কুতুবদিয়ায় কমিউনিটি ক্লিনিক অন্যত্র সরাতে গোপনে জমি রেজিস্ট্রেশন, এলাকাবাসীর ক্ষোভ

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ অমজাখালী কমিউনিটি ক্লিনিক পার্শ্ববর্তী ৫নং ওয়ার্ডের মগডেইল এলাকায় স্থানান্তরের জন্য গোপনে জমি রেজিস্ট্রেশন হওয়ার খবরে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। উক্ত ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টরা।
গত রোববার বেলা ১১টায় দক্ষিণ অমজাখালী কমিউনিটি ক্লিনিকের সেবা কার্যক্রম ও প্রস্তাবিত কমিউনিটি ক্লিনিক নির্মাণের জায়গা সরেজমিন পরিদর্শন করেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন আবদুর রহমান চৌধুরী।
ডা. মো. শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, নতুন জায়গায় কমিউনিটি ক্লিনিক নির্মাণের কাজ বন্ধ থাকবে এবং বর্তমান কমিউনিটি ক্লিনিকে সেবা কার্যক্রম চালু থাকবে। তিনি এলাকাবাসীকে মিছিল, মিটিং ও প্রতিবাদ সভা না করে শান্ত থাকার অনুরোধ জানান।
কক্সবাজার সিভিল সার্জন ও দাতা সংস্থার কর্মকর্তাদের বিষয়টি অবগত করেছেন দাবি করে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরাতন ক্লিনিকের সকল ধরনের কার্যক্রম চলবে এবং একই সাথে ওই ভবন ভাঙতেও নিষেধ করা হয়েছে। আশা করছি ক্ষুব্ধ এলাকাবাসীর যৌক্তিক দাবি শীঘ্রই পূরণ হবে। তবে একটু সময় লাগবে। নিয়মের বাইরে কিছু হবে না।
সুত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোঁড়ায় ও অবহেলিত এলাকায় পৌঁছে দেয়ার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কুতুবদিয়া উপজেলার ৬ টি ইউনিয়নের অবহেলিত ১২টি ওয়ার্ডে ১২টি কমিউনিটি ক্লিনিক একযুগ ধরে চালু আছে। বর্তমানে এই ক্লিনিকগুলো দ্বিতল ও ৭শয্যা বিশিষ্ট হওয়ার অনুমোদন পায়। যার প্রতিটির নির্মাণ খরচ ধরা হয়েছে ১০-১৫ লক্ষ টাকা করে। অথচ একটি কুচক্রীমহল টাকার লোভে এই ক্লিনিকটি বিভিন্ন অজুহাত দেখিয়ে অন্যদিকে সরানোর চেষ্টা করছেন।
ক্ষুব্ধ এলাকাবাসী জানায়, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের সবচেয়ে অবহেলিত গ্রাম দক্ষিণ অমজাখালী। গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র সেবাকেন্দ্র দক্ষিণ অমজাখালী কমিউনিটি ক্লিনিক। দীর্ঘ একযুগ ধরে এলাকাবাসীসহ পাশ্ববর্তী আরো কয়েকটি গ্রামের অসহায় মানুষগুলো এই ক্লিনিকে সেবা গ্রহণ করে আসছে। সম্প্রতি এলাকাবাসীর অজান্তে একটি কুচক্রীমহল ক্লিনিকটি স্থানান্তরের পাঁয়তারায় লিপ্ত হয়েছে। যার পরিণাম শুভ হবে না বলে দাবী করেন এলাকাবাসী। মুলতঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম নষ্ট করতে এমন ঘৃনিত কাজটি করছে একটি কুচক্রীমহল।
এদিকে, গত শুক্রবার (৬মে) কমিউনিটি ক্লিনিক স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে অমজাখালী এলাকার কয়েক হাজার ভুক্তভোগী। উক্ত ঘটনায় এলাকাবাসীর করা মানববন্ধন ও বিক্ষোভের সমাবেশের খবরটি বিভিন্ন টেলিভিশন ও স্থানীয় সংবাদপত্রসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে রবিবার সকাল ১১ টায় কমিউনিটি ক্লিনিক পরিদর্শন আসেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.মো.শাহীন আবদুর রহমান চৌধুরী। তিনি কমিউনিটি ক্লিনিকের রোগীদের সেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং শেষে ক্ষুব্ধ এলাকাবাসীর সাথে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহাদত হোছাইন, উপজেলা মৎস্যজীবি ফাউন্ডেশনের সভাপতি আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, শাহেদুল ইসলাম, মহিউদ্দিন এবং এলাকার শতাধিক গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এমএসএম / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত
Link Copied