মুন্সীগঞ্জে সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার
মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পৃথক ৩টি সংস্কারকাজের আব্দুল্লাপুর পোলঘাটা থেকে ইউনিয়ন পরিষদ ভবন, আব্দুল্লাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পুলিন্দারপাড় বটতলা বিন্দুসার হয়ে বিবিআই কলোনি এবং ৬নং ওয়ার্ড হয়ে যে সড়কটি বেতকার খাল অবধি গিয়ে শেষ হয়েছে এ ৩টি সংস্কারকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সরকারি নিয়মনীতি উপেক্ষা করে নিম্নমানের ইট দিয়ে কাজ করছেন ঠিকাদার। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আব্দুল্লাহপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নাসির উদ্দিনের বাড়ি থেকে শুরু করে রামিশা কোল্ড স্টোরেজ পর্যন্ত মোট ৩২০ মিটার পোল-ব্রিজ ৩৬০ মিটার এবং ইউপি কার্যালয় পর্যন্ত ৩৭৯ মিটার রাস্তা সংস্কার করা হচ্ছে। এর ব্যয় ধরা হয়েছে ৪৪ লাখ ৭৭ হাজার ৬২০ টাকা। কাজটি পেয়েছে মেসার্স আবিদ এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ।
স্থানীয়দের অভিযোগ ,মেরামত কাজে যে মালামাল ব্যবহার করা হয়েছে তা সম্পূন ব্যবহারের অযোগ্য। কার্পেটিং সড়ক সংস্কারে নিম্নমানের ইট ও ইটের খোয়া ফেলা হয়েছে। তাছাড়া অনেক জায়গায় সমান ভাবে বালু না ফেলে ইটের খোয়া ফেলা হয়েছে। ইট ও খোয়া খুবই নিম্নমানের, পা রাখলেই ভেঙে যাচ্ছে। এমনকি রোলারের ব্যবহার সঠিকভাবে হয় নি । এমন মনগড়া কাজে সড়ক কতটা দীর্ঘস্থায়ী হবে এমন প্রশ্ন এখন জনমনে ঘোরপাক খাচ্ছে।
সূত্রে জানা যায় , এ সড়কের প্রধান ঠিকাদার এ কাজের অংশটি আরেকজনের কাছে সাব ঠিকাদার হিসেবে দিয়েছে । যার ফলে এ কাজের লাভের অংশ হাত বদলের কারণে এখানে নানা রকমের নিম্নমানের কাজ সড়কে করছেন বলে অভিযোগ ।
এদিকে, এ পথের সড়ক সংস্কার করা হলেও সড়কে পানি নিস্কাশনের কোন ব্যবস্থা রাখা হয়নি বলে গ্রামবাসী অভিযোগ করেছে। এ সড়কের দু’পাশে অনেক বসতি রয়েছে। বসতিদের বাড়িঘর আর রাস্তার উচ্চতা প্রায় সমান সমান। আবার কোথাও কোথাও বাড়িঘর উঁচুতে। আর রাস্তা তা থেকে নিচুতে। তাতে সামান্য বৃষ্টি হলেই বাড়ি ঘরের পানি উপচে রাস্তায় জমাট বাধার সম্ভাবনা রয়েছে। এর ফলে এ পিচের রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় সত্তর মিয়া জানান, রোলারের আগে যে ইট গুলো দিয়ে কাজ করা হয়েছে এবং সেই সাথে যে খোয়া গুলো ব্যবহার করা হয়েছে তা মোটেই কাম্য নয়। আমরা বেশ কয়েূকবার বলেছিলাম, কিন্তু কে শোনে কার কথা । তাছাড়া বিন্দুসার বটতলা ছোট একটি কালভার্ট রয়েছে। কালর্ভারটির এ্যাপ্রোচ সড়ক ৯০ শতাংশ ধসে গেছে। আমরা কর্তপক্ষকে জানানোর পরেও তারা আমাদের কোন কথা পাত্তা না দিয়ে চলে গেছে। এখনই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সরেজমিনদেখা যায়, একই ইউনিয়নের পৃথক ৩ টি কার্পেটিং সড়কটিতে মোট ১ হাজার ৫৯ মিটার মিটার অংশের সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার লক্ষ করা গেছে। হাত ও পা দিয়ে চাপ দিতেই ইটের খোয়া ভেঙ্গে যাচ্ছে ।
আব্দুল্লাপুর পোলঘাটা থেকে ইউনিয়ন পরিষদ ভবন, আব্দুল্লাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পুলিন্দারপাড় বটতলা বিন্দুসার হয়ে বিবিআই কলোনি এবং ৬নং ওয়ার্ড হয়ে যে সড়কটি বেতকার খাল অবধি গিয়ে শেষ হয়েছে, এই ৩টি সংস্কারকাজেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে জানা যায়।
আশ্চর্যের বিষয় হলো, পুরো কার্পেটিংয়ের সড়কটিতে কোনো প্রকার ভাঙ্গা কিংবা খানাখন্দ ছিল না।
স্থানীয়রা অভিযোগ করে আরো বলেন, আমাদের আগের সড়কটি খুব ভালো ছিল। সম্পূর্ণ ভালো রাস্তাটির পিচ তুলে সংস্কার করা হচ্ছে। এখন যে সংস্কার করছে তাতে আবার নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। আমরা আসলে কিছেই বুঝে উঠতে পারছি না।
কথা হয় ৪ নং ওয়াড মেম্বার আকরাম এর সাথে। তিনি জানান , আমি এই এলাকার নির্বাচিত কাউন্সিলর । আমার এলাকার কাজের ব্যাপারে আমিই জানি না । যতটুকু সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে তাতে নিম্নমানের সামগ্রীর ব্যবহার করা হয়েছে। তিনি আরো বলেন , পুরো কার্পেটিং রাস্তাটি সম্পুণ ভালো ছিল। মাঝখান থেকে শুরু করে রাস্তাটির সংস্কার করা হচ্ছে। এটা পাগলামি ছাড়া আর কিছু নয়।
এদিকে এমন উদ্ভব কান্ডে এলাকা জুড়ে চলছে কানাঘুসা। বিষয়টি বৃহত্তর স্বার্থ সংশ্লিষ্ট বলে মনে করছেন অনেকে। সঠিক তদন্তের দাবি এলাকাবাসির।
সাবেক আব্দুল্লাপুর ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন জানান , আমরা এমন উদ্ভব ঘটনার নিন্দা জানাই। ভালো রাস্তা কেটে সংস্কার করা বৃহত্তর র্স্বাথ ছাড়া আর কিছু নয়। যা সংস্কার করা হচ্ছে তাও আবার নিম্ন মানের সামগ্রী। বিষয়টি অত্যন্ত দুঃখ্জনক। আমরা অচিরেই সংশিল্ট কর্তপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
আব্দুল্লাপুর ইউপির চেয়ারম্যান আব্দুর রহিম জানান, আমি একাধিবার নিজে গিয়ে এখানকার নিম্নমানের কাজে বাঁধা দিয়েছি। কিন্তু ঠিকাদার আমি চলে গেলেই নিম্নমানের কাজ করতেই থাকে। ঠিকাদারকে কতো আর পাহাড়া দিয়ে রাখা যায়।
এ দিকে মেসার্স আবিদ এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপাইটার মো. হানিফ জানান , সংস্কার কাজে কোন প্রকার অনিয়ম বা নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হয় নি। সিডিউলে যেভাবে আছে আমি সেই রকম ভাবে কাজ করছি।
টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী প্রকৌশলী সুত্রে জানা যায় , আব্দুল্লাহপুর ইউনিয়নের যে রাস্তাগুলোর সংস্কার কাজ করা হচ্ছে সে রাস্তাগুলো অনেক আগের । তাছাড়া রাস্তাগুলোর দুপাশ অনেক ঢালু। তাই ঐ রাস্তাগুলো ভেঙ্গে পুনরায় সংস্কার করা হচ্ছে যান চলাচল উপযোগি করার জন্য। আর রাস্তার কাজে কোন প্রকার নিম্নমানের সামগ্রীর ব্যবহার হয়ে থাকলে আমরা বিষয়টি দেখে যথাযথ ব্যবস্থা গ্রহন করবো।
এমএসএম / জামান
ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন