ঢাকা বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সুজানগরে ছাত্রীকে পিটিয়ে জখম, সহপাঠীদের প্রতিবাদ


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৫-২০২২ দুপুর ৪:৩৭

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পাবনার সুজানগরের সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার প্রতিবাদে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। বৃহস্পতিার (১৯ মে) অনুষ্ঠিত প্রতিবাদ, বিক্ষোভ ও মানববন্ধনে বিচার দাবি করছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

জানা গেছে, গত বুধবার বিকেলে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে সাতবাড়িয়া কলেজের সামনে এক বখাটে তাকে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক আলাউদ্দিন বাদী হয়ে বখাটে ফাহাদ মোল্লাকে আসামি করে সুজানগর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বখাটে ফাহাদ (১৭) সাতবাড়িয়া ইউনিয়নের ফকিরপুর গ্রামের ফারুক মোল্লার ছেলে।

এ ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে বিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়টির গেটে বিক্ষোভ শেষে মানববন্ধন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনার মূল হোতাকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলে, আমরা নিরাপদে স্কুলে যাতায়াত করতে চাই। স্কুলে যাতায়াতের সময় বখাটেদের উপদ্রব ঠেকাতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন আহত স্কুলছাত্রী জানায়, পার্শ্ববর্তী ফকিরপুর গ্রামের ফারুক মোল্লার ছেলে ফাহাদ দীর্ঘদিন ধরে আমাকে উত্ত্যক্ত করছিল। প্রায়ই স্কুলে যাতায়াতের সময় গতিরোধ করে প্রেমের প্রস্তাব দিত। আমি এতে রাজি না হওয়ায় সে আমার ওপর ক্ষিপ্ত হয়। বুধবার বান্ধবীদের সাথে স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে সাতবাড়িয়া কলেজের সামনে আবারো ফাহাদ গতিরোধ করে নানা ধরনের প্রস্তাব দিতে থাকে। আমি এতে রাজি না হওয়ায় রাস্তা থেকে টেনে পাশে নিয়ে আমাকে লাথি মেরে ফেলে দিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে।

এ সময় ওই শিক্ষার্থীর চিৎকারে বিদ্যালয়ের স্থানীয় লোকজন এগিয়ে এলে বখাটে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাল উদ্দিন বলেন, এমন বর্বোরোচিত হামলার ঘৃণা জানিয়ে ওই দিন রাতেই আমি নিজে বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছি। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আমার বিদ্যালয়ে নয় শতাধিক শিক্ষার্থী আছে। তাদের মধ্যে এক ধরনের ট্রমা কাজ করছে। আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে স্বাভাবিক করার চেষ্টা করছি।

সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ফারজানা আক্তার বলেন, আঘাত গুরুতর হলেও এখন ওই শিক্ষার্থী আশংকামুক্ত। আপাতত হাসপাতালেই তার চিকিৎসা চলছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, মামলাটি দায়ের হওয়ার পরপরই ওই বখাটেকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। রাতে কয়েকটি স্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে খুব শিগগিরই তাকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হবে বলে আশা করছি।

এমএসএম / জামান

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন

ধামইরহাটে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত