পঞ্চগড়ে প্রভাবশালী শিক্ষিকার স্কুল ফাঁকি, ব্যবস্থা নেয়নি কেউ
পঞ্চগড়ের বোদা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা প্রেমহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. শামীমা নাহরীনের বিরুদ্ধে স্কুল ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে। মাসে দুই থেকে চার দিন স্কুলে আসেন এবং দু-একটি ক্লাস নিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান তিনি। বিষয়টি প্রধান শিক্ষক থেকে শিক্ষা অফিসার সবাই জানলেও প্রভাবশালী হওয়ায় কেউ কোনো আইনি পদক্ষেপ নেননি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ হাসান বলছেন, অনুপস্থিতির বিষয়ে জানা নিই। যে ছুটি নিয়েছে সেটা অর্জিত, মেডিকেল ছুটির বিষয়ে গত মাসে যে ছুটি চেয়েছেন আমরা সেটা জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সিভিল সার্জনের কাছে আবেদন করব মেডিকেল বোর্ড বসানোর। তারা সিদ্ধান্ত নেবেন তিনি অসুস্থ কি-না।
শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, মাসে দুই থেকে একবার স্কুলে এসে ক্লাস নিয়ে স্বাক্ষর করে চলে যান। মাসের পর মাস স্কুল ফাঁকি ও ছুটিতে থাকায় বিপাকে পড়েন অন্য শিক্ষকরা।
অভিযোগ রয়েছে, প্রভাবশালী হওয়ায় স্কুল ফাঁকি দেন তিনি। ওই শিক্ষিকার স্বামী সাদেক সারওয়ার সেলিম রংপুরের খাদ্য বিভাগের একজন কর্মকর্তা। অঢেল সম্পদের মালিক, শুধু নামের জন্যই চাকরি ধরে রেখেছেন বলে দাবি তাদের।
জানা গেছে, ২০১৬ সালের ২৯ জুন নিয়োগ পেয়ে যোগদান করে পঞ্চগড় সদর উপজেলার বালিয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ মার্চ ২০১৮ পর্যন্ত কর্মরত ছিলেন। সেখানে তিনি সরকারি ছুটি বাদে নৈমিত্তিক ছুটি নিয়েছেন ১৫ দিন, দুই দফায় মেডিকেল ছুটি নিয়েছেন ৬ মাস। কিন্তু ছুটি কাটিয়েছেন ৭ মাস ৭ দিন এবং স্কুলে অনুপস্থিত ছিলেন ৩৩ দিন। পরে বদলি হয়ে একই উপজেলার মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ মার্চ ২০১৮ থেকে ১৯ জানুয়ারি ২০১৯ পর্যন্ত কর্মরত ছিলেন। সেখানে সরকারি ছুটি বাদে ২০ দিন মেডিকেল ও নৈমিত্তিক ১৭ দিন ছুটি নিয়েছেন।
২২ জানুয়ারি ২০১৯ থেকে এখন পর্যন্ত তিনি বোদা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা প্রেমহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। সেখানে দেড় বছর করোনাকালীন ছুটি ও সরকারি ছুটি বাদে ৯ বার মেডিকেল ও নৈমিত্তিক ছুটিতে ৬ মাস কাটিয়েছেন। বর্তমানে ওই শিক্ষিকা বিদ্যালয়ে অনুপস্থিত আছেন। চাকরিতে যোগদানের পর থেকে এ পর্যন্ত ৬ বছর ১ মাসের মধ্যে দেড় বছর করোনাকালীন ছুটি, সরকারি ছুটি বাদে মেডিকেল ছুটি ৩৮৮ দিন, নৈমিত্তিক ৬৭ এবং অনুপস্থিত ছিলেন ৩৪ দিন।
ব্যাক পেইনসহ বিভিন্ন সমস্যার কারণে মেডিকেল ছুটি নিয়েছেন বলে জানান অভিযুক্ত সহকারী শিক্ষিকা মোছা. শামীমা নাহরীন। তবে অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে নেটওয়ার্কের সমস্যা বলে ফোন কেটে দেন। পরে বারবার ফোন করলেও ধরেননি তিনি।
স্কুলের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র রায় জানান, জুলাইয়ের ৩ তারিখ হতে মেডিকেল ছুটির আবেদন দিয়ে অনুপস্থিত আছেন তিনি। বিষয়টি কতৃপক্ষকে অবগত করেছি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম জানান, মেডিকেল ছুটির জন্য ডাক্তারের পরামর্শপত্রসহ আবেদন করবে। কর্তৃপক্ষের সন্দেহ হলে মেডিকেল বোর্ডে পাঠানো হবে স্বাস্থ্য পরীক্ষার জন্য। বারবার মেডিকেল ছুটি নেয়ার বিষয়ে তিনি বিষয়টি ভালো লক্ষ্মণ নয় বলে উল্লেখ করেন। ৬ বছরে ১২ বার মেডিকেল ছুটির বিষয়টি দেখতে চেয়েছেন বলে জানান তিনি।
এমএসএম / জামান
সুনামগঞ্জে গৃহবধূ সুমি দাশের আত্মহত্যা এখন হত্যা মামলায় রূপান্তর, স্বামী কারাগারে
একনজরে লক্ষ্মীপুর জেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
পাঁচবিবিতে দৈনিক সকালের সময় পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রাণীনগর- আদমদীঘি সীমান্ত রেখার ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত
বারহাট্টাবাসীর জনপ্রিয়তার শীর্ষে বিএনপি'র প্রার্থী ডাঃ আনোয়ারুল হক
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত
বেনাপোল বন্দরে সিন্ডিকেটের কারসাজিতে চলছে শুল্কফাঁকি
চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন
লাকসামের অলি-গলিতে শীতের পিঠা বিক্রেতাদের মহা-ধুমধাম
শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
মনপুরায় আইনের জালে প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার, আ.লীগ নেতা আটক
শালিখায় ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন-জেলা প্রশাসক
Link Copied