ব্রিধান-৮৯/৯২ চাষে বোয়ালমারীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

দেশে যত দ্রুত কৃষিজমি কমছে, ঠিক ততটাই পাল্লা দিয়ে বাড়ছে জনসংখ্যা। তাই আগামীর বাংলাদশের খাদ্য ঘাটতির চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষিকে বিজ্ঞানভিত্তিকীকরণের কোনো বিকল্প নেই। সনাতন পদ্ধতির চাষাবাদ এড়িয়ে সৃজনশীল পদ্ধতি গ্রহণ এবং অল্প জমিতে অধিক ফলন নিশ্চিতে উন্নত জাতের ব্রি ধান-৮৯/৯২ রোপণ করতে হবে। আর এভাবেই আমাদের সক্ষমতা তৈরি হবে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলার। এ বিষয়ে কৃষকদের মাঝে সচেতনা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের উদ্যোগে গতকাল মঙ্গলবার (৭ জুন) বোয়ালমারীতে পৃথক দুটি কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানিসম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) অধীন দাদুরিয়া বিল ও বোয়ালমারী-আলফাডাঙ্গা উপ-প্রকল্পের আওতায় উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে বিকেল ৩টায় এবং গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামে বিকেল ৫টায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের কারিগরি সহযোগিতায় এ দুটি অনুষ্ঠানে যথাক্রমে সভাপতিত্ব করেন পোয়াইল পানি ব্যবস্থাপনা দলের সভাপতি মো. সিরাজুল ইসলাম ও ত্রিভুবন পানি ব্যবস্থাপনা দলের সভাপতি মো. কবির মিয়া। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের কৃষি বিশেষজ্ঞ ড. মো. আবুল হাসেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
উভয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের জুনিয়র কৃষি বিশেষজ্ঞ মো. শাহাদৎ হোসেন, বোয়ালমারীর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবু বক্কার সিদ্দিকী, এটিএম মাহফুজুর রহমান, বিপ্লব কুমার দাস, পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র ফ্যাসিলিটেটর মো. মোস্তফা কামাল, বিএম আলমগীর কবির, আমীর হোসেন খান, এফসি জামিরুল ইসলাম, শিশির আহম্মেদ, সিএফ সাইদুর রহমান, মামুনুর রশিদ, গৌতম কুমার দাস, শফিউল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে কৃতী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / জামান

বরগুনার তরুণ নেতৃত্বে মাহফুজ: জনগণের আস্থার প্রতীক হয়ে উঠছেন

অবৈধ দখলের কারণে ঝিনাইদহে ভয়াবহ জলাবদ্ধতা

যান্ত্রিকতায় বারহাট্টা থেকে হারিয়ে যাচ্ছে প্যাডেল রিকশা

পটুয়াখালী ৩ আসন কর্তৃক আয়োজিত ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন

মেহেরপুর মুজিবনগর সীমান্তে ১৫ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

ভূরুঙ্গামারীর রাজনীতিতে নতুন গতি:৩১ দফা নিয়ে আন্ধারিঝাড়ে বিএনপির প্রচারণা

কুড়িগ্রামে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

চন্দ্রঘোনা থানা পুলিশ কর্তৃক পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে এলো অর্ধগলিত লাশ

চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়া রোগী

হাইস্পিড গ্রুপ অফ কোম্পানির মালিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান

বোদায় মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ
