ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

জুড়ীতে বন্যা পরিস্থিতির অবনতি, চরম দুর্ভোগে পানিবন্দি মানুষ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৯-৬-২০২২ দুপুর ১:৩১

টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও ভারত থেকে নেমে আসা ঢলে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দি মানুষ।  ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যে অবিরাম বৃষ্টির ফলে প্রতিনিয়ত এ উপজেলায় পানি অতিমাত্রায় বেড়েই চলছে। এছাড়া অতিবৃষ্টিতে উপজেলার পাহাড়ি এলাকায় টিলা ধস দেখা দেয়ায় ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।

বন্যা মোকাবেলায় উপজেলা প্রশাসন প্রাথমিকভাবে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রেখেছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বন্যার্তদের চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে।

সরেজমিন দেখা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের অধিকাংশ গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এ ইউনিয়নের শত শত পরিবার ইতোমধ্যে পানিবন্দি হয়ে পড়েছে। এ ইউনিয়নের  হাকালুকি হাওরপাড়ের  বেলাগাঁও, নয়াগ্রাম, ইউছুফনগর, জাঙ্গীরাই, সোনাপুর, শাহপুর, পশ্চিম গোবিন্দপুর, কানকৈরচক, হেকিমপুর, মনোহরপুরসহ বেশকিছু গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এসব গ্রামের শত শত মানুষের ঘরে পানি ওঠায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। পশ্চিমজুড়ী ইউনিয়নের বাছিরপুর, খাগটেকা, কালনীগর, বনগাঁও,  কৃষ্ণনগর, হরিরামপুর গ্রামের বেশিরভাগ অংশ প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।

এ উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের পশ্চিম বড়ধামাই ও নয়াবাজার এলাকার বেশকিছু পরিবার বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলার সাগরনাল ইউনিয়নের কাশিনগর এলাকায় জুড়ী নদীর বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি মোহাম্মদ সদস্য শাওন চৌধুরী।

তিনি বলেন, এ বাঁধ ভেঙে কাশিনগর, পাতিলাসাঙ্গন, বটনীঘাট, রানীমুড়া, বীরগোয়ালী, রসুলপুরসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার পাশাপাশি অনেক মানুষের ঘরে পানি উঠেছে। বন্যার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় উপজেলার প্রধান প্রধান বেশ কয়েকটি সড়কসহ  অধিকাংশ গ্রামের রাস্তা ঘাট পানির নিচে তলিয়ে গেছে। নিরাপদ পানির উৎস নলকূপ তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ এলাকায় গোখাদ্যের সংকটের পাশাপাশি গবাদিপশু নিয়ে খামারিরা পড়েছেন চরম সংকটে। বন্যার পানিতে উপজেলার অধিকাংশ মাছের ঘের তলিয়ে যাওয়ায় মৎস্যজীবীদের মাথায় পড়েছে হাত। সবকিছু হারিয়ে মৎস্যজীবীরা এখন দিশাহারা।

পানি বৃদ্ধির ফলে উপজেলার পিডিবির  সাব-স্টেশন ঝুঁকিতে থাকায় বিদ্যুৎ সরবারহ বন্ধ করে দেয়া হয়েছে। ফলে পুরো উপজেলার মানুষ রয়েছে অন্ধকারে। পিডিবির উপ-সহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীম বন্যার পানি বৃদ্ধির জন্য বিদ্যুৎ সরাবারহ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিবৃষ্টির ফলে উপজেলার পাহাড়ি এলাকায় ইতোমধ্যে টিলাধস দেখা দিয়েছে। টিলাধস ঠেকাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারীর নেতৃত্বে প্রশাসনের একটি দল ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা পরিদর্শন করেছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী বলেন, ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও ও নয়াগ্রামের ইউপি সদস্য আবুল কাশেম ও মনিরুল ইসলাম জানান, টানা বৃষ্টির কারণে বন্যার পানি বেড়ে যাওয়ায় আমাদের ওয়ার্ডের শত শত পরিবারের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেকের ঘরের ভেতরে পানি প্রবেশ করায় তারা মাচা তৈরি করে পরিবার-পরিজন নিয়ে অতিকষ্টে রয়েছেন। অতিদ্রুত এসব পরিবার ত্রাণ সহযোগিতা না পেলে মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যান মো. আনফর আলী ও জায়ফরনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ইতোমধ্যে আমরা বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ সহযোগিতা করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলী বলেন, জনপ্রতিনিধিদের মাধ্যমে বন্যার্তদের তালিকা করে এক হাজার বন্যাদুর্গতের মাঝে শুকনা খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, বন্যার্ত মানুষের জন্য ১০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। শুকনা খাবারের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে তালিকা সংগ্রহ করে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

এমএসএম / জামান

ধানের শীষ যার হাতে তিনি তারেক রহমানের প্রার্থীঃ মহম্মদপুরে সেলিমা রহমান

সুবর্ণচরে শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ

‎শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বিরুদ্ধে সরকারী জায়গায় ঘর নির্মাণের অভিযোগ

ছয় লেন প্রকল্পে জীবিকা হারানোর শঙ্কা: দোকানদারদের মানববন্ধন

‘‘সহিংসতা এড়িয়ে সংবাদ সংগ্রহের কৌশল” কর্মশালায় নিরপেক্ষ থাকা ও প্রকৃত সাংবাদিকদের ঐক্যের তাগিদ

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক দরিদ্র ও অসহায় ব্যক্তিবগর্কে নগদ অর্থ সহায়তা প্রদান

রৌমারীতে খেলার মাঠ দখল করে আশ্রয়ন প্রকল্পের ভবন নির্মাণের চেষ্টা

মাগুরা ২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রবাসির কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবি, হত্যাচেস্টা মামলার আসামিরা প্রকাশ্যে

দু'পা হারিয়ে কর্মহীন রায়গঞ্জের রফিকুল, সংকটে শিশুপুত্রের পড়াশোনা

পঞ্চগড়ে অধ্যক্ষ-উপাধ্যক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

লাকসামে তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ বিএনপি আসনটি পুনরুদ্ধারের সম্ভাবনা

মোরেলগঞ্জে বিশ্ব ডায়াবেটিসে স্বাস্থ্যসেবা ক্যাম্প