ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

সোনারগাঁওয়ে পাইলিংয়ে হাইড্রলিক মেশিন ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ১৬-৬-২০২২ দুপুর ৪:৫

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বহুতল ভবন নির্মাণের পাইলিংয়ে শক্তিশালী হাইড্রলিক মেশিন ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ১০টি ভবনের মার্কেট মালিক ও ব্যবসায়ীরা এ মানববন্ধন করেন। মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আধাঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে মার্কেট মালিক ও ব্যবসায়ীরা উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় প্রিন্সিপাল ১০০ প্লাজা নামের একটি মার্কেটের ভবন নির্মাণে এ হাইড্রলিক মেশিন ব্যবহারের এ অভিযোগ তোলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাদশা খাঁ প্লাজার মালিক হাজী আমির আলী, জালাল টাওয়ারের কর্মকর্তা মেহেদি হাসান ইতু গাজী, রাজীব গাজী, রহমত ম্যানশনের মালিক সালাউদ্দিন জুয়েল, মাহফুজুর রহমান, দোকানদার বেলায়েত হোসেন, কামাল হোসেন, আল আমিন, মনির হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্শ্ববর্তী প্রিন্সিপাল ১০০ প্লাজার ভবন নির্মাণে হাইড্রলিক মেশিন ব্যবহার করে আমাদের মার্কেটগুলোকে ক্ষতিগ্রস্থ করছে। আমাদের বেশ কয়েকটি ভবনে ফাটল ধরছে। এর বিকট শব্দে আশেপাশের হাসপাতালের রোগী ও স্কুলের বাচ্চাদের অপূরণীয় ক্ষতি হচ্ছে। প্রচন্ড শব্দ দূষণ হচ্ছে। এর কম্পনে পার্শ্ববর্তী একটি প্রাইমারী স্কুলের কোমলমতি বাচ্চাদের মধ্যে ভ‚মিকম্পনের ফোবিয়া বা ভয় তৈরি হচ্ছে। যা তাদের মানসিক বিকাশকে ব্যাহত করছে।

বক্তারা আরো বলেন, এ হাইড্রলিক মেশিন বহুতল মার্কেট, আবাসিক ভবন, জনবসতিপূর্ণ এলাকায় ব্যবহার করা হয় না। কারণ এটি অত্যন্ত বিপদজনক। ঝুঁকি, দুর্ঘটনা ও শব্দ দূর্ষণকে বিবেচনায় নিয়ে সার্বিক নিরাপত্তার জন্য আমরা চাই ক্ষতিকর হাইড্রলিক মেশিনের পরিবর্তে অন্য কোন প্রক্রিয়ায় কারো ক্ষতি না করে পাইলিং করবে।

জানা যায়, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় খন্দকার প্লাজা ভেঙ্গে প্রিন্সিপাল ১০০ প্লাজা নামে মার্কেটের ভবন নির্মাণ কাজ শুরু করা হয়। চারদিকে ষ্ট্রীলের প্লেট দিয়ে বেষ্টনি দিয়ে সড়ক ও জনপদের রাস্তা সংকোচিত করে ভবন নির্মাণ কাজ শুরু করা হয়। সম্প্রতি ৭ তলা বিশিষ্ট এ মার্কেটের পাইলিংয়ে শক্তিশালী হাইড্রোলিক মেশিনের ব্যবহার করা হয়। এ হাইড্রোলিক মেশিন ব্যবহার করে পাইলিং করায় কম্পনের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বিকট শব্দে আশপাশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। পাইলিংয়ের কম্পনের কারনে আশপাশের পুরানো দূর্বল ভবন ধ্বসে প্রাণহানীর আশংকার করছেন স্থানীয়রা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য গত ১১ জুন রহমত ম্যানশন, হাজী জালাল টাওয়ার, আঃ রহমান প্লাজা, বাদশা খাঁ প্লাজা, হাজী মোস্তফা প্লাজা, ভূঁইয়া প্লাজা ও স্বপ্নদীপ প্লাজার মালিকরা যৌথভাবে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।  এছাড়াও বৃহস্পতিবার মার্কেট ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এমএসএম / জামান

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়