বোয়ালমারীতে সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ ও শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ী গ্রামের জোড়া খুনের ঘটনার রেশ এখনো কাটেনি। আসামিপক্ষ আত্মগোপনে থাকার সুযোগে এখনো তাদের ঘর-বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাটের ঘটনা অব্যাহত রয়েছে। মামলায় বা ঘটনার সঙ্গে যুক্ত নয় এমন অনেক নিরীহ মানুষও হামলা-লুটপাটের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে স্থানীয় সাতৈর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিপুলসংখ্যক এলাকাবাসী।
ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে ঘোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা, মো. সিদ্দিকুর রহমান, এজাজুল করিম মিন্টু, মো. ওয়াজেদ আলী, মোস্তাফিজুর রহমানসহ ক্ষতিগ্রস্ত অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধনে সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, ঘটনার দিন অর্থাৎ গত ৩ মে ঈদের দিন আমি আমার এলাকা মাকরাইলে ঈদের নামাজ পড়ছিলাম। পরক্ষণেই শুনতে পাই ঈদের নামাজ পড়া নিয়ে গোহাইলবাড়ীতে দুপক্ষের মারামারিতে দুজন খুন হয়েছেন। এ হত্যাকাণ্ডে মুষ্টিমেয় কিছু ব্যক্তি অংশ নিলেও পরবর্তীতে আমাকে কোপের ও প্রধান আসামি করে ৮১ জনের নামে মামলা দেয়া হয়েছে। ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়েছে গোহাইলবাড়ীসহ আশপাশের চার গ্রামের দেড় শতাধিক বসতবাড়িতে, যা এখনো অব্যাহত রেয়েছে।
হত্যাকাণ্ড ও পরবর্তী ভাংচুর-লুটপাটে জড়িত প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার ও নিরাপরাধ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবীবিজানিয়ে ফারুক হোসেন আরো বলেন, যারা হত্যার শিকার হয়েছেন তাদের আপনজনদের এড়িয়ে মামলার বাদী হয়েছেন মোস্তফা জামান সিদ্দিকী নামে এক রাজনৈতিক নেতা। তিনি এই ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। হত্যায় জড়িত নন, তবে বাদীর রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষ এমন অনেক মানুষকে মামলার আসামি এবং তাদেরসহ মামলার বাইরের আরো অসংখ্য মানুষের ঘরবাড়ি লুট করা হয়েছে। আসামি বানানোর ভয় দেখিয়ে করা হয়েছে অর্থ বাণিজ্য। হামলা, লুটপাট এখনো চলছে। ঘটনার পর যেসব নিরাপদ ব্যক্তি প্রাণভয়ে এলাকা ছেড়েছিলেন তাদের ঘর-বাড়ি লুট করা হলেও এখন আবার নতুন করে বাদীপক্ষকে ম্যানেজ না করে এলাকায় ঢুকতে পারছেন না। বাদীর কথা না মানলেই চলছে হামলা, মারধর। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিয়ে এমন অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণসাপেক্ষে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান ফারুক হোসেন।
এমএসএম / জামান

ডোমারে ওসির অপসারণ দাবীতে ঝাড়ু মিছিল

সিংড়ায় যৌতুকের জন্য গৃহবধূকে মারপিট, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত মহল্লা গড়তে মানববন্ধন অনুষ্ঠিত

আদমদীঘিতে শারর্দীয় দুর্গাপুজা শান্তিপুন ভাবে উদযাপনের লক্ষে প্রস্ততিমুলক সভা

রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার

মির্জাগঞ্জে নয় মাসের নাতি কে নিয়ে বিপাকে বৃদ্ধা ভানু বেগম

শালিখায় গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন

কুতুবদিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বোয়ালমারীতে প্রধান শিক্ষকদের যাতায়াত ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

নাঙ্গলকোটে শারদীয় দুর্গাপূজার প্রস্ততি সভা অনুষ্ঠিত

নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি
