ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কিশোর গ্যাং বন্ধে বাবা-মাকে দায়িত্ব নিতে হবে : ডিসি তেজগাঁও


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৪-৮-২০২২ দুপুর ১:৫৫
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (ডিসি) এইচএম আজিমুল এক মতবিনিময় সভায় কিশোর গ্যাংয়ের বিষয়ে বলেছেন, সন্ধ্যার পর সন্তানরা কিভাবে বাইরে থাকে। এ বিষয়ে মা-বাবাকে দায়িত্ব নিতে হবে। তাদের সচেতন হতে হবে। তারা বাইরে না থাকলে মাদকের সঙ্গে যুক্ত হবে না। কিশোর গ্যাংয়ে জড়াবে না। মাদকের ব্যবসাও করবে না। কারণ, যারা মাদক গ্রহণ করে তারা মাদকের ব্যবসাও করে। তাই অভিবাকরা সচেতন হলে সুস্থ ও সুন্দর একটি সমাজ গঠন করা সম্ভব।
 
মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর আদাবর থানার সিটি টোকিও স্কায়ারের জাপান গার্ডেন সিটি কনভেনশন হলে আইনশৃঙ্খলা সম্পর্কিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় আদাবর থানার রাজনৈতিক নেতা ও স্থানীয় বাড়ির মালিক এবং হাউজিং কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্তদের বক্তব্য শোনেন। তাদের বক্তব্যে উঠে আসে আদাবর থানার প্রধান সমস্যা মাদক ব্যবসায়ীদের দৌড়াত্ব, কিশোর গ্যাংয়ের উৎপাত ও ফুটপাত দখলসহ বিভিন্ন নাগরিক সমস্যা।
 
স্থানীয়দের বক্তব্য শেষে ডিসি তেজগাঁও বলেন, আপনাদের মাধ্যমে সে সকল সমস্যার কথা শুনলাম, সেই সমস্যার ব্যবস্থা নেওয়া হবে। চিরস্থায়ীভাবে বন্ধ হবে। তবে সবার সহযোগিতা করতে হবে। ফুটপাত দখল করে একজন তরকারি বিক্রেতা, মাছ বিক্রেতা আপনাদের কাছেই বিক্রি করে। আপনারা সচেতন হলে ফুটপাত দখল মুক্ত হবে।
 
তিনি আরো বলেন এ এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী বাসভবন। এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা।
 
মাদকের বিষয় ডিসি আজিমুল হক বলেন, আমাদের সন্তানদের প্রতি মা-বাবাদে গুরুত্ব বাড়াতে হবে। সন্ধ্যার পর যেনো তারা বাইরে না থাকে। সন্তানদের প্রতি গুরুত্ব দিলে একটি সঠিক এবং সুস্থ প্রজন্ম তৈরি হবে। মাদক থাকবে না,  কিশোরগ্যাং ইভটিজিং থাকবে না। আগের কোন সমস্যা আর থাকবে না, যেকোনো বিষয় আমাকে সরাসরি  ফোন দিবেন। আমি আপনাদের তথ্য দাতার নাম গোপন রাখব।  এ সময় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আটক হওয়া কিশোরদের ডোপ টেস্টের নির্দেশ দেন। মাদক গ্রহণের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া নির্দেশ দেন।
 
বিশেষে অতিথির বক্তব্যে অতিরিক্ত উপপুলিশ কমিশনার  (এডিসি) সজল দে বলেন,  মাদক ছিনতাই যেভাবে বলা হয়েছে বাস্তবে এতোটা না। আছে তবে এতোটা না। আর মাদকের বিষয়ে আমাদের জিরো টলালেন্স। ফুটপাত দখলের বিষয়ে এডিসি বলেন, ফুটপাতের মালিক পুলিশ না, ফুটপাতের মালিক হচ্ছে সিটি কর্পোরেশন। আপনারা (রাজনৈতিক নেতা) ফুটপাত থেকে টাকা খাওয়া বন্ধ করুন। তাহলে পুলিশেরও নাম বন্ধ হবে।আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের, আদাবর থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। উপস্থিত ছিলেন সাবেক যুবলীগের আহবায়ক আরিফুর রহমান তুহিন আদাবর থানা।  আদাবর থানার সাবেক যুবলীগের যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান হিটু, আরও উপস্থিত ছিলেন  ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ সরকার। 
 
উপস্থিত ছিলেন- ২৯, ৩০, ৩২নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর সাথী আক্তার প্রমুখ।

এমএসএম / জামান

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা