মুন্সীগঞ্জে ভূমিসহ ঘর পেল ২৯ ভূমিহীন পরিবার

মুন্সীগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩য় পর্যায়ের ২য় ধাপে গৃহ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে মোট ২৬ হাজার ২০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য সেমিপাকা ভূমি সহ ঘর হস্তান্তরের উদ্বোধন ঘোষণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুন্সীগঞ্জে ৩য় পর্যায়ের ২য় ধাপে মোট ২৯টি ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিলপত্রাদি বিতরন করা হয়। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মোহাম্মদ এনামুল আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) স্নেহাশিস দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান, সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম, জেলা এলজিইডি কর্মকর্তা মোনায়েম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মুহাম্মদ আল জুনায়েদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) সুমন দেব, ডেপুটি কালেক্টর মো. এরশাদ মিয়া, সহকারী কমিশনার হাছিবুর রহমান।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সহকারী কমিশনার সদর (ভূমি) কামরুল ইসলাম মারুফ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মুহাম্মদ আল জুনায়েদ। তিনি জানান, ঘরের যাবতীয় কার্যক্রম প্রায় শেষের দিকে। সদরে মোট ৬ জন উপকার ভোগি এবার দুই শতাংশ জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর পাচ্ছেন। যার মৌজা মূল্য অনুসারে প্রতিটি পরিবার প্রায় ১৬ লক্ষ টাকার আর্থিক মূল্যের ঘর পাচ্ছেন। প্রতিটি ঘরেই রয়েছে আধুনিক সুযোগ সুবিধা।
এদিকে জেলা প্রশাসনের দেয়া তথ্যমতে সদরে ৬টি, গজারিয়ায় ১১টি, টঙ্গিবাড়িতে ৩টি, লৌহজংয়ে ২টি, সিরাজদিখানে ৫টি, শ্রীনগরে ২টিসহ মোট ২৯টি পরিবার প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়েছে।
এদিকে, ঘর পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে উপকারভোগীরা জানান, আমরা সবাই অসচ্ছল ছিলাম, দিন এনে দিন খেতে পারতাম না। ছিল না মাথা গোঁজার ঠাঁই। শেখ হাসিনার জন্য আমরা শেষ আশ্রয়টুকু পেয়েছি। আমরা সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন
