ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

উপজেলা চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ অন্য চেয়ারম্যানরা


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৫-২০২২ দুপুর ১:১২

পাবনার আটঘরিয়া উপজেলার চেয়ারম্যান তানভীর ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করানোর অভিযোগ উঠেছে। উপজেলা চেয়ারম্যানের একক সিদ্ধান্ত ও আধিপত্যের কারণে অতিষ্ঠ ও কোণঠাসা হয়ে পড়েছেন পরিষদের দুই ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানরা। সোমবার (৯ মে) দুপুরে আটঘরিয়া উপজেলা চাঁদভা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা সুলতানা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম কামাল বলেন, ঈদুল ফিতরের দরিদ্র মানুষের জন্য সরকারি বরাদ্দের ভিজিএফের চাল বিতরণের অনিয়মের একটি রিপোর্ট বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়, যেটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ব্যক্তিগত ইমেজ নষ্ট করার অপচেষ্টা মাত্র। মিডিয়াকর্মীদের ভুল বুঝিয়ে উপজেলা চেয়ারম্যান এমন সব মিথ্যা সংবাদ ছড়াচ্ছেন।

তিনি বলেন, ১৭১০ জন ভিজিএফভোগীর তালিকা ইউনিয়ন কমিটির রেজুলেশনের মাধ্যেমে উপজেলা কমিটিতে পাঠানো হয়। এরমধ্যে উপজেলা চেয়ারম্যান ৩৪০ জনের তালিকা ও উপজেলা ভাইস চেয়ারম্যানদের জন্য পৃথক তালিকা  প্রেরণ করা হয়। গত বছরের তুলনায় এবার ২৪৫টি ভিজিএফভোগীর তালিকা কম হওয়ায় সরকারি নিয়ম অনুযায়ী উপজেলা কমিটিতে পাঠাই। কিন্তু উপজেলা চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার ও ডিসি স্যারকে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও ডিসি স্যারকে অবিহত করলে আমি ডিসি স্যারের সাথে মোবাইলে কথা বলে বিষয়টি অবহিত করি। ডিসি স্যার ডিডিএলজি স্যারকে বিষয়টি দেখভাল করার নির্দেশনা দেন। সবার উপস্থিতিতে ডিডিএলজি স্যার উপজেলা চেয়ারম্যানের ৩৪০ তালিকার ভিজিএফ  দেয়ার সিদ্ধান্ত দেন।

তিনি আরো বলেন, আমি উপজেলা চেয়ারম্যানের তালিকাভুক্ত ৩৪০ জনকে ১০ কজি করে চাল (৩.৪ মেট্রিক টন) ব্যক্তিগত উদ্যোগে কিনে দেয়ার সিদ্ধান্ত নেই। চাল বিতরণে সহকারী কমিশনার (ভূমি), ৫ জন ট্যাগ অফিসার, পুলিশ সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বিতরণ পরিদর্শন করেন এবং শেষে তার উপস্থিতিতেই আড়াইশ থেকে ৩০০ জনকে ব্যক্তিগত উদ্যোগে নগদ ২০০ থেকে ৩০০ টাকা বিতরণ করা হয়।

তিনি অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম নৌকার বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচিত হয়ে বিগত ৩ বছর ইউনিয়ন পরিষদের টিআর, কাবিখা, কাবিটা, এডিবি এবং বিভিন্ন সরকারি বরাদ্দে হস্তক্ষেপ করেছেন। সে বিষয়ে আমি ঊর্ধ্বতন মহলে লিখিত অভিযোগ দেয়া হলে পুনরায় ফিরে পাই। ইউনিয়ন পরিষদকে অকার্যকর করার বিভিন্ন অপচেষ্টা করছে। ভিজিএফ ৩৪০ জনের চাল নেয়ার পরদিন উপজেলা চেয়ারম্যান সাংবাদিকদের ভুল বুঝিয়ে বিভিন্ন গণমাধ্যমে তিনি ঢালাওভাবে প্রচার করেন। বিভিন্ন গনণমাধ্যমে যাদের নামসহ বক্তব্য দিয়ে সংবাদ করানো হয়েছে তারা কিছুই জানেন না। উপজেলা চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অবস্থান নেয়ায় কয়েকবার আমাকে ছাত্রলীগ, যুবলীগ ও স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে মারধর করেছে। ত্যাগী আওয়ামী লীগের লোকজনকে প্রাধান্য না দিয়ে তিনি অন্যদের প্রতিষ্ঠা করছেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, পরিষদের কোনো কাজেই উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবেও আমাদের সঙ্গে কোনো যোগাযোগ, আলোচনা বা সমন্বয় করা হয় না। চেয়ারম্যান নিজেই সিদ্ধান্ত নেন। বিভিন্নভাবে আমি সমন্বয়ের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। ইতোমধ্যেই তার বিরুদ্ধে এসব অভিযোগ রাজশাহী বিভাগীয় কমিশনার ও মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। টিআর, কাবিখা, টাবিখা, এডিবি বরাদ্দ, রাজস্বের বরাদ্দের বিষয়ে কোনোকিছুই আমাদের জানানো হয় না এবং কোনো কথা বলা প্রয়োজন বোধও করেন না। পুরো পরিষদে এখন হ-য-ব-র-ল অবস্থা।

মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা সুলতানা বলেন, আমাদের উপজেলা পরিষদে কোনো নিয়মনীতি নেই। উপজেলা চেয়ারম্যানের একক সিদ্ধান্ত ও স্বেচ্ছাচারিতায় সবকিছু হয়। পরিষদের স্থায়ী কমিটির কোনো মিটিংও হয় না। অথচ যে কোনো প্রকল্পের জন্য এই কমিটির অনুমোদন লাগে। আমরা ভাইস চেয়ারম্যান হিসেবে কিছুই জানি না। কমিটির সদস্য হিসেবে আমাদের কোনো সই-স্বাক্ষর নেয়া হয় না। রেজুলেশন খাতায় আমাদের কোনো সই নেই। যদি থেকেও থাকে সেগুলোও আমাদের না। আমাদের কোনো স্বাক্ষরই নেয়া হয় না।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- চাঁদভা ইউপির ওয়ার্ড মেম্বার যথাক্রমে মালেকা পারভীন, রওশন আরা খাতুন, জাহানারা খাতুন, কেএম ফিরোজ ইলিয়াস (সাত্তার), বাচ্চু ফকির, রিপন আলী, আব্দুর রব শেখ, নাজিম উদ্দিন, সানোয়ার হোসেন ও আমিরুল ইসলাম। ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহমত আলী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। এছাড়াও যাদের মিথ্যা উদ্ধৃতি ও বক্তব্য নিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছিল তারাও উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন

ধামইরহাটে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত