দামড়ুহুদায় কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বিরুদ্ধে সুবিধা বঞ্চিত কৃষকদের সাংবাদিক সম্মেলন
চুয়াডাঙ্গার দামড়ুহুদা উপজেলার কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে দামুড়হুদা উপজেলার সুবিধা বঞ্চিত কৃষকের পক্ষে দামুড়হুদা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করা হয়।
আর এই সাংবাদিক সম্মেলনে প্রান্তিক কৃষকের পক্ষ হয়ে উপস্থিত ছিলেন , কৃষক আনিসুজ্জামান জামান তুহিন, কৃষক মোঃ শফিকুল ইসলাম, কৃষক মোঃ মিজানুর রহমান, কৃষক মোঃ সাইদুর রহমান, কৃষক মোঃ জুনায়েদ হোসেন, কৃষক মোঃ মনোয়ার হোসেনসহ প্রমুখ।
জানা যায়, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান নিজের দুর্নীতি ও অভিযোগ ঢাকতে ভাড়াটিয়া লোকজনদেরকে কৃষক বানিয়ে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে একটি প্রেস ব্রিফিং দেয়। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের তারা দিতে না পেরে মুখ লুকিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এছাড়াও একজন সাংবাদিক উপস্থিত ভাড়াটিয়া কৃষকদের প্রশ্ন করেন যে, কৃষি কর্মকর্তার সরকারি দাপ্তরিক কাজের ব্যাপারে কোন কৃষক মাথা ঘামাতে পারে কিনা অথবা অংশগ্রহণ করতে পারে কিনা কিন্তু তারা এরকম প্রশ্নের উত্তর না দিতে পারায় দ্রুত প্রেসক্লাব থেকে পালিয়ে যায়।
এছাড়াও কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান তার দুর্নীতির সকল তথ্য গোপন রাখতে বিভিন্ন সরকারি কর্মকর্তার ম্যানেজ প্রক্রিয়া সহ স্থানীয় কৃষকদের টাকার বিনিময়ে ব্যবহার করার অভিযোগ উঠে এসেছে। এছাড়াও তার নিজের দুর্নীতি গোপন রাখতে ও চেয়ার বাঁচাতে বিভিন্ন উপর মহলের লক্ষাধিক টাকা দেওয়ার অভিযোগ উঠে এসেছে।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার দুপুর বারোটার সময় দামুড়হুদা প্রেসক্লাবে দামুড়হুদার সকল সুবিধা বঞ্চিত কৃষকদের পক্ষ থেকে দামুড়হুদা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান এর বিরুদ্ধে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। আর এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে উপস্থিত প্রান্তিক কৃষকগণ বলেন, আমরা বিভিন্ন গ্রামের প্রান্তিক কৃষক, আমরা দামুড়হুদা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কৃষি ও কৃষক সমাজের উন্নয়নে বর্তমান সরকারের বিনামূল্যে দেয়া বিভিন্ন কৃষি উপকরণ পণ্য ও কৃষি প্রদর্শনী চাষ সহ প্রণোদনা সুবিধা সহ কোন প্রকার বরাদ্দ ও সুযোগ-সুবিধা পায় না,যার ফলে কৃষি ও কৃষকের উন্নয়ন কল্যাণে সরকারের মহতী উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে দামুড়হুদা উপজেলার সকল প্রকার প্রান্তিক কৃষক মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া কৃষি উপকরণ থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত। দামুড়হুদা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান তার নিকট আত্মীয় শামসুল ইসলাম মেম্বারকে তার মন গড়া দামুড়হুদা উপজেলা কৃষক সংগঠনের সভাপতি বানিয়ে সরকারের বরাদ্দকৃত কৃষি উপকরণ ও প্রদর্শনী প্লটের বরাদ্দসহ বিভিন্ন কৃষি উপকরণ বন্টনে ব্যাপক অনিয়ম করে আসছেন যা মাঠ পর্যায়ে তদন্ত করলে প্রদর্শনী প্লটের ব্যাপক অনিয়ম ও দুর্নীতি ধরা পড়বে বলে আমরা মনে করি । এদিকে সরকারের মহতী কর্মসূচির উদ্দেশ্য এবং লক্ষ্য মাত্রা এ ধরনের কৃষি কর্মকর্তার কারণে বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়াও এ ধরনের দুর্নীতি পরায়ন কৃষি কর্মকর্তার কারণে একদিকে যেমন কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অপরদিকে বাংলাদেশ সরকারের সুনাম নষ্ট হচ্ছে। এছাড়াও আমাদের প্রতিটি কথা মাঠ পর্যায়ে তদন্ত করলে তার সকল দুর্নীতি অনিয়ম ধরা পড়বে বলে আমরা মনে করি। এছাড়াও তারা বলেন দুর্নীতি পরায়ন কৃষি কর্মকর্তা নিজের চেয়ার বাঁচাতে উদ্বোধন কর্মকর্তাদের লক্ষাধিক টাকা দিয়ে ম্যানেজ করার পায়তারা চালিয়ে যাচ্ছে।
আর এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ,দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবীর, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারণ সম্পাদক এসএম ওসমান আলী, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজু, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সধারণ সম্পাদক আতিয়ার রহমান।দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মাহমুদ, দামুড়হুদা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল শিশির,সাংবাদিক আলি আজগর সোনা, তানজির ফয়সাল, মেহেদী হাসান মিলন, আহসান হাবীব মামুন, জাহাঙ্গীর আলম, মিরাজুল ইসলাম মিরাজ,সনজু সহ প্রমুখ।
এছাড়াও প্রান্তিক সুবিধা বঞ্চিত কৃষকরা বলেন সরকার যদি দুর্নীতিপরায়ণ দামুড়হুদা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।
এমএসএম / এমএসএম
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন
হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়