ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামীকাল


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১১-৫-২০২২ বিকাল ৬:৮
ফরিদপুরে আগামীকাল ১২ই মে বৃহস্পতিবার সকাল ১১টায় সরকারী রাজেন্দ্র কলেজের মাঠে শুরু হবে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলনের মাধ্যমে শেষ হবে নেতাদের পদ-পদবী চাওয়া-পাওয়ার অবসান গঠবে। প্রায় ৬ বছর পর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলীয় সূত্রে জানানো হয় প্রায় বিশ হাজার নেতা-কর্মীরা অংশগ্রহণ করবে। এ সম্মেলনে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয় হবে। 
 
জেলা আঃলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পদবীর অপেক্ষায় আছে বর্তমান সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহা, বর্ষীয়মান আওয়ামী লীগ নেতা বাবু বিপুল ঘোষ, বর্তমান সহ-সভাপতি শামীম হক, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. শামসুল হক ভোলা মাস্টার, সাবেক  ছাত্র নেতা ফারুক হোসেন। সাধারণ সম্পাদকের প্রত্যাশায় বর্তমান সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, সাবেক তুখোর ছাত্র নেতা লিয়াকত হোসেন, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, রাজপথের রাজকন্যা ফরিদপুর জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা আইভি মাসুদ।
 
তবে সকল প্রার্থীরাই গণমাধ্যমকে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা যাকেই সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দিবেন তার সাথে তারা হাত মিলিয়ে দলের জন্য কাজ করে যাবেন। তারা আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। উল্লেখ্য, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মাননীয় সভানেত্রী নিজেই নির্ধারণ করবেন। ঢাকা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে যারা আসবেন তারা শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম দুটি ঘোষণা করবেন। তাই কেউ বলতে পারছে না কে হবে ফরিদপুর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তবে কেন্দ্রীয় কমিটির একাধিক হেভিওয়েট নেতারা সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দলের স্থানীয় নেতারা। 
 
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন সামনে রেখে চলছিল গ্র“পিং লবিং। জেলা আওয়ামী লীগের নেতারা যে যেভাবে পারছে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য তদবীর চালিয়ে যাচ্ছে। এ সবকিছুর অবসান গঠবে বৃহস্পতিবার দুপুরের মধ্যেই।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়