ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

জৈন্তাপুরে বন্যার্তদের মাঝে শুকনা খাবার বিতরণ


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ২০-৫-২০২২ দুপুর ২:১২

সিলেটের জৈন্তাপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের নির্দেশনায় ও সহযোগিতায় উপজেলা প্রশাসনের পক্ষ হতে ইউনিয়নভিত্তিক ভাগ হয়ে জৈন্তাপুর, দরবস্ত, ফতেপুর, চিকনাগুলসহ বিভিন্ন ইউপির বন্যার্তদের মাঝে শুকনা খাবার, চাল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী৷

এ সময় তাদের সাথে ছিলেন- ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, বাহারুল আলম বাহার, সুলতান করিম, রফিক আহমদ৷। ওয়ার্ডভিত্তিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় ইউপি সদস্যরা ভলন্টিয়ার নিয়ে বন্যার্তদের সার্বিক উদ্ধার তৎপরাতা চালাচ্ছেন ৷ উপজেলা প্রশাসনের পক্ষ হতে সরকারিভাবে বরাদ্দকৃত সহায়তার মোট ৪০.৫০ মেট্রিক টন চাল এবং ২ লাখ টাকার শুকনা খাবার বিতরণ করা হয়েছে৷ এছাড়া নগদ এক লাখ টাকা বিতরণ করা হবে। বন্যাদুর্গত এলাকায় ২১টি আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে ৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম জানান, ৬টি ইউপিতে ৪০.৫০ মেট্রিক টন চাল ও ২ লাখ টাকার শুকনা খাবার বরাদ্দ দেয়া হয়েছে৷ নগদ বিতরণের জন্য এক লাখ টাকার বরাদ্দ পাওয়া গেছে, যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হবে। ইতোমধ্যে বন্যার্তদের জন্য আরো ৫০ মেট্রিক টন চাল, শুকনা খাবারের প্যাকেট এবং নগদ টাকা বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে৷

উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, নিজপাট ও জৈন্তাপুর ইউপির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও চারিকাটা দরবন্ত ফতেপুর ইউপির অবস্থা অপরিবর্তিত রয়েছে৷ বন্যা শুরু হওয়ার পরপর উপজেলা প্রশাসন নিরবচ্ছিন্নভাবে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছে ৷ বন্যায় পানিবন্দিদের উদ্ধার, শুকনা খাবার বিতরণ অব্যাহত রয়েছে৷

তিনি আরো বলেন ভারি বর্ষণ ও পাহাড়ি ঢল থামলে দরবস্ত ফতেপুর এবং জৈন্তাপুর ইউপির নিম্নাঞ্চলের পানি নামতে দীর্ঘ সময় নেবে৷ বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ সব সময় প্রস্তুত রয়েছে ৷ তাছাড়া মন্ত্রী মহোদয় বিদেশে অবস্থান করা সত্ত্বেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং নির্দেশনা ও সহযোগিতা দিচ্ছেন। দেশে ফিরে দ্রুতই তিনি বন্যাকবলিত লোকদের দেখতে এবং ত্রাণ বিতরণ করতে আসবেন।

এমএসএম / জামান

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

দোহার-নবাবগঞ্জে পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত