ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

শ্রীপুরে রাজিয়া হত্যা ও ধর্ষণ মামলার সঠিক বিচারের দাবিতে মানববন্ধন


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ১৩-৬-২০২২ বিকাল ৬:২৪
মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের স্কুলছাত্রী রাজিয়া ধর্ষণ ও হত্যা মামলার সঠিক বিচারের দাবিতে গোয়ালপাড়া যুবসমাজের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। উপজেলা যুবলীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক মো. আকিদুল ইসলামের নেতৃত্বে রোববার (১২ জুন) সন্ধ্যায় গোয়ালপাড়া ডাবল ব্রিজসংলগ্ন এলাকায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গোয়ালপাড়া যুবসমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
 
মানববন্ধনে মো. আকিদুল ইসলাম বলেন, বহুল আলোচিত রাজিয়া ধর্ষণ মামলার পোস্টমর্টেম রিপোর্ট বিচার ব্যবস্থায় ধর্ষিত হলো নাকি? আদালত, আইন, বিচারক, সরকারী পিপি, আপনাদের কি বলে যে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। একজন নির্দোষ মানুষ মাসের পর মাস হাজতবাস করে, তার আপনজনরা জামিনের জন্য কোর্টের পর কোর্ট ঘুরতে থাকে, তাদের জামিন হয় না। অথচ একজন আলোচিত ধর্ষক ও পৈচাশিক খুনি ২১ মার্চ আটক হয়ে  ১৭ মে জামিনে মুক্তি পেয়ে যায়। এটা এক বিরল ঘটনা। জামিনের জন্য কতবড় কৌশল অবলম্বন করলেন দেখুন, ১৭ মার্চ রাজিয়াকে পাওয়া যায় গলাকাটা অবস্থায়। তখন কে বা কারা তাকে ধর্ষণ ও গলাকেটে হত্যা করেছে জানা যায় না। তখন পুলিশ একটা মামলা দায়ের করে অজ্ঞতানামা হিসেবে। তার একদিন পরেই মূল আসামি মো. হাসানকে যশোর র‍্যাব-৬ গ্রেপ্তার করে এবং হাসান তাদের কাছে স্বীকার করে সে-ই এই খুনের মূল হোতা।
 
তিনি আরো বলেন, ১৯ মার্চ র‍্যাব-৬ সংবাদ প্রেসব্রিফিং এর মাধ্যমে এলাকার হাজার হাজার মানুষের সামনে ধর্ষণ ও পৈশাচিক ঘটনার বিবরণ দেন এবং  পুলিশের নিকটে সোপর্দ করে। পুলিশ কি তাহলে র‍্যারের থেকে প্রাপ্ত তথ্যের অনুলিপি কোর্টে সাবমিট করেনি? যদি ওই তথ্যদি কোর্টে জমা দিয়ে থাকে তাহলে ওই আসামি হাসানের জামিন কেমন করে হলো? এখানে মাগুরা জজকোর্টের দায়রা জজ যে মর্মে জামিন দিলেন, আসামিপক্ষের উকিল তার বক্তব্যে দেখালেন, হাসান ওই মামলায় কোনো দোষী নয়, মামলা হয়েছে  অজ্ঞাতনামা। সেখানে হাসানের নাম নেই। অতএব সে দোষী নয়, তাকে জামিন দেয়া হোক। এখন আমাদের প্রশ্ন, মাননীয় বিচারক মহোদয়ের নিকট নিম্ন কোর্ট তাকে জামিন দিল না র‍্যাবের তথ্যাদি পর্যালোচনা করে। আর আপনার এজলাসে এসে সেই তথ্যাদি কোথায় হারিয়ে গেল আমার বুঝে আসে না। এই তাহলে আইনের শাসন, আইনের বিচার? সাবাশ বাংলাদেশ,আর কত কী দেখতে হবে আমাদের।
 
পরে বক্তারা হত্যাকারীর সুষ্ঠু বিচার ও শাস্তির দাবি করে মানববন্ধন শেষ করেন।

এমএসএম / জামান

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু