ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

তাড়াশে লিচু নিয়ে চিন্তিত কৃষক


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৫-২০২১ দুপুর ২:৫২

সিরাজগঞ্জের তাড়াশে লিচু নিয়ে চিন্তিত কৃষক। ইতোমধ্যেই রসালো ফল লিচু গাছ থেকে পেড়ে বিক্রি শুরু করেছেন কৃষকরা। লিচুর আশানুরূপ দাম না পাওয়ায় লোকসানে পড়তে পারেন বাগান মালিকরা। তেমনি একজন লিচু বাগান মালিক উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামের লিয়াকত আলী মোল্লা। বুকভরা আশা নিয়ে তার ৫ বিঘা জমিতে চিনি চম্পা, চায়না থ্রি, মোজাফোরসহ বেশ কয়েক জাতের লিচুর চাষ করেছিলেন। লিচু গাছে ফুল ফোটার দিকে ভালো ফলন ও লাভবান হওয়ার স্বপ্ন দেখলেও এখন তিনি হতাশার মধ্যে আছেন। কারণ এ বছর অনাবৃষ্টি ও অতিগরমে লিচু ফেটে যাওয়ায় ফলন ভালো না হওয়ায় ‍আশানুরূপ দাম পাচ্ছেন না।

লিয়াকত আলী মোল্লার স্ত্রী বলেন, এ বছর করোনার কারনে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরও ভেবেছিলাম বাগান থেকে লিচুর ভালো ফলন পাব। তা আর হলো না, রোদে পুড়ে লিচু ফেটে গেছে। লিচুর রং নষ্ট হয়ে যাচ্ছে। একমাত্র আয়ের উৎস থেকে যদি আয় করতে না পারি তাহলে আমাদের অনেক লোকসানে পড়তে হবে। আমরা বাগান মালিকরা সরকারের সহযোগিতা কামনা করছি

লিয়াকত আলী মোল্লা বলেন, এক যুগ আগে আমার বাবার হাতের তৈরি বাগানে এখন অনেক বড় বড় গাছ হলেও এ বছর আগের মতো ফলন পাচ্ছি না। বৃষ্টি না হওয়ায় ও চরম গরমের কারণে গাছেই  লিচু নষ্ট হয়ে গেছে। লিচুর গায়ের চামড়া ফেটে যাওয়ায় ও মাঝে মাঝে কালো দাগ হওয়ায় বেপারিরা অনীহা প্রকাশ করছেন। তিনি আরো বলেন, আমাদের পরিবারে ৩৩ বিঘা জমিতে এ বাগান করা আছে, যা আমাদের পরিবারের আয়ের উৎস। আমাদের লিচু বাগান দেখে এখন এলাকার অনেকেই বাগান করছেন। আগে তাড়াশ উপজেলায় লিচুর বাগান করতে কৃষকদের তেমন কোনো আগ্রহ দেখা না গেলেও বর্তমানে আগ্রহ বাড়ছে। তাই কৃষি বিভাগ যদি লিচু চাষে সার্বিক সহযোগিতা দিয়ে সহায়তা করে তাহলে এ উপজেলায় লিচু চাষের অপার সম্ভাবনা হিসেবে দেখা যাবে। 

এ ব্যাপারে তাড়াশ উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা বলেন, লিচুর পরাগায়নের সময় তাপমাত্রার তারতম্যের কারণে লিচুর ফলন কম হতে পারে। আমরা বাগান মালিকদের সব সময়ই ফল রক্ষায় বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। বাজারে লিচুর দাম একটু বেশি পেলে বাগান মালিকদের লিচু চাষে আগ্রহ বাড়ত।

এমএসএম / জামান

শালিখায় তিলাওয়াতুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বীজ কিনে প্রতারণার শিকার কৃষক শফিকুলের ১০ বিঘার ধানে চিটা

শিবচরে হত্যা মামলার প্রধান আসামি শাহাদাত গ্রেফতার

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় চার শ্রমিক নিহত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

শাজাহানপুরে বাসের ধাক্কায় যুবক নিহত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ব্রহ্মপুত্র তীরের কাশফুলের খর: অর্থনৈতিক উৎসে পরিণত

ধামইরহাটে জর্ডানে নারী কর্মী পাঠাতে প্রশাসনের উদ্যোগে কর্মশালা ও জব ফেয়ার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশে ৭৮ লাখ চক্ষু পরীক্ষা ও ৪৫ লাখ লোকের চিকিৎসা করেছে অরবিস