ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ঘূর্ণিঝড় অশনি, উদ্বেগ-উৎকণ্ঠায় সাতক্ষীরার উপকূলবাসী


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১০-৫-২০২২ দুপুর ১:২৫
সাতক্ষীরার গোটা উপকূলজুড়ে বিরাজ করছে ‘অশনি’র সম্ভাব্য আঘাত হানার আতঙ্কজনক পরিস্থিতি। বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের জরাজীর্ণ বেড়িবাঁধ উপকূলবাসীকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে। আম্পানের আঘাতে বেড়িবাঁধ ভেঙে বাড়িঘর প্লাবিত হয়ে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিধ্বস্ত সেই ঘরবাড়ি এখনো পরিপূর্ণভাবে মেরামত করতে না পারায় চরম উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে রয়েছেন তারা।

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় সিডর, আইলা, বুলবুল ও সর্বশেষ প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সুপার আম্পান ও ইয়াসের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাওয়া সাতক্ষীরার উপকূল রক্ষা পাউবোর বেড়িবাঁধের বেশিরভাগ অংশ এখনো টেকসইভাবে বাঁধা হয়নি। অনেক এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধ যেমন ঠিকমতো মেরামত করা হয়নি, তেমনি গোটা উপকূলজুড়ে বাঁধের উপরিভাগে কিছু অংশ আজ পর্যন্ত কোনো মাটির কাজ হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

এমতবস্থায় ঘূর্ণিঝড় ‘অশনি’ যদি সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরার উপকূলীয় জনপদে আঘাত হানে তাহলে বেড়িবাঁধ ভেঙে ফের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির শংকা রয়েছে। এছাড়া ভরা পূর্ণিমা সামনে থাকার কারণে এই সময়ে স্বাভাবিকের তুলনায় নদ-নদীতে জোয়ারের পানি বৃদ্ধির আশঙ্কায় আতঙ্কের মধ্যে দিন পার করছেন সাতক্ষীরার বানভাসি প্রতাপনগর ইউনিয়নের বড়দল গ্রামের লোকজন।
 
ওই এলাকার ব্যবসায়ী মো. হাফিজুর রহমান জানান, আম্পানের পর অনেক সময় কেটে গেলেও প্রতাপনগরকে ঘিরে থাকা বাঁশের বাঁধের ওপর মাটি দিয়ে উঁচু করার ব্যবস্থা তেমন নেয়া হয়নি। অনেক জায়গার বাঁধ এখনো চিকনে পরিণত হয়েই আছে। এমন অবস্থায় পূর্ণিমার গোনে মুখোমুখি যদি ঘূর্ণিঝড় অশনি আছড়ে পড়ে, তবে আমাদের নদীতে ভেসে যেতে হবে।
 
কোলাঘোলা থেকে কামরুল ইসলাম বলেন, আম্পানের পর দীর্ঘ সময় আমার বাড়িতে উঠতে পারিনি। এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ঠিকমতো গুছিয়ে ওঠা সম্ভব হয়নি। এরই মধ্যে নতুন করে যদি ঘূর্ণিঝড় আঘাত আনে তাহলে আমাদের এলাকা ত্যাগ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
 
গাবুরা ইউনিয়নের আক্কাস সরদার বলেন, কিছুদিন আগে সুন্দরবন থেকে আসছি। ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার পরে শত পরিশ্রম করেও ছেলে-মেয়েদের মুখে খাবার তুলে দিতে পারছি না। আবার কোথায় আশ্রয় নিতে হবে, কত ক্ষতি করে যাবে, তা ভেবে পাচ্ছি না। সেরকম পরিস্থতি তৈরি হলে ঝড়ের আগেই প্রতিবেশীসহ চার সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাবেন বলেও জানান এই মৌয়াল।

তবে এমন শংকায় ভরা অসহায়ত্বের অভিব্যক্তি কেবলই নজরুল ও সুমনের কণ্ঠে নয়; বরং আশাশুনির প্রতাপনগর, আনুলিয়া ও শ্রীউলা ইউনিয়ন এবং শ্যামনগরের গাবুরা, পদ্মপুকুর, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালীনি ও কৈখালী ইউনিয়নসহ উপকুলীয় জনপদে বসবাসরত হাজারও মানুষের মধ্যে কাজ করছে অশনির আতঙ্ক।
 
তারা আরো জানান, বেড়িবাঁধের দুরবস্থা আর কর্মসংস্থানসহ পানীয় জলের তীব্র অভাবে প্রতিনিয়ত তারা জীবনের সাথে সংগ্রাম করে যাচ্ছেন। প্রকৃতির হুমকিতে বারবার বাড়িঘর ছেড়ে যাওয়া ও ফিরে আসার এমন টানা-হেঁচড়ার মধ্যে ভাঙনকবলিত বাঁধ তাদের দুর্দশায় অন্যতম প্রধান কারণ। আশ্রয় কেন্দ্রে গিয়ে নিজেদের জীবন বাঁচানোর সুযোগ থাকলেও বাড়িঘর আর গৃহাস্থলির জিনিপত্রের সাথে সাথে পোষ্য গবাদিপশু-পাখি নিয়েও তারা চিন্তিত।

আশাশুনির প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী বলেন, পূর্বে কপোতাক্ষ নদ ও পশ্চিমে খোলপেটুয়া নদী দ্বারা বেষ্টিত তার ইউনিয়ন। তিন দিক দিয়ে রয়েছে পাউবোর বেড়িবাঁধ। এসব বেড়িবাঁধের অধিকাংশ স্থানের অবস্থাও খুবই নাজুক। ঘূর্ণিঝড় আম্পানের অঘাতে বেড়িবাঁধ ভেঙে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রতাপনগর ইউনিয়ন। ইউনিয়নের ৪০ কিলোমিটার বাঁধের সব নষ্ট হয়ে য়ায়। আম্পানে খোলপেটুয়া নদীর চাকলা, দিঘলার আইট, সুভদ্রাকাটি, রুইয়ার বিল, কুড়িকাহুনিয়া, হরিষখালী, হিজলিয়া কোলাসহ বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এলাকার যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে।
 
তিনি আরো বলেন, পাউবোর বেড়িবাঁধের ভাঙন পয়েন্ট মেরামতের পর ইউনিয়ের অভ্যন্তরীণ সড়কগুলো মেরামত করে সড়ক যোগাযোগ পুনঃস্থাপনে কাজ চালিয়ে যাচ্ছি। এই অবস্থায় ঘূর্ণিঝড় ‘অশনি’র আঘাতের আগাম খবরে গোটা ইউনিয়নে এক ভয়ার্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফের বাঁধ ভেঙে প্লাবিত হওয়ায় আশংকা আতংকিত এলাকার মানুষ। সবাই নির্ধারিত সময়ের মধ্যে নিরাপদ আশ্রয়ে যেতে পূর্ব প্রস্তুতি নিচ্ছে। তবে অধিক জোয়ারের চাপে বাঁধ ভেঙে বা ছাপিয়ে নদীর পানিতে সমগ্র এলাকা প্লাবিত হওয়া নিয়ে সবচেয়ে বেশি শংকায় রয়েছেন ইউনিয়নবাসী।

পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম বলেন, আমাদের ইউনিয়নটা দ্বীপ ইউনিয়ন। ২৮ কিলোমিটারের মধ্যে ৮টি পয়েন্ট খুব ঝুঁকিপূর্ণ। তাড়াতাড়ি কাজ না করলে সামনে অশনির ঝড়ে আবার ভেঙে প্লাবিত হবে। এছাড়া আমাদের বড় সমস্যা হলো বেড়িবাঁধের অংশ আশাশুনির মধ্যে, যে কারণে আমাদের দাবি সঠিকভাবে পূরণ হয় না।
 
তবে শাখা কর্মকর্তা মো. রাব্বি হাসান বলেন, আমরা অশনি ঝড়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। পর্যপ্ত জিওব্যাগসহ প্রয়োজনীয় জিনিসপত্র রেডি আছে। অনেক জায়গায় ঝুঁকিপূর্ণ স্থানে কাজ চলমান রয়েছে এবং অনেক কাজ হয়ে গেছে।
 
সাতক্ষীরা পানি উন্নয়ন বোডের্র (বিভাগ-২) নির্বাহী প্রকৌশলী শামিম হাসনাইন মাহমুদ বলেন, তার বিভাগের আওতাধীন কয়েকটি পোল্ডারে কমপক্ষে ২১টি পয়েন্টে সাড়ে ৬ কি.মি বেড়িবাঁধ এখনো ঝুকিপূর্ণ রয়েছে। বাকি প্রায় সব জায়গায় আমরা মেরামতের কাজ করেছি। ঘূর্ণিঝড় ইয়াস, আম্পান বা আইলার মতো শক্তিশালী না হলে অসুবিধা হবে না। ইতোমধ্যে সিনথেটিক্স ও জিওব্যাগ মজুদ করে রাখা হয়েছে। কোনো স্থানে দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার জন্য।
 
তিনি আরো জানান, ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে যাতে নদীর পানি বেড়িবাঁধ ওভার ফ্লো না করে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। আমার অফিসের এসও এবং এসডিসহ সবাইকে উপকূলীয় এলাকায় অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য বলেছি।
 
সাতক্ষীরা পানি উন্নয়ন বোডের্র (বিভাগ-১)-এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, আম্পানের আঘাতের পর ক্ষতিগ্রস্ত বাঁধ ইতোমধ্যে সংস্কার করা হয়েছে। শ্যামনগরকে ঘিরে থাকা প্রায় ১৮০ কিলোমিটার বাঁধের কোথাও আপাতত নদীভাঙনের সমস্যা নেই। তবে অতিরিক্ত জোয়ারের পানি যেন ছাপিয়ে বাঁধের ভেতরে প্রবেশ করতে না পারে সেজন্য একাধিক টিম কাজ করছে। আশা করা যাচ্ছে, গোটা শ্যামনগরকে ঘিরে থাকা বাঁধের দুর্বল স্থানে কাজ সম্পন্ন করে সাম্ভব্য প্রাকৃতিক দুর্যোগ সামাল দেয়া যাবে।
 
তিনি আরো জানান, আমরা পর্যাপ্ত সিনথেটিক্স ও জিওব্যাগ মজুদ করে রেখেছি। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা যাবে।

এমএসএম / জামান

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

‎সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক

ঠাকুরগাওয়ে কমিউনিটি ক্লিনিকের মানোন্নয়নে ইন্টারফেইজ সভা

শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার পেতাত্মারা রয়ে গেছেঃ আলতাফ হোসেন চৌধুরী