জৈন্তাপুরে স্কুলছাত্রী অপহরণের ৪টি পৃথক ঘটনায় ২ছাত্রী নিখোঁজ

সিলেটের জৈন্তাপুরে পৃথক ৪টি অপহরণের ঘটনায় এখনও ২জন স্কুল ছাত্রী নিখোঁজ রয়েছেন। দু'টি অপহরণ ঘটনায় জীবনের ঝুকি নিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন ২স্কুল ছাত্রী। সম্প্রতি এসব অপহরণের ঘটনায় অভিভাবকগণ আতংকিত অবস্থায় রয়েছেন।এসব ঘটনায় রহস্য উদঘাটন করতে পুলিশ মাঠে তৎপর হয়ে উঠেছে। গতকাল ৯জুন বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার কদমখাল এলাকায় স্কুল ছাত্রী-কে অপহরণ চেষ্টা কালে ব্যাটারি চালিত টমটম গাড়ি থেকে পড়ে অপরাধী চক্রের হাত থেকে প্রাণে রক্ষা পান ফাহিমা বেগম নামের এই স্কুল ছাত্রী। এসময় তিনি পায়ে-হাতে আঘাত পান। স্থানীয় লোকজন তাকে উদ্বার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরার ফুটেজ দেখে এই ঘটনায় সন্দেহজনক ভাবে এক টমটম চালক কে আটক করেছে পুলিশ। জানাগেছে, ৯ জুন বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার বিরাইমারা গ্রামের আব্দুল জলিল'র কন্যা ফাহিমা বেগম (১২) পরীক্ষায় অংশ গ্রহন করতে বাড়ি থেকে জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে সিলেট তামা্িল জাফলং সড়কের বিরাইমারা এলাকায় গাড়ির অপেক্ষায় ছিলেন। তিনি এই স্কুলের ৭ম শ্রেনীর ছাত্রী। এসময় তামাবিল থেকে আসা একটি ব্যাটারী চালিত টমটম গাড়ীতে উঠে। গাড়ীতে দুইজন মহিলা বসা ছিল। টমটমে বসে থাকা অপরিচিত মহিলারা রুমাল দিয়ে অজ্ঞান করার চেষ্টা করেন। প্রাণ রক্ষায় কদমখাল এলাকায় মেয়েটি ধস্তাধস্তি করে রাস্তায় অজ্ঞান অবস্থায় মহাসড়কে পড়ে যায়। স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে মেয়েটিকে আহত অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এদিকে টমটম যোগে মহিলারা পালিয়ে যায়।
অপরদিকে জৈন্তাপুর উপজেলায় এই ঘটনা সহ সম্প্রতি সময়ে পৃথক ৪টি অপহরণ ঘটনায় অভিভাবকগণ অনেকটা আতংকিত হয়ে পড়েছেন।
অপহরনকারীদের কবল হতে দুই ছাত্রী রক্ষা পেলেও দুই ছাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। গত ৭জুন সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী মারুফা বেগম অপহরণ কারীর কবল থেকে প্রাণে রক্ষা পান এবং একই বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী লিজা বেগম এবং চিকনাগুল উচ্চ বিদ্যালয়ের একই শ্রেনীর এক ছাত্রী নিখোঁজ এখনও রয়েছেন।
পুলিশ এখনও তাদের উদ্বার করতে পারে নাই।
তবে এই ঘটনায় পুলিশ আটক টমটম চালক মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের আবুল হোসেন-কে আটক করে। এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ বলেন, সম্প্রতি কয়েকটি ঘটনায় জড়িত প্রকৃত অপরাধী সনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে তৎপর রয়েছেন। আবুল হোসেন নামে এক টমটম চালক কে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম'র নির্দেশেনায় ডিবি পুলিশ সহ পুলিশের ৭টি টিম উপজেলা জুড়ে কাজ করছে। তিনি আতংকিত না হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।
এমএসএম / এমএসএম

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

দোহার-নবাবগঞ্জে পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
Link Copied