ব্রিধান-৮৯/৯২ চাষে বোয়ালমারীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

দেশে যত দ্রুত কৃষিজমি কমছে, ঠিক ততটাই পাল্লা দিয়ে বাড়ছে জনসংখ্যা। তাই আগামীর বাংলাদশের খাদ্য ঘাটতির চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষিকে বিজ্ঞানভিত্তিকীকরণের কোনো বিকল্প নেই। সনাতন পদ্ধতির চাষাবাদ এড়িয়ে সৃজনশীল পদ্ধতি গ্রহণ এবং অল্প জমিতে অধিক ফলন নিশ্চিতে উন্নত জাতের ব্রি ধান-৮৯/৯২ রোপণ করতে হবে। আর এভাবেই আমাদের সক্ষমতা তৈরি হবে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলার। এ বিষয়ে কৃষকদের মাঝে সচেতনা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের উদ্যোগে গতকাল মঙ্গলবার (৭ জুন) বোয়ালমারীতে পৃথক দুটি কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানিসম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) অধীন দাদুরিয়া বিল ও বোয়ালমারী-আলফাডাঙ্গা উপ-প্রকল্পের আওতায় উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে বিকেল ৩টায় এবং গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামে বিকেল ৫টায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের কারিগরি সহযোগিতায় এ দুটি অনুষ্ঠানে যথাক্রমে সভাপতিত্ব করেন পোয়াইল পানি ব্যবস্থাপনা দলের সভাপতি মো. সিরাজুল ইসলাম ও ত্রিভুবন পানি ব্যবস্থাপনা দলের সভাপতি মো. কবির মিয়া। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের কৃষি বিশেষজ্ঞ ড. মো. আবুল হাসেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
উভয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের জুনিয়র কৃষি বিশেষজ্ঞ মো. শাহাদৎ হোসেন, বোয়ালমারীর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবু বক্কার সিদ্দিকী, এটিএম মাহফুজুর রহমান, বিপ্লব কুমার দাস, পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র ফ্যাসিলিটেটর মো. মোস্তফা কামাল, বিএম আলমগীর কবির, আমীর হোসেন খান, এফসি জামিরুল ইসলাম, শিশির আহম্মেদ, সিএফ সাইদুর রহমান, মামুনুর রশিদ, গৌতম কুমার দাস, শফিউল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে কৃতী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / জামান

ডোমারে ওসির অপসারণ দাবীতে ঝাড়ু মিছিল

সিংড়ায় যৌতুকের জন্য গৃহবধূকে মারপিট, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত মহল্লা গড়তে মানববন্ধন অনুষ্ঠিত

আদমদীঘিতে শারর্দীয় দুর্গাপুজা শান্তিপুন ভাবে উদযাপনের লক্ষে প্রস্ততিমুলক সভা

রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার

মির্জাগঞ্জে নয় মাসের নাতি কে নিয়ে বিপাকে বৃদ্ধা ভানু বেগম

শালিখায় গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন

কুতুবদিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বোয়ালমারীতে প্রধান শিক্ষকদের যাতায়াত ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

নাঙ্গলকোটে শারদীয় দুর্গাপূজার প্রস্ততি সভা অনুষ্ঠিত

নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি
