ঢাকা সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

উপকূলীয় ২৫০ পরিবারের জন্য সুপেয় পানির সুব্যবস্থা করল পিকেএসএফ


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ২৭-৭-২০২২ বিকাল ৫:১৪

খুলনা জেলার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের ঋষি পাড়ায় একটি রিভার্স অসমোসিস প্ল্যান্ট বুধবার উদ্বোধন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার । বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত দেশের শীর্ষ উন্নয়ন প্রতিষ্ঠান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এই সুপেয় পানির প্ল্যান্ট স্থাপন করা হয়।

জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততার ফলে উপকূলীয় এলাকার মানুষ সুপেয় পানির তীব্র সঙ্কটে ভুগছেন। উপকূলীয় এলাকায় সুপেয় পানির অভিগম্যতা নিশ্চিতকরণে বাগেরহাট, বরগুনা, খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী ও পিরোজপুর জেলায় পিকেএসএফ এ পর্যন্ত ৭০টি পানির প্ল্যান্ট স্থাপন করেছে। পিকেএসএফ-এর সহায়তায় স্থাপিত এসব সুপেয় পানির প্ল্যান্টের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, প্ল্যান্টগুলোতে ভূগর্ভস্থ পানির পরিবর্তে ভূপৃষ্ঠের উন্মুক্ত উৎস থেকে পানি সংগ্রহ করা হয়।

পানির প্ল্যান্টটি উদ্বোধনকালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার বলেন, “বাংলাদেশ-সহ বিশ্বজুড়ে অসংখ্য মানুষ নিরাপদ পানির অভাবের মধ্যে বসবাস করছেন। মানুষের সুস্বাস্থ্যের জন্য নিরাপদ পানির অভাব পূরণ খুবই গুরুত্বপূর্ণ।” খুলনার এই সাংসদ দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান যেন দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার পানির সঙ্কটকে যথেষ্ট গুরুত্ব দেয় এবং স্বল্পমেয়াদ ও দীর্ঘমেয়াদে সঙ্কট সমাধানে উপযুক্ত পরিকল্পনা নিয়ে এগিয়ে আসে সে আহ্বান জানান।

পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার, এনডিসি, সুপেয় পানি নিশ্চিতকরণে পিকেএসএফ-এর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “নিরাপদ সুপেয় পানি মানুষের জীবন বাঁচায়, রোগ প্রতিরোধ করে এবং বিভিন্ন সমস্যাকে সম্ভাবনায় রূপ দেয়। শারীরিক সুস্থতা মানুষের স্বাভাবিক শিক্ষাজীবন ও কর্মজীবনের জন্য খুবই প্রয়োজন। আর এ কারণেই সুপেয় পানির অভাব রয়েছে এমন কমিউনিটিতে নিরাপদ পানি নিশ্চিতকরণকে পিকেএসএফ গুরুত্ব দিয়ে আসছে। পিকেএসএফ এর উন্নয়ন পরিকল্পনায় নিরাপদ পানি নিশ্চিতকরণের বিষয়টি তাই বিশেষ অগ্রাধিকার দিয়ে থাকে।”   

বুধবার উদ্বোধন হওয়া পানির প্ল্যান্টটি থেকে ঘন্টায় ১,০০০ লিটার সুপেয় পানি উৎপাদিত হবে, যা থেকে দৈনিক ২৫০টি পরিবারের প্রতিদিনের পানির অভাব পূরণ সম্ভব হবে। ইউনিসেফ-এর তথ্য অনুসারে, সবার জন্য খাবার পানি নিশ্চিতকরণে বাংলাদেশ প্রভূত অগ্রগতি অর্জন করেছে। দেশের ৯৭% মানুষের খাবার পানির সংস্থান রয়েছে। তবে, নিরাপদ সুপেয় পানির অভিগম্যতা রয়েছে মাত্র শতকরা ৩৪.৬ ভাগ মানুষের।

সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া, নদীর জোয়ার-ভাটার পরিবর্তন, ঘনঘন সাইক্লোন ও জলোচ্ছ্বাসের কারণে নিরাপদ পানির অভাব দিন দিন আরও বেড়ে যাচ্ছে। ঘনঘন প্রাকৃতিক দুর্যোগ যেমন- বন্যা, সাইক্লোন ও জলোচ্ছ্বাসের কারণে খাবার পানির বিভিন্ন উৎস দূষিত হচ্ছে। এই সংকটের নির্মম বৈষম্যের শিকার দেশের নারী ও মেয়ে শিশুরা যারা ঐতিহ্যগতভাবে সুপেয় পানি সংগ্রহের ভার বহন করে থাকে। সঙ্কটপীড়িত অঞ্চলে সুপেয় পানির অভাব পূরণে পিকেএসএফ এ যাবৎ ৪৯ কোটি টাকা ব্যয়ে ৯টি উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের মধ্যে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ, রিভার্স অসমোসিস প্ল্যান্ট স্থাপন, প্রাকৃতিক দুর্যোগকালে নিরাপদ সুপেয় পানি বিতরণ এবং পাহাড়ি এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় গভীর ও অগভীর নলকূপ ও সাপ্লাই পাইপলাইন স্থাপন উল্লেখযোগ্য।

সাদিক পলাশ / সাদিক পলাশ

ঢাকা ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ সভা

সঠিক প্রক্রিয়ায় টেন্ডার না হওয়ায়, কাজ সম্পূর্ণে ব্যর্থ হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান

রাজধানীর গুলশান-বনানী মণ্ডপে প্রতিমা বিসর্জন শেষে মা দূর্গার শান্তির জল প্রদান

‘সমন্বয়ক’পরিচয়ে উত্তরায় বেপরোয়া আকাশ

উপকূলীয় নারীদের কথা তুলে ধরলেন অধ্যাপক ড. জুলফিকার

পূর্বাচল ৩০০ ফিট সড়কে ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ

ডিএমপির মুগদায় মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস