নিষেধাজ্ঞা বাস্তবায়নে ছুটির দিনেও মাঠে ফেনীর ডিসি

সরকারি নির্দেশনার মোতাবেক ৭ দিনের কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়নে ফেনীতে শক্ত অবস্থানে রয়েছে প্রশাসন। মানুষকে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতন করতে মাঠপর্যােয়ে কাজ করছে পুলিশ, বিজিবি, র্যার ও সেনাবাহিনী। তৎপর রয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও। প্রচণ্ড বৃষ্টি আর বৈরী আবহাওয়ার মধ্যেও তারা মাঠে কাজ করে যাচ্ছেন।
শুক্রবার (২ জুলাই) সকালে জেলার দাগনভূঞা পৌর শহরে দেখা যায় জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানকে। তিনি লকডাউন পরিস্থিতি পরিদর্শন করতে সেখানে যান। এ সময় জেলা প্রশাসক বলেন, যে কোনোভাবে সরকার নির্ধারিত কঠোর বিধিনিষেধ মানুষকে মানাতে হবে। মানুষ যদি সচেতন হয় তাহলে তাদের নিজেদের জন্যই মঙ্গল।
তিনি আরো বলেন, সরকারি নির্দেশনা মানাতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্দেশনা লঙ্ঘন করলে গ্রেফতার, জরিমানাসহ যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবেন তারা।
এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন- দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক খান, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, কাউন্সিলর নুরুল হুদা সেলিম, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য বেলাল, বাহাদুর।
সরকার নির্দেশিত সাত দিনের কঠোর নিষেধাজ্ঞার দ্বিতীয় দিন চলছে। এটি বাস্তবায়নে জেলাজুড়ে মাঠে ছিল সেনাবাহিনী, পুলিশ, র্যার-৭ ও বিজিবি সদস্যরা। সকালে শহরের বিভিন্ন স্থানে হ্যান্ডমাইকে প্রচারণা ও সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন বিজিবির ফেনী ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় মাস্ক ব্যবহারে মানুষজনকে উদুদ্ধ করাসহ বিনা প্রয়োজনে যারা ঘর থেকে বেরিয়েছেন তাদের ফিরিয়ে দিয়েছেন।
ফেনী বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সেলিমুদ্দোজা জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়নে ফেনীতে ২ প্লাটুন বিজিবি সদস্য কাজ করছে। একই সময় শহরের বিভিন্ন স্থানে টহল দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা৷ এছাড়াও শহরজুড়ে র্যার-৭-এর সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।
পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে পুলিশ সদস্যদের তল্লাশি করতে দেখা গেছে। বিনা কারণে ঘর থেকে বের হলে মানুষজনকে জিজ্ঞাসাবাদসহ তাদের ঘরে ফিরে যেতে বাধ্য করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অন্যদিকে, কঠোর বিধিনিষেধে সকাল থেকে ফেনীর ব্যস্ত সড়কগুলো অন্যদিনের তুলনায় ছিল বেশ ফাঁকা।
এমএসএম / জামান

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত

জয়পুরহাট জেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভূমিকা, করণীয় ও সরকারের সহযোগিতা শীর্ষক সেমিনার

অভয়নগরে নারীকে হত্যার চেষ্টায় আটক ১

শেরপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

দারিয়াপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কার্ড বিতরণ

রাজিবপুরে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)র পরিচিত সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত

আদালতের আদেশে জব্দকৃত বালু প্রতিস্থাপন করেছে বনবিভাগ

কাতলামারীতে নয়, সদরেই চাই টেকনিক্যাল কলেজ: স্থানীয়দের মানববন্ধন
Link Copied