ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

উপকূলীয় ২৫০ পরিবারের জন্য সুপেয় পানির সুব্যবস্থা করল পিকেএসএফ


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ২৭-৭-২০২২ বিকাল ৫:১৪

খুলনা জেলার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের ঋষি পাড়ায় একটি রিভার্স অসমোসিস প্ল্যান্ট বুধবার উদ্বোধন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার । বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত দেশের শীর্ষ উন্নয়ন প্রতিষ্ঠান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এই সুপেয় পানির প্ল্যান্ট স্থাপন করা হয়।

জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততার ফলে উপকূলীয় এলাকার মানুষ সুপেয় পানির তীব্র সঙ্কটে ভুগছেন। উপকূলীয় এলাকায় সুপেয় পানির অভিগম্যতা নিশ্চিতকরণে বাগেরহাট, বরগুনা, খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী ও পিরোজপুর জেলায় পিকেএসএফ এ পর্যন্ত ৭০টি পানির প্ল্যান্ট স্থাপন করেছে। পিকেএসএফ-এর সহায়তায় স্থাপিত এসব সুপেয় পানির প্ল্যান্টের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, প্ল্যান্টগুলোতে ভূগর্ভস্থ পানির পরিবর্তে ভূপৃষ্ঠের উন্মুক্ত উৎস থেকে পানি সংগ্রহ করা হয়।

পানির প্ল্যান্টটি উদ্বোধনকালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার বলেন, “বাংলাদেশ-সহ বিশ্বজুড়ে অসংখ্য মানুষ নিরাপদ পানির অভাবের মধ্যে বসবাস করছেন। মানুষের সুস্বাস্থ্যের জন্য নিরাপদ পানির অভাব পূরণ খুবই গুরুত্বপূর্ণ।” খুলনার এই সাংসদ দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান যেন দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার পানির সঙ্কটকে যথেষ্ট গুরুত্ব দেয় এবং স্বল্পমেয়াদ ও দীর্ঘমেয়াদে সঙ্কট সমাধানে উপযুক্ত পরিকল্পনা নিয়ে এগিয়ে আসে সে আহ্বান জানান।

পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার, এনডিসি, সুপেয় পানি নিশ্চিতকরণে পিকেএসএফ-এর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “নিরাপদ সুপেয় পানি মানুষের জীবন বাঁচায়, রোগ প্রতিরোধ করে এবং বিভিন্ন সমস্যাকে সম্ভাবনায় রূপ দেয়। শারীরিক সুস্থতা মানুষের স্বাভাবিক শিক্ষাজীবন ও কর্মজীবনের জন্য খুবই প্রয়োজন। আর এ কারণেই সুপেয় পানির অভাব রয়েছে এমন কমিউনিটিতে নিরাপদ পানি নিশ্চিতকরণকে পিকেএসএফ গুরুত্ব দিয়ে আসছে। পিকেএসএফ এর উন্নয়ন পরিকল্পনায় নিরাপদ পানি নিশ্চিতকরণের বিষয়টি তাই বিশেষ অগ্রাধিকার দিয়ে থাকে।”   

বুধবার উদ্বোধন হওয়া পানির প্ল্যান্টটি থেকে ঘন্টায় ১,০০০ লিটার সুপেয় পানি উৎপাদিত হবে, যা থেকে দৈনিক ২৫০টি পরিবারের প্রতিদিনের পানির অভাব পূরণ সম্ভব হবে। ইউনিসেফ-এর তথ্য অনুসারে, সবার জন্য খাবার পানি নিশ্চিতকরণে বাংলাদেশ প্রভূত অগ্রগতি অর্জন করেছে। দেশের ৯৭% মানুষের খাবার পানির সংস্থান রয়েছে। তবে, নিরাপদ সুপেয় পানির অভিগম্যতা রয়েছে মাত্র শতকরা ৩৪.৬ ভাগ মানুষের।

সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া, নদীর জোয়ার-ভাটার পরিবর্তন, ঘনঘন সাইক্লোন ও জলোচ্ছ্বাসের কারণে নিরাপদ পানির অভাব দিন দিন আরও বেড়ে যাচ্ছে। ঘনঘন প্রাকৃতিক দুর্যোগ যেমন- বন্যা, সাইক্লোন ও জলোচ্ছ্বাসের কারণে খাবার পানির বিভিন্ন উৎস দূষিত হচ্ছে। এই সংকটের নির্মম বৈষম্যের শিকার দেশের নারী ও মেয়ে শিশুরা যারা ঐতিহ্যগতভাবে সুপেয় পানি সংগ্রহের ভার বহন করে থাকে। সঙ্কটপীড়িত অঞ্চলে সুপেয় পানির অভাব পূরণে পিকেএসএফ এ যাবৎ ৪৯ কোটি টাকা ব্যয়ে ৯টি উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের মধ্যে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ, রিভার্স অসমোসিস প্ল্যান্ট স্থাপন, প্রাকৃতিক দুর্যোগকালে নিরাপদ সুপেয় পানি বিতরণ এবং পাহাড়ি এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় গভীর ও অগভীর নলকূপ ও সাপ্লাই পাইপলাইন স্থাপন উল্লেখযোগ্য।

সাদিক পলাশ / সাদিক পলাশ

মিরপুর কাঁচাবাজার উচ্ছেদযোগ্য মাটি ভাড়ার আদেশ বাতিল করে চিঠি

সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন নয়ন কুমার বর্মন

ছাত্রদলের সমাবেশে পরিপূর্ণ শাহবাগ

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কমিটি গঠিত

মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে র‍্যাবের সেমিনার অনুষ্ঠিত

পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

উত্তরার বিদ্যাপিট নওয়াব হাবিবুল্লাহ এর এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান- ছাত্রনেতা মাইদুল হাসান সিয়াম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে

ই-কমার্স খাতে বিশেষ অবদানের জন্য বাফেসাপ আইকনিক অ্যাওয়ার্ড পেল ই-ক্রয় ডটকম