বোয়ালমারীতে হত্যা মামলার আসামি বানিয়ে সরকারি কর্মকর্তাকে হেনস্তার অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারীতে নিরাপরাধ এক সরকারি কর্মকর্তাকে উদ্দেশ্যমূলকভাবে হত্যা মামলার আসামি বানিয়ে হেনস্থার অভিযোগ পাওয়াগেছে। এলাকায় কোন রাজনীতি বা দ্বন্দ্ব-কলহের সঙ্গে যুক্ত না থাকলেও কেবল প্রতিহিংসাবশত এবং অসদুদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমানকে একটি জোড়া খুনের মামলায় আসামি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
জানা যায়,উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ী গ্রামের মৃত মুক্তিযোদ্ধা মো. বজলুর রহমানের বড় ছেলে আরিফুর রহমান দীর্ঘ ১৬ বছর ধরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছেন। চাকরি সূত্রে তাকে সংসার জীবনের বেশি ভাগ সময় এলাকার বাইরে কাটাতে হয়। কালেভদ্রে তিনি এলাকায় এসে গরিব-অসহায়দের সেবা-শুশ্রূষা করে থাকেন। ফলে এলাকাবাসীর কাছেও আরিফ সজ্জন মানুষ হিসাবে পরিচিত।
আরিফুর রহমানের আরেক ভাই শরীফুর রহমান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত। এক বোন সহকারী কাস্টমস অফিসার। ছোট ভাই মাহবুবুর রহমান যুক্ত আইন পেশায়। মোটকথা, মৃত বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানের পরিবার শুধু গোহাইলবাড়ীতেই নয়, গোটা বোয়ালমারী উপজেলায় একটি অভিজাত ও সম্ভ্রান্ত পরিবার হিসেবে সুপরিচিত। এর সদস্যরা গ্রাম্য কোনো নোংরা রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও বজলুর রহমানের জ্ঞাতিগোষ্ঠীর কেউ কেউ স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. ফারুক হোসেনের সঙ্গে রাজনীতি করেন। আর গোষ্ঠীর দু-একজন লোকের এই রাজনৈতিক সম্পৃক্ততাই কাল হয়ে দাঁড়িয়েছে আরিফুর রহমানের জীবনে।
এলাকায় চেয়ারম্যান ফারুক হোসেনের মূল প্রতিপক্ষ হলো অপর এক আওয়ামী লীগ নেতা মো. মোস্তফা জামান সিদ্দিকী। এলাকায় আধিপত্য বিস্তার, গত ইউপি নির্বাচনসহ গ্রাম্য নানা ইস্যুতে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই রেশ ধরে গত ৩ মে পবিত্র ঈদুল ফিতরের দিন দুপক্ষের সংঘর্ষে মোস্তফা জামান সিদ্দিকীর দলের দুই ব্যক্তি নিহত হন। ওই হত্যাকাণ্ডকে ঘিরে শুরু হয় মোস্তফা জামানের নতুন রাজনীতি। প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগসহ নানাবিধ সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি চলে আসামি বাণিজ্য, যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।
বাদীপক্ষের এই প্রতিহিংসা মূলক কার্যকলাপ থেকে প্রতিপক্ষ দলের সমর্থকের সমর্থকরাও রেহাই পাচ্ছে না বলে জানাযায়। আরিফুর রহমান অভিযোগ করে বলেন,ঘটনার পর মামলায় আসামি বানানোর ভয় দেখিয়ে তার কাছে মোস্তফা জামান ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু ওই অন্যায় দাবি মেনে না নেয়ায় আক্রোশবশত আরিফুর রহমানকে ৪নং আসামি করেন বাদী মোস্তফা জামান সিদ্দিকী।
উচ্চ আদালত থেকে অন্তর্বর্তী জামিনে থাকা আরিফুর রহমান বলেন, কর্মসূত্রে আমরা সবাই বাইরে থাকি। তাই এলাকার রাজনীতি করার সুযোগ কোথায়? ঈদের ছুটিতে বাড়িতে এসে নামাজ শেষ করে টিভি দেখছিলাম। গোলমালের সময়ও যে বাড়িতেই ছিলাম সেটা আমার সিসি ক্যামেরা ঘাঁটলে প্রমাণ পাওয়া যাবে। শুধু আমাকেই নয়, আমার আইনজীবী ছোট ভাই মাহবুবুর রহমানকেও অন্যায়ভাবে আসামি করা হয়েছে।
এলাকার সাবেক মেম্বার ফজলুল হক বলেন, আরিফুর রহমানরা একটি শিক্ষিত, সম্ভ্রান্ত পরিবারের সন্তান। গ্রামের নোংরা রাজনীতি তারা করেন না। অসদুদ্দেশ্যে চরম অন্যায়ভাবে হত্যা মামলায় তাদের ফাঁসানো হয়েছে।
আরিফুর রহমানের বৃদ্ধা মা আফরোজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সন্তানরা নির্দোষ। তারা সমাজের মানুষের ভালো ছাড়া কখনই খারাপ কিছু করে না। অসদুদ্দেশ্যে তাদের মামলায় জড়িয়ে হেনস্তা করা হচ্ছে। আমি সমাজ ও রাষ্ট্রের সকলের কাছে আমার সন্তানদের জন্য দয়া ও সহযোগিতা চাই।
এ ব্যাপারে জানতে চাইলে মামলার বাদী মোস্তফা জামান সিদ্দিকী বলেন, আরিফুর রহমান আমার নামে মিথ্যাচার করে মামলা থেকে বাঁচার চেষ্টা করছে। তিনি দোষী না নির্দোষ আদালতেই সেটা প্রমাণ হবে।
এমএসএম / জামান

বড়লেখায় ধর্ষণের অভিযোগে যুবক রাজেন রায় গ্রেফতার

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে জাতিসংঘ মহাসচিব

সিদ্ধিরগঞ্জে সাংবাদিকতার আড়ালে দেহব্যবসা ব্ল্যাকমেইলিং কথিত ৩ সাংবাদিককে গণপিটুনী

ধামইরহাটে বিএনপির ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

ফেসবুকে পোষ্ট দিয়ে সাতকানিয়ার তরুণের ট্রেনে ঝাপ দিয়ে মৃত্যু

কোনাবাড়ীতে মহানবীকে নিয়ে কটুক্তি,যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

তামাক ক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ

শেখ হাসিনা সেনানিবাসের নাম 'পটুয়াখালী সেনানিবাস‘ করার দাবীতে মানববন্ধন

ভাটা মালিকরা সরকারী কাজে ইট বিক্রি করবেন না

কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

হরিপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ৭ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ
