তাড়াশে লিচু নিয়ে চিন্তিত কৃষক

সিরাজগঞ্জের তাড়াশে লিচু নিয়ে চিন্তিত কৃষক। ইতোমধ্যেই রসালো ফল লিচু গাছ থেকে পেড়ে বিক্রি শুরু করেছেন কৃষকরা। লিচুর আশানুরূপ দাম না পাওয়ায় লোকসানে পড়তে পারেন বাগান মালিকরা। তেমনি একজন লিচু বাগান মালিক উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামের লিয়াকত আলী মোল্লা। বুকভরা আশা নিয়ে তার ৫ বিঘা জমিতে চিনি চম্পা, চায়না থ্রি, মোজাফোরসহ বেশ কয়েক জাতের লিচুর চাষ করেছিলেন। লিচু গাছে ফুল ফোটার দিকে ভালো ফলন ও লাভবান হওয়ার স্বপ্ন দেখলেও এখন তিনি হতাশার মধ্যে আছেন। কারণ এ বছর অনাবৃষ্টি ও অতিগরমে লিচু ফেটে যাওয়ায় ফলন ভালো না হওয়ায় আশানুরূপ দাম পাচ্ছেন না।
লিয়াকত আলী মোল্লার স্ত্রী বলেন, এ বছর করোনার কারনে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরও ভেবেছিলাম বাগান থেকে লিচুর ভালো ফলন পাব। তা আর হলো না, রোদে পুড়ে লিচু ফেটে গেছে। লিচুর রং নষ্ট হয়ে যাচ্ছে। একমাত্র আয়ের উৎস থেকে যদি আয় করতে না পারি তাহলে আমাদের অনেক লোকসানে পড়তে হবে। আমরা বাগান মালিকরা সরকারের সহযোগিতা কামনা করছি
লিয়াকত আলী মোল্লা বলেন, এক যুগ আগে আমার বাবার হাতের তৈরি বাগানে এখন অনেক বড় বড় গাছ হলেও এ বছর আগের মতো ফলন পাচ্ছি না। বৃষ্টি না হওয়ায় ও চরম গরমের কারণে গাছেই লিচু নষ্ট হয়ে গেছে। লিচুর গায়ের চামড়া ফেটে যাওয়ায় ও মাঝে মাঝে কালো দাগ হওয়ায় বেপারিরা অনীহা প্রকাশ করছেন। তিনি আরো বলেন, আমাদের পরিবারে ৩৩ বিঘা জমিতে এ বাগান করা আছে, যা আমাদের পরিবারের আয়ের উৎস। আমাদের লিচু বাগান দেখে এখন এলাকার অনেকেই বাগান করছেন। আগে তাড়াশ উপজেলায় লিচুর বাগান করতে কৃষকদের তেমন কোনো আগ্রহ দেখা না গেলেও বর্তমানে আগ্রহ বাড়ছে। তাই কৃষি বিভাগ যদি লিচু চাষে সার্বিক সহযোগিতা দিয়ে সহায়তা করে তাহলে এ উপজেলায় লিচু চাষের অপার সম্ভাবনা হিসেবে দেখা যাবে।
এ ব্যাপারে তাড়াশ উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা বলেন, লিচুর পরাগায়নের সময় তাপমাত্রার তারতম্যের কারণে লিচুর ফলন কম হতে পারে। আমরা বাগান মালিকদের সব সময়ই ফল রক্ষায় বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। বাজারে লিচুর দাম একটু বেশি পেলে বাগান মালিকদের লিচু চাষে আগ্রহ বাড়ত।
এমএসএম / জামান

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু
