মুন্সীগঞ্জে ভূমিসহ ঘর পেল ২৯ ভূমিহীন পরিবার
মুন্সীগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩য় পর্যায়ের ২য় ধাপে গৃহ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে মোট ২৬ হাজার ২০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য সেমিপাকা ভূমি সহ ঘর হস্তান্তরের উদ্বোধন ঘোষণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুন্সীগঞ্জে ৩য় পর্যায়ের ২য় ধাপে মোট ২৯টি ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিলপত্রাদি বিতরন করা হয়। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মোহাম্মদ এনামুল আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) স্নেহাশিস দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান, সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম, জেলা এলজিইডি কর্মকর্তা মোনায়েম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মুহাম্মদ আল জুনায়েদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) সুমন দেব, ডেপুটি কালেক্টর মো. এরশাদ মিয়া, সহকারী কমিশনার হাছিবুর রহমান।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সহকারী কমিশনার সদর (ভূমি) কামরুল ইসলাম মারুফ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মুহাম্মদ আল জুনায়েদ। তিনি জানান, ঘরের যাবতীয় কার্যক্রম প্রায় শেষের দিকে। সদরে মোট ৬ জন উপকার ভোগি এবার দুই শতাংশ জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর পাচ্ছেন। যার মৌজা মূল্য অনুসারে প্রতিটি পরিবার প্রায় ১৬ লক্ষ টাকার আর্থিক মূল্যের ঘর পাচ্ছেন। প্রতিটি ঘরেই রয়েছে আধুনিক সুযোগ সুবিধা।
এদিকে জেলা প্রশাসনের দেয়া তথ্যমতে সদরে ৬টি, গজারিয়ায় ১১টি, টঙ্গিবাড়িতে ৩টি, লৌহজংয়ে ২টি, সিরাজদিখানে ৫টি, শ্রীনগরে ২টিসহ মোট ২৯টি পরিবার প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়েছে।
এদিকে, ঘর পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে উপকারভোগীরা জানান, আমরা সবাই অসচ্ছল ছিলাম, দিন এনে দিন খেতে পারতাম না। ছিল না মাথা গোঁজার ঠাঁই। শেখ হাসিনার জন্য আমরা শেষ আশ্রয়টুকু পেয়েছি। আমরা সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন