জীবননগরে কিশোরদের হাতে মোটরসাইকেলের চাবি, বাড়ছে মৃত্যুর মিছিল
কয়েক বছর ধরে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে মোটরসাইকেল দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার ফলে একদিকে যেমন পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে উঠতি বয়সী কিশোরদের, ঠিক তেমনি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের বড় একটা অংশই কিশোর ও উঠতি বয়সী তরুণ। নিয়ম না মেনে বেপরোয়া মোটরসাইকেল চালানোয় সড়কে মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে এসব তরুণ প্রাণ।
জীবননগরে মোটরসাইকেল দুর্ঘটনার গত এক মাসের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মোটরসাইকেল দুর্ঘটনায় যে ৫ জন নিহত হয়েছেন, তাদের সবার বয়স ১৮ বা তার নিচে। এছাড়াও আহত হয়েছে ৫০ জনেরও অধিক। নিহত তরুণদের কেউ চালক, কেউবা ছিল আরোহী।
সন্তানদের আবদার মেটাতে কম বয়সী ছেলেদের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেয়ায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন সচেতন নাগরিক ও প্রশাসনের কর্মকর্তারা। অভিভাবকদের আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। কিশোরদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোই এসব দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
এদিকে, গতকাল শুক্রবার (২৭ মে) সকাল ৭টার দিকে জীবননগর পৌর যুবলীগের সভাপতি ছোট বাবু জীবননগর- দত্তনগর মহাসড়কে একটি মারাত্মক মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হন। পরে তাকে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হয় প্রথমে যশোর এবং পরবর্তীতে ঢাকায় রেফার করা হয়।
এছাড়াও গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জীবননগর পেয়ারাতলার বিশিষ্ট চাতাল ব্যবসায়ী পলাশ (৩৬) মারাত্মকভাবে দুর্ঘটনার কবলে পড়েন এবং তার দুই পা ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়। তাকেও ঢাকায় রেফার করা হয়। এছাড়াও একই দিন দর্শনা ফায়ার সার্ভিসের সামনে এক মোটরসাইকেলের ৩ জন বসে থাকা আরোহী মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দর্শনা ফায়ার সার্ভিসের নিজস্ব গাড়িতে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রায় প্রতিদিন ২-৪ জন মোটরসাইকেল দুর্ঘটনায় কবলিত আরোহীরা চিকিৎসা নিতে আসেন। এদের প্রত্যেকের বয়সই ১৮ বছরের নিচে। ফলে উঠতি বয়সী কিশোরদের দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি।
এ বিষয়ে জীবননগর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. হাফিজুর রহমান বলেন, উঠতি বয়সী কিশোরদের দাবি মেটাতে অভিভাবকরা তার আদরের সন্তানের হাতে মোটরসাইকেল তুলে দেয়া হলো মোটরসাইকেল দুর্ঘটনার মূল কারণ। বিশেষ করে এসব উঠতি বয়সী কিশোরদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো এবং হেলমেট না ব্যবহার করে দ্রুতগতিতে মহাসড়কে দাপিয়ে বেড়ানোর কারণে ঘটছে এ ধরনের দুর্ঘটনা।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনা রোধে সবার আগে সচেতন হতে হবে অভিভাবকদের। কারণ, তারা না বুঝে সন্তানের আবদার মেটাতে তাদের হাতে মোটরসাইকেল তুলে দিচ্ছেন। ফলে ঘটছে দুর্ঘটনা, বাড়ছে পঙ্গুত্ব। এছাড়াও আমরা জীবননগর উপজেলা প্রশাসন থেকে সর্বদা ভ্রাম্যমাণ কোর্ট পরিচালনা করছি, যাতে মোটরসাইকেল দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, আমরা প্রতিনিয়ত জীবননগর থানা এবং চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক পুলিশ যৌথভাবে মোটরসাইকেলের ওপর অভিযান চালাচ্ছি। এছাড়াও জীবননগর উপজেলার সকল মোটরসাইকেল আরোহীকে তিনি ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। সেই সাথে অভিভাবকদের সচেতন হওয়ারও অনুরোধ করেন।
এমএসএম / জামান
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন
হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজনীতি
Link Copied