিল। আমরা এসআই শংকরকে বারবার বলেছি আমরা রোজা। আমাদের কেনো থানায় নিয়ে এসেছেন? ওসি সাহেবের কাছে নিয়ে যান, আমরা তার সাথে কথা বলব। কিন্তু তিনি আমাদের কোনো কথাতেই কর্ণপাত করেননি। আপনাদের সুন্দর ইফতারির ব্যবস্থা করব বলে তারা আমাদের ভয় দেখাতে থাকে। এরপর আমরা বারবার এ কথা বলতে থাকলে ইফতারির একটু আগে আমাদের থানা থেকে ছেড়ে দেয়া হয়।
 
এ ব্যাপারে কোতোয়ালি থানার এসআই শংকরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে আমরা সেখানে যাই। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে বিষয়টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাদের নির্দেশে ওই দুজনকে থানায় নিয়ে আসি। তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা হয়নি।
 
হাইকোর্টের নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে এসআই শংকর বলেন, এটি আমার দেখার এখতিয়ার নয়। যদিও ওই দুই নারী কেন সেখানে ইমারত নির্মাণে বাধা দিচ্ছে সে তথ্য তিনি জানতে চেয়েছিলেন বলে জানান।
 
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল জলিলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই দিন দুপক্ষের মধ্যে সংঘর্ষে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা ছিল। এজন্য পুলিশ পাঠিয়ে তাদের থানায় নিয়ে আসা হয়।
 
এ ব্যাপারে অপর পক্ষের বক্তব্য জানতে তাপস কুমার সাহার মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
 
এ ঘটনায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ভুক্তভোগীদেরই থানায় আটকে হয়রানির ঘটনায় সংবাদ সম্মেলনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন সংশ্লিষ্টরা।

এমএসএম / জামান

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়