বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুট, আসামে গ্রেফতারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
ফরিদপুরের বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে অর্থ লুটের ঘটনা ঘটেছে। উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের এ ঘটনায় থানায় মামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার না হওয়ায় তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। প্রভাবশালী আসামিরা এলাকায় বুক তেতিয়ে ঘুরে বেড়িয়ে চাপ দিচ্ছে মামলা তুলে নিতে। েএছাড়া অসহায় বাদীকে জীবননাশের হুমকি প্রদানসহ নানাভাবে হেনস্তা করছে দূর্বৃত্তরা।
এ পরিপ্রেক্ষিতে আসামি গ্রেফতারের দাবি ও জীবনের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী রবিউল ইসলাম।
সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউল ইসলাম বলেন, তিনি ডোবরা গ্রামস্থ জনতা জুট মিলের একজন নির্ধারিত ঠিকাদার। পাশাপাশি মিলগেটে একটি বড় মুদিদোকানও রয়েছে তার। গত ৫ জুন তিনি ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক থেকে সাড়ে তিন লাখ টাকা তুলে দোকানে রাখেন। রাত ১০টার দিকে দোকান থেকে ওই টাকা নিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতিকালে গ্রামের আমীর শেখ, শাহীন শেখের নেতৃত্বে কতিপয় দুর্বৃত্ত চাকু, ছোরা, রামদা ইত্যাদি ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিতে হামলা চালায়। দুষ্কৃতকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ৭ জুন বোয়ালমারী থানায় মোট ১৩ জনকে আসামি করে একটি মামলা করেন ভুক্তভোগী। তবে এখন পর্যন্ত কোমো আসামি গ্রেফতার না হওয়ায় তারা প্রকাশ্যে এলাকায় বুক ফুলিয়ে ঘোরাফেরা করছে। আর এ সুযোগে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করছে বাদীর ওপর। রবিউলকে জীবনে মেরে ফেলার হুমকি দেয়াসহ নানাবিধ ভয়ভীতি দেখাচ্ছে অপরাধী চক্র। ফলে নিজের জীবন ও পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তা হাীনতায় ভুগছেন বাদী রবিউল ইসলাম। সংবাদ সম্মেলনে আসামিদের দ্রুত গ্রেফতার দাবির পাশাপাশি জীবনের নিরাপত্তাও চান তিনি।
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আলম শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সম্পাদক শহীদ মিয়া, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বাকু শেখ, আজিম খান, বজলু মাতুব্বর প্রমুখ উপস্তিত ছিলেন।
এমএসএম / জামান
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ
পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র
জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা
মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল
এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী
বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা
কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী
রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী
বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত
ত্রিশালে জেঁকে বসেছে শীত, ফুটপাতে জমে উঠেছে বিক্রি
৫ হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লা -৬ আসনে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ শোভাযাত্রা
আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে এ দেশের ছাত্র জনতা -মিয়া গোলাম পরওয়ার