মু্ন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) জেলা আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. অজয় চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ মো. মহিউদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. গোলাম মাওলা তপন এবং অ্যাড. রোমেল।
জাতির জনকের অসামান্য অবদান ও কর্মময় জীবনী তুলে ধরে আলোচনা করেন বক্তরা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মহিউদ্দিন বলেন, বঙ্গবন্ধুর আদর্শে আমরা আদর্শিত। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি উন্নয়নশীল ও মর্যাদাবান জাতি হিসেবে বাংলাদেশ আজ প্রতিষ্ঠিত হয়েছে। দেশ মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত হয়েছে। একটা কুচক্রী মহল দেশের উন্নয়ন কে বাধাগ্রস্থ এবং বাঙ্গালি জাতিকে কলঙকীত করতেই বঙ্গবন্ধুসহ পুরো পরিবারকে হত্যা করে। আমরা সকলেই তাদের আত্তার মাগফেরাত কামনা করি।
বক্তরা আরো বলেন, শোককে শক্তিতে পরিণত করে আমাদেরকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তারা সেদিন মানব ইতিহাসের জঘন্যতম অপরাধ করেছিল। সমাজের অঘোষিত অভিভাবক হিসেবে আইনজীবী সমাজ সকল প্রকার পরিস্থিতি মোকাবেলা করে। আইনজীবী সমাজ দেশ ও জাতির ক্রান্তিকালে দীর্ঘদিন থেকে নিরবিচ্ছন্ন ভূমিকা রেখে আসছে।
আরো বক্তব্য রাখেন- পিপি অ্যাড. আব্দুল মতিন, জিপি অ্যাড. লুৎফর রহমান, সাবেক সভাপতি শ ম হাবিবুর রহমান, অ্যাড. নাসিরউদ্দিন, অ্যাড. মোহাম্মদ আলি, অ্যাড. সোহানা তাহমিনা, অ্যাড. শাহজাহান, অ্যাড. শাহিন মোহাম্মদ আমানুললাহ, অ্যাড. আলমগীরসহ অনেকে। এছাড়াও বারের সকল আইনজীবী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া-মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।
এমএসএম / জামান

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন
