মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী রিকাবিবাজার খাল
সরিয়ে নেয়া হচ্ছে না অবৈধ স্থাপনা, রাস্তা তৈরির কাজ ব্যাহত
ঐতিহ্যবাহী রিকাবিবাজার খালের অস্তিত্ব ফিরিয়ে আনতে পুরোদমে কাজ শুরু হয়ে তা শেষ হওয়ার পথে। সদর উপজেলার মিরকাদিম পৌর এলাকায় দখলমুক্ত হওয়া রিকাবিবাজার খালের তীরে নির্মাণ করা রাস্তাটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, খালটি দখল-দূষণের কারণে অস্থিত্ব সংকটে পড়েছিল। খালের তীরে শত শত অবৈধ স্থাপনা নির্মাণ করে খালটিকে সংকীর্ণ করে ফেলে স্থানীয় দখলদাররা।
সম্প্রতি জেলা প্রশাসন খালটিকে উদ্ধার করে দখলমুক্ত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়। ধলেশ্বরী নদীর সাথে সংযুক্ত এই খালটি পশ্চিম দিকে কমলাঘাটে অবস্থিত মিরকাদিম বন্দরের ইছামতি নদীর সাথে সংযুক্ত। অস্তিত্ব সংকটে পড়া ঐতিহ্যবাহী খালের জায়গায় থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জেলা ও উপজেলা প্রশাসন। খালের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর খালের তীরে ধলেশ্বরী নদীর সংযোগস্থল পর্যন্ত রাস্তা নির্মাণ করা হয়। রাস্তা নির্মাণের পর সকাল-বিকেল মানুষ হাঁটাচলা করার সুযোগ পান। খালটি উদ্ধার হওয়ায় স্থানীয়রা অনেক খুশি।
স্থানীয়রা বলেন, বহু বছর পর আবারো খালটিতে জোয়ার-ভাটার আগমন ঘটবে। বিশেষ করে খালের তীরে হাঁটার জন্য যে রাস্তাটা নির্মাণ করা হচ্ছে এটা সকলের উপকারে আসছে। সকাল-বিকেল মানুষ এই রাস্তার দিয়ে হাঁটাচলা করছেন। পাশাপাশি খালটির সৌন্দর্য উপভোগ করার সুযোগ পেয়েছেন। কিন্তু পূর্বপাড়া এলাকায় খালের জায়গায় থাকা মসজিদের অজুখানা ও টয়লেট ভেঙে না নেয়ার কারণে সেখানে রাস্তাটিতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। পূর্ব-পশ্চিম সীমান্তে রাস্তাটি দুই ভাগে বিভক্ত হয়ে আছে। সেখানে থাকা স্থাপনার কারণে খালের তীরে থাকা পুরো রাস্তাটিতে প্রাণ ফিরে আসছে না।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন বয়সের মানুষ এখন রাস্তাটি দিয়ে হাঁটাচলা করতে পারছেন। শিশুরা খালের তীরে রাস্তার পাশে নির্মাণ করা মুজিববর্ষ লেক ভিউ পার্কে আনন্দ উপভোগ করছে। মানুষ পুরো রাস্তাটির সুফল ভোগ করতে পারছে না খালের জায়গায় থাকা পূর্বপাড়া জামে মসজিদের স্থাপনার কারণে। মসজিদ কর্তৃপক্ষ অজুখানা ও টয়লেট রমজান মাসের পর সরিয়ে নেবে বলে জেলা প্রশাসনকে অঙ্গীকার করেছিল। কিন্তু তারা এখনো সরকারি খালের ওপর থেকে তাদের স্থাপনা সরিয়ে নিচ্ছে না। মসজিদের নিজস্ব জায়গা থাকা সত্ত্বেও তারা সরকারি জায়গা থেকে অজুখানা-টয়লেট সরিয়ে নিতে কালক্ষেপণ করছে।
সরেজমিন দেখা গেছে, উচ্ছেদ হওয়া খালের রিকাবিবাজার উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে খালের তীরে নির্মাণ করা হয়েছে মুজিববর্ষ লেক ভিউ পার্ক। সেখান থেকে পূর্ব দিকে ধলেশ্বরী নদী পর্যন্ত খালের তীর ঘেষে নির্মাণ করা হয়েছে নতুন রাস্তা। পূর্বপাড়া এলাকায় মসজিদের স্থাপনার কারণে রাস্তার পূর্ব অংশের সাথে পশ্চিম অংশের রাস্তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে।
রিকাবিবাজার পূর্বপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজ্বী মো. মাজেদুল ইসলাম সেন্টু বলেন, আমি জেলা প্রশাসনকে অঙ্গিকার করেছিলাম খালের জায়গা থেকে অযুখানা ও স্থাপনা সরিয়ে নিবো। জেলা প্রশাসন থেকে আমাদেরকে দোতলা ভবন তৈরি করে অযুখানা ও টয়লেট নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছিলো। ইঞ্জিনিয়াররা এসে জায়গাটি মেপে গেছে। তিনি আরো বলেন, তারা কিভাবে আমাদেরকে দোতলা ভবন করে অযুখানা এবং টয়লেট নির্মাণ করে দিবে সেই প্লানটা তারা আমাদের দেখায়নি। এখনও অযুখানা ও টয়লেটের বিকল্প কোন ব্যবস্থা করা হয়নি। এখন যদি অযুখানা, টয়লেট ভেঙে ফেলি তাহলে মুসল্লিরা অজু ও প্রস্রাব পায়খানা ব্যবহার করতে পারছে না ।
স্থানীয় সুশীল সমাজের দাবি, রিকাবিবাজার খালের ঐতিহ্য ফিরিয়ে আনতে ৯০ শতাংশ কাজ সমাপ্তের পথে । মসজিদের অজুখানার ও টয়লেটের বিকল্প পথ অবলল্বন করে দ্রুত রাস্তার কাজের সমাপ্তি করা হোক। যেন মিরকাদিমবাসী সুন্দর ও মনোরম পরিবেশ উপভোগ করতে পারি। অচিরেই উক্ত বিষয়টি সমাধানে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি ।
এমএসএম / জামান
ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন