জুমাতুল বিদায় পাবনার মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ইহকাল ও পরকালের মুক্তি কামনায় পাবনায় পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। প্রচন্ড গরম ও রোদকে উপেক্ষা করেই শুক্রবার (২৯ এপ্রিল) পবিত্র এই জুমায় মুসল্লিদের ঢল নেমেছিল।
পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে প্রতিবছর পালন করেন মুসলমানরা। রমজান মাসজুড়ে রোজা রাখা আর ইবাদত-বন্দেগির অংশ হিসেবে এদিন নাজাত প্রার্থনা করেন সবাই।
এর আগের দুই বছরের করোনাভাইরাসের কারণে বিধি নিষেধ ছিল। তাই মানুষ গত দুই জুমাতুল বিদায় তেমন উপস্থিতি ছিল না। এবার বিধিনিষেধ না থাকায় ধর্মপ্রাণ মুসলিমদের বাধ ভাঙা ঢল নামে।
জুমার আজানের পর পাবনার চাপা মসজিদ, আওরঙ্গজেব রোড মসজিদ, আলি মাদ্রাসা মসজিদ, বাঁশবাজার , কলোনী মসজিদ, এডওয়ার্ড কলেজ, রবিনগর মসজিদসহ শহরের সব মসজিদে নামাজে আজ ধর্মপ্রাণ মুসল্লীদের বাড়তি ভিড় লক্ষ্য করা গেছে।
শহরের চাঁপা মসজিদে সরেজমিন দেখা যায়, আজানের আগেই মুসল্লিরা উপস্থিত হোন। আজানের পরপরই মুসল্লিদের ঢল নামে। প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, চতুর্থ তলে ছাড়িয়ে মুসল্লিরা অবস্থান নেন ছাদে। ছাদেও জায়গা সংকট দেখা দিলে সিঁড়িতে ও রাস্তায় নামাজ আদায় করেন মুসল্লিরা।
জুমাতুল বিদার খুতবায় উচ্চারিত হয় ‘আলবিদা, আল বিদা অর্থাৎ বিদায়, বিদায় হে মাহে রমজান। নামাজ শেষে পাবনাসহ গোটা দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি, কল্যাণ ও মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া করা হয় বছরের বাকি দিনগুলোতে যেন পাপ ও অকল্যাণ থেকে মুক্ত থাকা যায় সেজন্য। নামাজ আদায়ের পর পাবনার আরিফপুর কেন্দ্রীয় গোরস্থাসহ বিভিন্ন কবরস্থানে বাবা-মা ও আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
জামান / জামান
বারহাট্টায় মুক্তিযোদ্ধাদের সাথে ধানের শীষের প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মতবিনিময়
রৌমারীতে ৩টি ইউনিয়নের নির্বাচনের মেয়াদ শেষ
গোপালগঞ্জের আলোচিত হত্যা মামলার রায়
অরহর কালাই: গ্রামীণ জমিতে লুকিয়ে থাকা ঔষধি ও কৃষি সম্ভাবনা
ভোট ডাকাতি হতে দেবে না জনগণ: তারেক রহমান
নন্দীগ্রামে ট্রাক ও মটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে নিহত ২
নোয়াখালীতে সেবনকালে দুই মাদক সেবীকে কারাদন্ড
নির্বাচনকে ঘিরে মনপুরায় যৌথ বাহিনীর পেট্রোল টহল জোরদার
শেরপুরে জমিদারের প্রশাসনিক ভবন এখন জ্ঞান চর্চার লাইব্রেরী
খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্ধারকৃত কোটি টাকার কাঠ পাচারের অভিযোগ
বারহাট্টায় সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে স্বস্তির হাসি
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকসুদপুরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন