জীবননগরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ইব্রাহিমপুরের মেহেরুন্নেসা পার্কের পেশাগত দায়িত্ব পালনের সময় জীবননগর সাংবাদিক সমিতির সেক্রেটারি জামাল হোসেন খোকনসহ ৫ সংবাদিকের নামে ১০০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিস পাঠানোর কারণে ও দামড়ুহুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান কৃর্তৃক দৈনিক সকালের সময় পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শামীম রেজার ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় জীবননগর সাংবাদিক সমিতির আয়োজনে জীবননগর বাসস্ট্যান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন দামুড়হুদা, দর্শনা ও জীবননগরে কর্মরত সকল ইলেকট্রনিক ও প্রেস মিডিয়ার সাংবাদিকরা।
দৈনিক সকালের সময় জীবননগর উপজেলা প্রতিনিধি মুকুলের সঞ্চালনায় এবং জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবুর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, জীবননগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুর নবী, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আউয়াল হোসেন, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, দৈনিক এই আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এএইচএম হাকিম এবং দৈনিক জনবাণীর স্টাফ রিপোর্টার মাসুরা টুনি।
এ সময় উপস্থিত ছিলেন- হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি মতিউর রহমান, বাংলা টিভির জেলা প্রতিনিধি মামুন মোল্লা, মাই টিভির জীবননগর উপজেলা প্রতিনিধি মিথুন মাহমুদ, দৈনিক বসুন্ধরার জেলা প্রতিনিধি এ আর নয়ন, দৈনিক আকাশ খবর পত্রিকার জীবননগর ব্যুরোপ্রধান মুতাছিন বিল্লাহ, দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি শামীম রেজা, দৈনিক সকালের সময় পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি জাহাঙ্গীর, সাংবাদিক আজিজুর রহমান, লিটন, এ আর ডাবলু, জাহিদ হাসান, আতিয়ার প্রমুখ।
উল্লেখ্য, দামুড়হুদা উপজেলা কৃষি অধিদপ্তর থেকে ২০২১-২২ অর্থবছরে রাজস্ব প্রকল্পের রবি মৌসুমের পেঁয়াজের ফলোআপ বীজ ২৫০-৩০০ জনকে দেয়ার কথা ছিল। কিন্তু তা কতজনকে দেয়া হয়েছে- বিষয়টি জানার জন্য দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি শামীম রেজা গত রোববার দুপুরে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের অফিসে যান। অফিসে যাওয়ার পর কৃষি কর্মকর্তার কাছে উক্ত বিষয়ে তথ্য চাইলে তিনি তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন এবং অফিসের কর্মচারীদের রুমের দরজা বন্ধ করে দিয়ে সেই সাথে অফিসে কর্মরত কর্মকর্তাদের একটা লাঠি আনতে বলেন এবং পিটিয়ে মেরে ফেলার হুমকি প্রদান করেন। একই সাথে তাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন। এরপর সাংবাদিক শামীম রেজার কাছে থাকা মোবাইল কেড়ে নিয়ে রুমের ভেতরে অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে পত্রিকার স্টাফ রিপোর্টার মো. সাজেদুর রহমান কৃষি কর্মকর্তাকে ফোন দিলে তিনি কিছু সময়ের মধ্যেই তাকে ছেড়ে দেন।
শামীম রেজার সাথে ঘটে যাওয়া দামুড়হুদা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চুয়াডাঙ্গা জেলার সাংবাদিকরা ক্ষোভে ফেটে পড়েন।
এছাড়াও ইব্রাহিমপুরের মেহেরুন্নেসা পার্কের বিরুদ্ধে নিউজ করাতে জীবননগর সাংবাদিক সমিতির সেক্রেটারী জামাল হোসেন খকনসহ ৫ সংবাদিকের নামে ১০০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিস পাঠানো হয়। তারই প্রতিবাদে আজ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, চুয়াডাঙ্গা জেলার সাংবাদিকদের ওপর একের পর এক হামলা ও মামলা দিয়ে যেভাবে হেনস্তা করছে, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আল্টিমেটাম দিচ্ছি- সাংবাদিক শামীম রেজার ওপর হামলাকারী দামুড়হুদা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানকে গ্রেফতার করতে হবে। সেই সাথে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের নিশ্চয়তা দিতে হবে।
এছাড়াও ইব্রাহিমপুরের মেহেরুন্নেসা পার্কের বিরুদ্ধে নিউজ করায় জীবননগর সাংবাদিক সমিতি সেক্রেটারি জামাল হোসেন খোকনসহ ৫ সাংবাদিকদের নামে যে ১০০ কোটি টাকার মিথ্যা মানহানির লিগাল নোটিস পাঠানো হয়েছে তা যেন প্রত্যাহার করা হয়। অন্যথায় চুয়াডাঙ্গা জেলার সাংবাদিকবৃন্দ আরো কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
এমএসএম / জামান
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন
হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়