ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

নিষেধাজ্ঞা বাস্তবায়নে ছুটির দিনেও মাঠে ফেনীর ডিসি


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ৩-৭-২০২১ দুপুর ৩:৪২
সরকারি নির্দেশনার মোতাবেক ৭ দিনের কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়নে ফেনীতে শক্ত অবস্থানে রয়েছে প্রশাসন। মানুষকে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতন করতে মাঠপর্যােয়ে কাজ করছে পুলিশ, বিজিবি, র‌্যার ও সেনাবাহিনী। তৎপর রয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও। প্রচণ্ড বৃষ্টি আর বৈরী আবহাওয়ার মধ্যেও তারা মাঠে কাজ করে যাচ্ছেন।
 
শুক্রবার (২ জুলাই) সকালে জেলার দাগনভূঞা পৌর শহরে দেখা যায় জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানকে। তিনি লকডাউন পরিস্থিতি পরিদর্শন করতে সেখানে যান। এ সময় জেলা প্রশাসক বলেন, যে কোনোভাবে সরকার নির্ধারিত কঠোর বিধিনিষেধ মানুষকে মানাতে হবে। মানুষ যদি সচেতন হয় তাহলে তাদের নিজেদের জন্যই মঙ্গল।
 
তিনি আরো বলেন, সরকারি নির্দেশনা মানাতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্দেশনা লঙ্ঘন করলে গ্রেফতার, জরিমানাসহ যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবেন তারা।
 
এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন- দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক খান, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, কাউন্সিলর নুরুল হুদা সেলিম, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য বেলাল, বাহাদুর।
 
সরকার নির্দেশিত সাত দিনের কঠোর নিষেধাজ্ঞার দ্বিতীয় দিন চলছে। এটি বাস্তবায়নে জেলাজুড়ে মাঠে ছিল সেনাবাহিনী, পুলিশ, র‌্যার-৭ ও বিজিবি সদস্যরা। সকালে শহরের বিভিন্ন স্থানে হ্যান্ডমাইকে প্রচারণা ও সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন বিজিবির ফেনী ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় মাস্ক ব্যবহারে মানুষজনকে উদুদ্ধ করাসহ বিনা প্রয়োজনে যারা ঘর থেকে বেরিয়েছেন তাদের ফিরিয়ে দিয়েছেন।
ফেনী বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সেলিমুদ্দোজা জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়নে ফেনীতে ২ প্লাটুন বিজিবি সদস্য কাজ করছে। একই সময় শহরের বিভিন্ন স্থানে টহল দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা৷ এছাড়াও শহরজুড়ে র‌্যার-৭-এর সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।
 
পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে পুলিশ সদস্যদের তল্লাশি করতে দেখা গেছে। বিনা কারণে ঘর থেকে বের হলে মানুষজনকে জিজ্ঞাসাবাদসহ তাদের ঘরে ফিরে যেতে বাধ্য করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
 
অন্যদিকে, কঠোর বিধিনিষেধে সকাল থেকে ফেনীর ব্যস্ত সড়কগুলো অন্যদিনের তুলনায় ছিল বেশ ফাঁকা।

এমএসএম / জামান

তেলের ট্রাকে বিস্ফোরণ : পুড়ল ৪শ ব্যারেল তেল, ৮ দোকান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন প্রফেসর আবুল কাসেম ফজলুল হক

গোদাগাড়ীতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

জয়পুরহাটে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরে কারখানায় আগুনে নিহত ১

রৌমারীতে আটক ৯টির মধ্যে ১টি জমা না দেওয়ার অভিযোগ বিজিবি’র বিরুদ্ধে

পটুয়াখালীর ধানক্ষেত থেকে ১টি শঙ্খিনী সাপ উদ্ধার

কামারখন্দে কোনাবাড়ি ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আলোচনা সভায়

মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে পুলিশ সদস্যকে গুলি

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে নৌকায় ডাকাতি

পটুয়াখালীতে পৌর মাছ বাজারের ঘাট পুনরুদ্ধার, খুশি ব্যবসায়ীরা

নওয়াপাড়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকিং সেমিনার অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে ৬ দুর্ঘটনাঃ নিহত ১