মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২ জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তর ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় উক্ত খেলার আয়োজন করা হয়। বুধবার (২৫ মে) জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ (গজারিয়া-মুন্সীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাড. মৃণাল কান্তি দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার আব্দুল মোমন (পিপিএম, বার), সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিস উজ্জামান, পৌর মেয়র ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদির মিয় , শিক্ষা ও আইসিটি মো. কামরুল ইসলাম খান, সহকারী কমিশনার আশরাফুল কবীর।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পায়রা ও বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ অনূর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিরা।
জেলা ক্রীড়া অফিস সুত্রে জানা যায়, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) বালক/বালিকা ৬ উপজেলা থেকে ৬টি এবং পৌরসভা বালক-বালিকা নিয়ে মোট ১৪টি দল অংশগ্রহণ করবে। এরমধ্যে সদর উপজেলা বালক-বালিকা, পৌরসভা বালক-বালিকা, গজারিয়া উপজেলা বালক-বালিকা, টঙ্গিবাড়ি উপজেলা বালিক-বালিকা, সিরাজদিখান উপজেলা বালক-বালিকা, লৌহজং উপজেলা বালক-বালিকা, শ্রীনগর উপজেলা বালক-বালিকা।
উদ্বোধনী ম্যাচে লৌহজং উপজেলা বালক অনূর্ধ্ব-১৭-এর মুখোমুখি হয় গজারিয়া উপজেলা বালক দল। দ্বিতীয় ম্যাচে গজারিয়া উপজেলা বালিকা অনুর্ধ্ব-১৭ বনাম লৌহজং উপজেলা বালিকা দল মাঠে নামে।
উপজেলা পর্যায়ে খেলা দেখতে স্টেডিয়ামে দর্শক ছিল চোখে পড়ার মতো। ৬ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সদর উপজেলা নির্বাাহী কর্মকর্তা হুসাইন মো. আল জুনাইদ, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল আলম তানভীর, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণভ কুমার ঘোষ।
আরো উপস্থিত ছিলেন- সাবেক ফুটবলার স্বপন দাস, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম, ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক আয়নাল হক স্বপন, কোচ সাবু কালাম, কাউন্সিলর মকবুল হোসেন, গজারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমা খান নেকি খোকনসহ অন্যরা।
এদিকে উদ্বোধনী খেলায় গজারিয়া উপজেলা বালক (অনূর্ধ্ব-১৭) লৌহজং উপজেলা বালক দলের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়ে। অন্যদিকে, লৌহজং উপজেলা বালিকা (অনূর্ধ্ব-১৭) গজারিয়া বালিকা দলকে ২-১ গোলে পরাজিত করে। উদ্বোধনী খেলায় লৌহজং বালক-বালিকা দল জয়লাভ করে।
এমএসএম / জামান

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন

ধামইরহাটে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied