ঢাকা বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে আ'লীগের আলোচনা সভা ও র‌্যালি


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১৭-৫-২০২২ রাত ৯:৩৬
মুন্সীগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ (১৭ মার্চ)। দিনটি উদযাপন  উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে বণাঢ্য শোভাযাত্রা প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
 
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মহিউদ্দিনের নেতৃত্বে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের তত্ত্বাবধানে জেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ,যুব মহিলা লীগ, মৎস্যজীবী লীগ, কৃষক লীগ, শহর আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগসহ সকল সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।  
 
মিছিল আর ব্যানারে মুখরিত থাকে পুরো শহর । শোভাযাত্রাটি জেলা আওয়াামী লীগের কার্যালয় থেকে শুরু করে সুপার মার্কেট ও শহরের গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে পুনরায় জেলা আওয়ামী লীগ কাযালয়ে এসে শেষ হয়।  
 
মঙ্গলবার বিকেল ৪টায় জেলা আয়োমী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. মহিউদ্দিন সভাপতিত্ব করেন। 
 
এ সময় তিনি বলেন, বাঙালী জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন শেষে বাংলার মাটিতে ফিরে আসেন বর্তমান আওয়ামী লীগ সভাপতি ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই আমরা বাঙালি জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। দেশ আজ মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত হয়েছে। চারদিকে শুধু উন্নয়নের জয়জয়কার। অনেক ত্যাগ স্বীকার করে বাংলাদেশ আওয়ামী লীগকে আজ এ পযর্ন্ত এনেছেন শেখ হাসিনা। আজ বিশ্ব দরবারে বাঙালি জাতি মাথা উঁচু করে কথা বলতে পারছে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে আজ আমরা কোনোকিছুই পেতাম না। প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে মিলেমিশে কাজ করতে আহ্বান জানান তিনি।  
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শামসুন নাহার শিল্পী, থানা ছাত্রলীগের সভাপতি মো. সুরুজ মিয়া , চর কেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, শহর ছাত্রলীগের সভাপতি নছিবুল ইসলাম নোবেল, জাতীয় চার নেতা ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাড. সালমা বেগম, কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগর, যুবলীগ নেতা মালেকুন মাকসুদ বিপুল, বজ্রযোগিনী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী রোবেল, ছাত্রনেতা মশিউর রহমান রাসেলসহ অন্য নেতাকর্মীবৃন্দ।

এমএসএম / জামান

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন

ধামইরহাটে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত