ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

হাটিকুমরুল মহাসড়ক দখল করে আছে পরিত্যক্ত গাড়ি


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ২৯-৭-২০২২ রাত ৮:৮
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোল চত্বর এলাকার  ঢাকা বগুড়া মহাসড়ক দীর্ঘদিন যাবৎ দখল করে আছে পরিত্যক্ত ভাঙ্গাচুরা গাড়ি। হাটিকুমরুল হাইওয়ে থানার ভেতরে গাড়ি রাখার যায়গা থাকলেও থানার ভেতর পরিত্যক্ত ভাঙ্গাচুরা গাড়ি না রেখে মহা সড়কের পাশে  মহাসড়ক দখল করে রেখেছে পরিত্যক্ত/দূর্ঘটনা কবলিত ভাঙ্গাচুরা গাড়ি। 
 
মহাসড়কের পাশে গাড়ি রাখার কারনে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন পরিবহন চালকরা। পরিবহন চালকরা বলছেন হাটিকুমরুল হাইওয়ে থানায় পরিত্যক্ত ভাঙ্গাচুরা গাড়ি রাখার জায়গা থাকলেও কেন তা না রেখে মহাসড়ক দখল করে রেখেছেন, আর কি করনে গাড়ি গুলো থানার ভিতর নেয়া হয় না, আর কেনোই বা কি কারনে মহাসড়ক দখল করে বাহিরে রাখা হয় পরিত্যক্ত এই ভাঙ্গাচুরা  গাড়ি গুলা তা নিয়ে নানা প্রশ্ন পরিবহন চালকদের। সিরাজগঞ্জ রোড ঢাকা বাস ট্যান্ডে পরিত্যক্ত ভাঙ্গাচুরা গাড়ি রাখার কারনে মহাসড়কের পাশে বাস গাড়ি পার্কিং এর জায়গায় নানা সময় নানা সমস্যা দেখা দিচ্ছে। 
 
বছরের পর বছর জুরে হাটিকুমরুল হাইওয়ে থানার সামনে বেশ কিছু গাড়ি পরে থাকে অজতনে অবহেলায় লক্ষাদিক টাকার এ গাড়ি গুলো অনেকদিন যাবত পরে থাকার কারনে অনৈতিক ভাবে মান হারায়। কিন্তু মামলা সহ নানা জটিলতার কারনে মালিক পক্ষ বুঝে নিতে পারেনা এ গাড়ি গুলো। যার ফলে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তারাও। 
 
মটর সাইকেল, বাস,ট্রাক,পিকাপ ভ্যান,অটোরিকশা, সি এন জি, আর কি নেই হঠাৎ দেখলে মনে হবে এগুলো পরিত্যক্ত গ্যারেজ। দীর্ঘদিন খোলা আকাশের নীচে রোদে পুরে ঝর বৃষ্টিতে জরাজীর্ণ হয়ে গেছে গাড়ি গুলো আর পরে থাকা গাড়ি গুলো এখন আর ব্যাবহার উপযোগী নেই। অনেক গাড়ির চুরি হয়ে গেছে যন্ত্রাংশ হাটিকুমরুল হাইওয়ে থানার ভিতর অথবা বাহিরে দৃশ্য দেখছে এলাকাবাসী যে গাড়ি গুলোর বয়স পাঁচ থেকে দশ বছরেরও বেশি। 
এসব গাড়ির মূল্য তিন লক্ষ টাকা থেকে কয়েক কোটি টাকা পর্যন্ত। 
 
চুরি, ডাকাতি,ছিনতাই, সড়ক দূর্ঘটনা, মাদক বহন ও আইন ভংগের কারনে সড়ক দুর্ঘটনা  আটক কারা হয় এসব যানবহন গুলো। হাটিকুমরুল হাইওয়ে পুলিশ বলছেন থানার ভিতরে জায়গা কম থাকা  ও নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা না থাকায় যতদিন না পুলিশ ডাম্পিং ব্যবস্থা করতে পারবে দাড়ির নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। 
 
গাড়ির ছাড়িয়ে নিতে মালিকের না আসা আদালতের নির্দেশ ছাড়া গাড়ি নিলামে বিক্রি করতে না পারা থানা কর্তৃপক্ষ জব্দ যানবাহন সম্পর্কে আদালতকে কিছু অবগত না করা। কোন দুর্ঘটনার পর মালিক যদি গাড়ি ফিরিয়ে নিতে চান তবে আদালতে আবেদন করেন। আদালতের আবেদনের পর থানা পুলিশকে মালিকানা যাচাই করে ফেরত দিতে নির্দেশনা দেওয়া হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে মালিকরা আদালতে আবেদন করেন না। 
 
এবিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান বলেন পরিত্যক্ত গাড়ি গুলো মহাসড়কের উপরে রাখা হয়নি মহাসড়কের পাশে সাইট করে রাখা হয়েছে হাইওয়ে থানার ভিতর রাখার জায়গা নাই আর আদালতের আদেশ হলে ছেড়ে দেয়া হবে। 

এমএসএম / এমএসএম

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ বশির