জীবননগরের কৃষ্ণপুরে কৃষিজমি রক্ষার্থে বিক্ষোভও প্রতিবাদ সমাবেশ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে তিন ফসলি কৃষিজমিতে সৌরবিদ্যুৎ পাওয়ার প্লান্ট স্থাপনের প্রতিবাদে গ্রামবাসীর পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সংঘটিত হয়েছে।
জানা গেছে, জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে প্রায় ৬০০ বিঘা আবাদি জমি রয়েছে। পরবর্তীতে ওই জমিতে সাইকেলিস্ট এনার্জি প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থা ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে সৌরবিদ্যুৎ পাওয়ার প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত নেয়। সেই সাথে ৫৪০ বিঘা জমি ক্রয়ের লক্ষ্যে ওই স্থান নির্ধারণ করে। কিন্তু এ বিষয়ে প্রকৃত কৃষিজমির মালিকরা কিছুই জানেন না, এমনকি প্রশাসনের তরফ থেকেও তাদের এ বিষয়ে কিছু জানানো হয়নি। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল ওই বেসরকারি সংস্থার সাথে হাত মিলিয়ে ওইসব জমির মালিক তথা কৃষকদের জমি বিক্রির জন্য বিভিন্নভাবে হুমকি-ধমকি দিতে থাকে। সেই সাথে ওই জমি বিক্রি করা না হলে প্রশাসনের মাধ্যমে তাদের বিভিন্ন ধরনের হয়রানি করা হবে বলে জানায় তারা।
এ বিষয়ে কৃষ্ণপুর ওয়ার্ডের মেম্বার মাহবুবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী কৃষিজমিতে যে কোনো ধরনের শিল্প স্থাপনে নিষেধাজ্ঞা জারি করেছেন। এরপরও ওই বেসরকারি সংস্থাটি রাজনৈতিক নেতাদের ম্যানেজের মাধ্যমে কৃষকদের জমি বিক্রি করতে চাপ প্রদান করছে, যেটি সম্পূর্ণভাবে বেআইনি।
জমির মালিক রহমত আলী বলেন, আমার সর্বমোট তিন বিঘা জমি রয়েছে। আর এই জমিতে কোনোভাবে চাষের মধ্যদিয়ে আমি আমার সংসার চালাই। যদি আমার এই জমি সৌরবিদ্যুৎ প্রকল্পে চলে যায় তাহলে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
জমির মালিক সাত্তার খান বলেন, একটি বেসরকারি সংস্থা রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, কোনো আবাদি জমিতে শিল্প নয়। তাহলে তারা কিভাবে এই জমি অধিগ্রহণ করার সাহস পায়?
এছাড়াও সাজ্জাদ হোসেন নামে আরেকজন জমির মালিক বলেন, আমরা আবাদি কৃষিজমি রক্ষার্থে এবং কৃষকদের ন্যায্য অধিকারের দাবিতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলেও প্রশাসনের তরফ থেকে আমাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। সেই সাথে এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসতে বাধ্য করা হচ্ছে। ফলে আমরা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
জীবননগর কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী আবাদি জমি রক্ষায় বদ্ধপরিকর। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল টাকার লোভে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে, যেটি খুবই নিন্দাজনক। আমরা এটি ধিক্কার জানাই।
এ বিষয়ে জীবননগর কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, আমরা শুনেছি একটি বেসরকারি সংস্থা সৌরবিদ্যুৎ পাওয়ার প্লান্ট স্থাপন করার জন্য কৃষিজমি নির্বাচন করেছে। তবে আমরা এ ব্যাপারে সরকারিভাবে কোনো তথ্য বা আদেশ-নির্দেশ এখনো পর্যন্ত পাইনি।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম রাসেল বলেন, বিষয়টি যেহেতু একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে জড়িত, তাই এ ব্যাপারে আমরা কিছুই বলতে পারব না। এছাড়াও আমরা এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো আদেশ-নির্দেশ বা তথ্য পাইনি।
এমএসএম / জামান
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন
হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়